ETV Bharat / state

অমানবিক চিকিৎসক, ফিজ় না পেয়ে প্রেসক্রিপশনে কেটে দিলেন ওষুধের নাম - কালনার নন্দাই গ্রামের বাসিন্দা মালতি দেবনাথ

কালনার নন্দাই গ্রামের বাসিন্দা মালতি দেবনাথ । দীর্ঘদিন ধরেই ওই বৃদ্ধা অসুস্থ । বাড়ির একমাত্র রোজগারে ছেলে মুম্বইতে কাজ  করেন। কোনও রকমে তাঁদের সংসার চলে । ব্রেন স্ট্রোক ও ঘাড়ে যন্ত্রণা নিয়ে তিনি জ্যোতির্ময় দাসের কাছে চিকিৎসা করাচ্ছিলেন ।

অমানবিক চিকিৎসক
অমানবিক চিকিৎসক
author img

By

Published : Feb 18, 2021, 2:27 PM IST

কালনা, 18 ফেব্রুয়ারি : বেশ কিছুদিন ধরেই ব্রেন স্ট্রোক ও ঘাড়ে যন্ত্রণা নিয়ে চিকিৎসা করাচ্ছেন মালতি দেবনাথ নামে এক বৃদ্ধা । তবে তাঁর চিকিৎসা সংক্রান্ত রিপোর্ট চিকিৎসকের দেখানোর পরে ফিজ় দিতে না পারায় ওই বৃদ্ধার প্রেসক্রিপশন থেকে ওষুধের নাম কেটে দিলেন জ্যোতির্ময় দাস নামে ওই চিকিৎসক । খবরটি জানাজানি হতেই বিভিন্ন মহলে নিন্দার ঝড় উঠে ।

স্থানীয় সূত্রে জানা গেছে, কালনার নন্দাই গ্রামের বাসিন্দা মালতি দেবনাথ । দীর্ঘদিন ধরেই ওই বৃদ্ধা অসুস্থ । বাড়ির একমাত্র রোজগারে ছেলে মুম্বইতে কাজ করেন। কোনও রকমে তাঁদের সংসার চলে । ব্রেন স্ট্রোক ও ঘাড়ে যন্ত্রণা নিয়ে তিনি জ্যোতির্ময় দাসের কাছে চিকিৎসা করাচ্ছিলেন । ওই চিকিৎসকের কথামতো তিনি বিভিন্ন ধরনের পরীক্ষা করে চিকিৎসককে রিপোর্ট দেখাতে যান । অভিযোগ রিপোর্ট দেখার পরে ওই চিকিৎসক রিপোর্ট দেখার ফিজ় চান । কিন্তু সেই টাকা ওই বৃদ্ধার কাছে না থাকায়, তিনি দিতে পারেননি । ফলে ওই চিকিৎসক তাঁর প্রেসক্রিপশন কেড়ে নিয়ে ওষুধের নাম কেটে দেন ।

ফিজ় না পেয়ে প্রেসক্রিপশনে ওষুধের নাম কেটে দিলেন চিকিৎসক
এই খবর জানাজানি হতেই বিভিন্ন মহলে নিন্দার ঝড় ওঠে । এদিকে ঘটনার পর থেকেই কালনার বৈদ্যপুর মোড়ে ওই চিকিৎসকের চেম্বার বন্ধ ।

কালনা, 18 ফেব্রুয়ারি : বেশ কিছুদিন ধরেই ব্রেন স্ট্রোক ও ঘাড়ে যন্ত্রণা নিয়ে চিকিৎসা করাচ্ছেন মালতি দেবনাথ নামে এক বৃদ্ধা । তবে তাঁর চিকিৎসা সংক্রান্ত রিপোর্ট চিকিৎসকের দেখানোর পরে ফিজ় দিতে না পারায় ওই বৃদ্ধার প্রেসক্রিপশন থেকে ওষুধের নাম কেটে দিলেন জ্যোতির্ময় দাস নামে ওই চিকিৎসক । খবরটি জানাজানি হতেই বিভিন্ন মহলে নিন্দার ঝড় উঠে ।

স্থানীয় সূত্রে জানা গেছে, কালনার নন্দাই গ্রামের বাসিন্দা মালতি দেবনাথ । দীর্ঘদিন ধরেই ওই বৃদ্ধা অসুস্থ । বাড়ির একমাত্র রোজগারে ছেলে মুম্বইতে কাজ করেন। কোনও রকমে তাঁদের সংসার চলে । ব্রেন স্ট্রোক ও ঘাড়ে যন্ত্রণা নিয়ে তিনি জ্যোতির্ময় দাসের কাছে চিকিৎসা করাচ্ছিলেন । ওই চিকিৎসকের কথামতো তিনি বিভিন্ন ধরনের পরীক্ষা করে চিকিৎসককে রিপোর্ট দেখাতে যান । অভিযোগ রিপোর্ট দেখার পরে ওই চিকিৎসক রিপোর্ট দেখার ফিজ় চান । কিন্তু সেই টাকা ওই বৃদ্ধার কাছে না থাকায়, তিনি দিতে পারেননি । ফলে ওই চিকিৎসক তাঁর প্রেসক্রিপশন কেড়ে নিয়ে ওষুধের নাম কেটে দেন ।

ফিজ় না পেয়ে প্রেসক্রিপশনে ওষুধের নাম কেটে দিলেন চিকিৎসক
এই খবর জানাজানি হতেই বিভিন্ন মহলে নিন্দার ঝড় ওঠে । এদিকে ঘটনার পর থেকেই কালনার বৈদ্যপুর মোড়ে ওই চিকিৎসকের চেম্বার বন্ধ ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.