ETV Bharat / state

বর্ধমানে ভরদুপুরে চলল গুলি, জখম ব্যক্তি - বর্ধমানে গুলি

বর্ধমান শহরের বিসি রোড সংলগ্ন একটা গোল্ড লোন সংস্থা থেকে একটি ব্যাগ নিয়ে বেরিয়ে এসেছিলেন ওই ব্যক্তি ৷ তখনি এক দুষ্কৃতী তাঁর ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ৷ ওই ব্যক্তি বাধা দিলে রাস্তায় দাঁড়িয়ে থাকা অন্য এক দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে গুলি চালায় ।

বর্ধমান
বর্ধমান
author img

By

Published : Jul 17, 2020, 9:00 PM IST

বর্ধমান, 17 জুলাই : ব্যক্তিকে গুলি করে পালাল দুষ্কৃতীরা ৷ বর্ধমান শহরের বি সি রোডের একটা বেসরকারি গোল্ড লোন সংস্থার সামনের ঘটনা ৷ জানা গিয়েছে, বেসরকারি গোল্ড লোন ওই সংস্থার শাখা থেকে রাস্তায় বেরোনোর পরই ওই ব্যক্তিকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা । তারপর সেখান থেকে বাইকে করে চম্পট দেয় দুষ্কৃতীরা ৷ গুলিতে গুরুতর জখম হয়েছেন ওই ব্যক্তি ৷ আজ বেলা একটা 30 মিনিট নাগাদ ঘটে ঘটনাটি ৷ তবে এখন পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি ৷

গোল্ড লোন সংস্থা থেকে ওই ব্যক্তি একটা ব্যাগ নিয়ে বেরোচ্ছিলেন ৷ এমন সময় এক দুষ্কৃতী তার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ৷ তখন ওই ব্যক্তি বাধা দিলে রাস্তায় দাঁড়িয়ে থাকা অন্য এক দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে গুলি চালায় । গুলি লাগার পরও ব্যাগটি না ছাড়াই আরও দুই দুষ্কৃতী দুই রাউন্ড গুলি চালায় । তাদের মধ্যে একজন বন্দুকের বাট দিয়ে তার মাথায় আঘাত করে । এরপরই রাস্তায় পড়ে যান ওই ব্যক্তি । এই ঘটনার পরই মোটর বাইকে করে চম্পট দেয় দুষ্কৃতীরা ৷

ঘটনাস্থানে যায় পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় । কারা গুলি চালিয়েছে, ওই ব্যাগের মধ্যে কী ছিল তানিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ । ঘটনাস্থান থেকে তিনটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ ৷ ভাস্কর মুখোপাধ্যায় বলেন, "ওই দুষ্কৃতীদের খোঁজে জেলার সমস্ত থানাকে জানানো হয়েছে ৷ সীমান্ত এলাকায় নাকা চেকিং শুরু হয়েছে । আহত ওই ব্যক্তিকে হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ তার অবস্থা স্থিতিশীল । পুলিশ দ্রুত দুষ্কৃতীদের ধরার চেষ্টা করছে ।"

বর্ধমান, 17 জুলাই : ব্যক্তিকে গুলি করে পালাল দুষ্কৃতীরা ৷ বর্ধমান শহরের বি সি রোডের একটা বেসরকারি গোল্ড লোন সংস্থার সামনের ঘটনা ৷ জানা গিয়েছে, বেসরকারি গোল্ড লোন ওই সংস্থার শাখা থেকে রাস্তায় বেরোনোর পরই ওই ব্যক্তিকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা । তারপর সেখান থেকে বাইকে করে চম্পট দেয় দুষ্কৃতীরা ৷ গুলিতে গুরুতর জখম হয়েছেন ওই ব্যক্তি ৷ আজ বেলা একটা 30 মিনিট নাগাদ ঘটে ঘটনাটি ৷ তবে এখন পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি ৷

গোল্ড লোন সংস্থা থেকে ওই ব্যক্তি একটা ব্যাগ নিয়ে বেরোচ্ছিলেন ৷ এমন সময় এক দুষ্কৃতী তার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ৷ তখন ওই ব্যক্তি বাধা দিলে রাস্তায় দাঁড়িয়ে থাকা অন্য এক দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে গুলি চালায় । গুলি লাগার পরও ব্যাগটি না ছাড়াই আরও দুই দুষ্কৃতী দুই রাউন্ড গুলি চালায় । তাদের মধ্যে একজন বন্দুকের বাট দিয়ে তার মাথায় আঘাত করে । এরপরই রাস্তায় পড়ে যান ওই ব্যক্তি । এই ঘটনার পরই মোটর বাইকে করে চম্পট দেয় দুষ্কৃতীরা ৷

ঘটনাস্থানে যায় পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় । কারা গুলি চালিয়েছে, ওই ব্যাগের মধ্যে কী ছিল তানিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ । ঘটনাস্থান থেকে তিনটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ ৷ ভাস্কর মুখোপাধ্যায় বলেন, "ওই দুষ্কৃতীদের খোঁজে জেলার সমস্ত থানাকে জানানো হয়েছে ৷ সীমান্ত এলাকায় নাকা চেকিং শুরু হয়েছে । আহত ওই ব্যক্তিকে হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ তার অবস্থা স্থিতিশীল । পুলিশ দ্রুত দুষ্কৃতীদের ধরার চেষ্টা করছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.