ETV Bharat / state

Death in Road Accident: নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় মৃত এক, আহত ছয়

পথ দুর্ঘটনায় বর্ধমানে মৃত্যু হল জাতীয় সড়ক সম্প্রসারণের কাজে ব্যস্ত থাকা এক কর্মীর ৷ ঘটনায় আহত 6 জন ৷ তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন ৷

Death in Road Accident
পথ দুর্ঘটনা
author img

By

Published : Jul 29, 2023, 8:03 PM IST

জৌগ্রাম, 29 জুলাই: জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে জেসিবি মেশিনে ধাক্কা চারচাকা গাড়ির ৷ এই ঘটনায় মৃত্যু হয়েছে জাতীয় সড়ক সম্প্রসারণের কাজে ব্যস্ত থাকা এক কর্মীর । মৃতের নাম তরুণ মান্না(45)। ঘটনায় আহত হয়েছেন গাড়িতে থাকা ড্রাইভার-সহ ছ'জন । ঘটনাটি ঘটেছে শনিবার বর্ধমানের জৌগ্রামে 2 নম্বর জাতীয় সড়কে ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরের দিকে চারচাকা গাড়ি করে কলকাতা থেকে পুরুলিয়া যাচ্ছিল একটা পরিবার । গাড়িতে ড্রাইভার-সহ মোট ছ'জন ছিলেন । বর্ধমানের জৌগ্রামের কাছে সেটি দুর্ঘটনার কবলে পড়ে ৷ এক মোটর সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে জাতীয় সড়কের ধারে একটা জেসিবি মেসিনে চারচাকা গাড়িটি সজোরে ধাক্কা মারে । ঘটনায় জেসিবি মেসিনে থাকা কর্মী তরুণ মান্না-সহ গাড়িতে থাকা ছ'জন আহত হন । আহতদের মধ্যে তিনজনকে তড়িঘড়ি বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ বাকি চারজনকে অনাময় হাসপাতালে ভরতি করা হয় । সেখানে তরুণ মান্নাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা । আঝাপুর ফাঁড়ির পুলিশ চারচাকা গাড়িটিকে আটক করেছে ।

আরও পড়ুন: দুর্ঘটনার কবলে অমরনাথ তীর্থযাত্রীদের বাস, অন্তত 6 জনের মৃত্যু

ঠিকাদারি সংস্থার কর্মী সৌমেন বসু বলেন, "জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ চলছে । ফলে রাস্তা থেকে বেশ কিছুটা দূরে একটা পে-লোডার মেশিন ছিল । হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটা চারচাকা গাড়ি বাইককে বাঁচাতে গিয়ে ওই পে-লোডারে ধাক্কা মারে । সেখানে একজন শ্রমিক কাজ করছিলেন । ঘটনায় তিনি গুরুতর আহত হন । পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয় ।" গাড়ির ড্রাইভার বাপ্পা দে বলেন, "রাস্তার মাঝে একটা বাইক চলে আসে । আমি ডানদিকে আর কাটাতে পারিনি । মাঝখানে ছিল ডিভাইডার আর তার পাশে ছিল জেসিবি মেশিন । সেখানে ধাক্কা মারি । ঘটনায় গাড়ির সকলে ও এক শ্রমিক আহত হয়েছেন ।"

জৌগ্রাম, 29 জুলাই: জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে জেসিবি মেশিনে ধাক্কা চারচাকা গাড়ির ৷ এই ঘটনায় মৃত্যু হয়েছে জাতীয় সড়ক সম্প্রসারণের কাজে ব্যস্ত থাকা এক কর্মীর । মৃতের নাম তরুণ মান্না(45)। ঘটনায় আহত হয়েছেন গাড়িতে থাকা ড্রাইভার-সহ ছ'জন । ঘটনাটি ঘটেছে শনিবার বর্ধমানের জৌগ্রামে 2 নম্বর জাতীয় সড়কে ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরের দিকে চারচাকা গাড়ি করে কলকাতা থেকে পুরুলিয়া যাচ্ছিল একটা পরিবার । গাড়িতে ড্রাইভার-সহ মোট ছ'জন ছিলেন । বর্ধমানের জৌগ্রামের কাছে সেটি দুর্ঘটনার কবলে পড়ে ৷ এক মোটর সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে জাতীয় সড়কের ধারে একটা জেসিবি মেসিনে চারচাকা গাড়িটি সজোরে ধাক্কা মারে । ঘটনায় জেসিবি মেসিনে থাকা কর্মী তরুণ মান্না-সহ গাড়িতে থাকা ছ'জন আহত হন । আহতদের মধ্যে তিনজনকে তড়িঘড়ি বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ বাকি চারজনকে অনাময় হাসপাতালে ভরতি করা হয় । সেখানে তরুণ মান্নাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা । আঝাপুর ফাঁড়ির পুলিশ চারচাকা গাড়িটিকে আটক করেছে ।

আরও পড়ুন: দুর্ঘটনার কবলে অমরনাথ তীর্থযাত্রীদের বাস, অন্তত 6 জনের মৃত্যু

ঠিকাদারি সংস্থার কর্মী সৌমেন বসু বলেন, "জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ চলছে । ফলে রাস্তা থেকে বেশ কিছুটা দূরে একটা পে-লোডার মেশিন ছিল । হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটা চারচাকা গাড়ি বাইককে বাঁচাতে গিয়ে ওই পে-লোডারে ধাক্কা মারে । সেখানে একজন শ্রমিক কাজ করছিলেন । ঘটনায় তিনি গুরুতর আহত হন । পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয় ।" গাড়ির ড্রাইভার বাপ্পা দে বলেন, "রাস্তার মাঝে একটা বাইক চলে আসে । আমি ডানদিকে আর কাটাতে পারিনি । মাঝখানে ছিল ডিভাইডার আর তার পাশে ছিল জেসিবি মেশিন । সেখানে ধাক্কা মারি । ঘটনায় গাড়ির সকলে ও এক শ্রমিক আহত হয়েছেন ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.