ETV Bharat / state

অন্তঃসত্ত্বা না হয়েও সন্তান প্রসব ! গ্রেপ্তার দম্পতিসহ 3 - baby

অন্তঃসত্ত্বা না হয়েও শিশুর জন্ম দেন এক মহিলা ৷ সন্দেহ হওয়ায় থানায় অভিযোগ জানান প্রতিবেশীরা ৷ অভিযোগের ভিত্তিতে দম্পতি সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ তদন্ত চলছে ৷

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী
author img

By

Published : Dec 13, 2019, 9:20 AM IST

কাটোয়া, 13 ডিসেম্বর : পূর্ব বর্ধমানের কাটোয়ার বাসিন্দা অনুশ্রী বিশ্বাস ৷ প্রদীপ বিশ্বাসের সঙ্গে বিয়ে হয়েছে 11 বছর ৷ নিঃসন্তান ৷ কিন্তু, কয়েকদিন আগে নার্সিংহোমে ভরতি হন ৷ জানা যায়, শিশুর জন্ম দিয়েছেন অনুশ্রী ৷ প্রদীপ ও অনুশ্রীর জীবনে খুশির সময় ৷ কিন্তু, সন্দেহ হয় প্রতিবেশীদের ৷ অন্তঃসত্ত্বা না হওয়ার পরও কী ভাবে জন্ম দিলেন সন্তানের? প্রশ্ন ঘুরতে থাকে স্থানীয়দের মনে ৷ সঙ্গে সঙ্গে তাঁরা কাটোয়া থানায় গিয়ে ঘটনাটি জানান ৷ তদন্তে নেমে পুলিশ জানতে পারে, টাকার বিনিময়ে শিশু কিনেছে ওই দম্পতি ৷ অনুশ্রী ও প্রদীপ সহ নার্সিংহোমের এক টেকনিশিয়ানকেও গ্রেপ্তার করে পুলিশ ৷

জানা যায়, নিঃসন্তান হওয়ায় বিশ্বাস দম্পতি অনেকদিন ধরেই শিশুর খোঁজ করছিল ৷ সেই খোঁজেই আলাপ দাঁইহাটের বাসিন্দা শৈলেন রায়ের সঙ্গে ৷ শৈলেন বর্ধমানের জি টি রোডের একটি নার্সিংহোমের টেকনিকাল অ্যাসিস্ট্যান্ট ৷ অনুশ্রীকে 10 হাজার টাকার বিনিময়ে সদ্যোজাত পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি ৷ সেই মতো খাতায়কলমে দেখানো হয়, অনুশ্রীকে নার্সিংহোমে ভরতি করা হয়েছিল ৷ পরে এক শিশু নিয়ে বাড়ি ফিরে যান অনুশ্রী ৷

এভাবে হঠাৎ শিশু নিয়ে বাড়ি ফিরতেই সন্দেহ হয় প্রতিবেশীদের ৷ খবর দেওয়া হয় কাটোয়া থানায় ৷ প্রতিবেশীদের অভিযোগের ভিত্তিতে বিশ্বাস দম্পতিকে গ্রেপ্তার করা হয় ৷ পুলিশ জানিয়েছে, পুলিশি জেরায় অনুশ্রী ও প্রদীপ ঘটনার কথা স্বীকার করে নেন ৷ শৈলেনের ব্যাপারেও জানান তাঁরা ৷ তাঁকেও গ্রেপ্তার করা হয় ৷ নার্সিংহোমের মালিক সহ অনেকেই এই ঘটনায় যুক্ত আছে বলে সন্দেহ পুলিশের ৷ যে শিশুটি অনুশ্রীকে দেওয়া হয়েছিল, তার পরিচয়ও জানার চেষ্টা চলছে ৷

কাটোয়া, 13 ডিসেম্বর : পূর্ব বর্ধমানের কাটোয়ার বাসিন্দা অনুশ্রী বিশ্বাস ৷ প্রদীপ বিশ্বাসের সঙ্গে বিয়ে হয়েছে 11 বছর ৷ নিঃসন্তান ৷ কিন্তু, কয়েকদিন আগে নার্সিংহোমে ভরতি হন ৷ জানা যায়, শিশুর জন্ম দিয়েছেন অনুশ্রী ৷ প্রদীপ ও অনুশ্রীর জীবনে খুশির সময় ৷ কিন্তু, সন্দেহ হয় প্রতিবেশীদের ৷ অন্তঃসত্ত্বা না হওয়ার পরও কী ভাবে জন্ম দিলেন সন্তানের? প্রশ্ন ঘুরতে থাকে স্থানীয়দের মনে ৷ সঙ্গে সঙ্গে তাঁরা কাটোয়া থানায় গিয়ে ঘটনাটি জানান ৷ তদন্তে নেমে পুলিশ জানতে পারে, টাকার বিনিময়ে শিশু কিনেছে ওই দম্পতি ৷ অনুশ্রী ও প্রদীপ সহ নার্সিংহোমের এক টেকনিশিয়ানকেও গ্রেপ্তার করে পুলিশ ৷

জানা যায়, নিঃসন্তান হওয়ায় বিশ্বাস দম্পতি অনেকদিন ধরেই শিশুর খোঁজ করছিল ৷ সেই খোঁজেই আলাপ দাঁইহাটের বাসিন্দা শৈলেন রায়ের সঙ্গে ৷ শৈলেন বর্ধমানের জি টি রোডের একটি নার্সিংহোমের টেকনিকাল অ্যাসিস্ট্যান্ট ৷ অনুশ্রীকে 10 হাজার টাকার বিনিময়ে সদ্যোজাত পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি ৷ সেই মতো খাতায়কলমে দেখানো হয়, অনুশ্রীকে নার্সিংহোমে ভরতি করা হয়েছিল ৷ পরে এক শিশু নিয়ে বাড়ি ফিরে যান অনুশ্রী ৷

এভাবে হঠাৎ শিশু নিয়ে বাড়ি ফিরতেই সন্দেহ হয় প্রতিবেশীদের ৷ খবর দেওয়া হয় কাটোয়া থানায় ৷ প্রতিবেশীদের অভিযোগের ভিত্তিতে বিশ্বাস দম্পতিকে গ্রেপ্তার করা হয় ৷ পুলিশ জানিয়েছে, পুলিশি জেরায় অনুশ্রী ও প্রদীপ ঘটনার কথা স্বীকার করে নেন ৷ শৈলেনের ব্যাপারেও জানান তাঁরা ৷ তাঁকেও গ্রেপ্তার করা হয় ৷ নার্সিংহোমের মালিক সহ অনেকেই এই ঘটনায় যুক্ত আছে বলে সন্দেহ পুলিশের ৷ যে শিশুটি অনুশ্রীকে দেওয়া হয়েছিল, তার পরিচয়ও জানার চেষ্টা চলছে ৷

Intro:অন্তঃসত্ত্বা না হয়েও শিশুর জন্ম নার্সিংহোমে! গ্রেফতার দম্পতি সহ নার্সিংহোমের কর্মী

পুলক যশ, কাটোয়া

অন্তঃস্বত্ত্বা না হয়েও নার্সিংহোমে ভরতি হয়ে এক শিশুর জন্ম দিয়েছে এক মহিলা, এই খবর পাড়াপ্রতিবেশিদের কাছ থেকে পাওয়ার পরেই তদন্তে নামে কাটোয়া থানার পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে নার্সিংহোম থেকে এক শিশুকে দশহাজার টাকার বিনিময়ে ওই দম্পতিকে বিক্রি করেছে নার্সিংহোমের এক কর্মী। পুলিশ ওই দম্পতি সহ নার্সিংহোমের টেকনিশিয়ানকে গ্রেফতার করেছে। পুলিশ ধৃতদের নাম প্রদীপ বিশ্বাস, অনুশ্রী বিশ্বাস ও শৈলেন রায়।
পুলিশ সূত্রে জানা গেছে, কাটোয়ার পানুহাটের বাসিন্দা প্রদীপ বিশ্বাস ও অনুশ্রী বিশ্বাস। ১১ বছর আগে তাদের বিয়ে হয়েছে। কিন্তু তারা নিঃসন্তান হওয়ায় বাচ্ছার খোঁজ করছিল। তাদের সঙ্গে পরিচয় হয় দাঁইহাটের বাসিন্দা শৈলেন রায়ের। শৈলেন বর্ধমানের জিটি রোডের লাইফ লাইন নার্সিংহোমের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। শৈলেন ওই দম্পতিকে ১০ হাজার টাকার বিনিময়ে বাচ্ছা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। সেই মতো ওই মহিলাকে নার্সিংহোমে ভরতি করা হয়েছে খাতায়কলমে দেখানো হয়। পরে ওই মহিলা একটি বাচ্ছা নিয়ে বাড়ি যায়। এদিকে বাচ্ছা নিয়ে দম্পতি বাড়ি ফিরতেই সন্দেহ হয় প্রতিবেশীদের। তারা কাটোয়া থানায় খবর দেয়। পুলিশ ওই দম্পতিকে ধরে এনে জিজ্ঞাসাবাদ শুরু করায় দম্পতি ঘটনার কথা স্বীকার করে নেয়। পুলিশ শৈলেন রায় নামে ওই নার্সিংহোমের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে নার্সিংহোমের মালিক সহ অনেকেই ঘটনায় যুক্ত। পুলিশ অভিযুক্তদের খোঁজে তল্লাশি করছে। যে বাচ্ছা দম্পত্তিকে দেওয়া হয়েছিল সেটা কার বাচ্ছা তারও খোঁজ খবর শুরু করেছে পুলিশ।Body:অন্তঃসত্ত্বা না হয়েও শিশুর জন্ম নার্সিংহোমে! গ্রেফতার দম্পতি সহ নার্সিংহোমের কর্মীConclusion:অন্তঃসত্ত্বা না হয়েও শিশুর জন্ম নার্সিংহোমে! গ্রেফতার দম্পতি সহ নার্সিংহোমের কর্মী
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.