ETV Bharat / state

বর্ধমানে সাইবার ক্রাইম থানার উদ্বোধন

পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে বর্ধমান পুলিশ সুপারের দপ্তরের সামনে সাইবার ক্রাইম পুলিশ স্টেশন এবং ট্রাফিক ইনস্পেক্টর রুমের উদ্বোধন হল । গতকাল ফিতে কেটে এই উদ্বোধন করেন IG রাজীব মিশ্র ।

সাইবার ক্রাইম পুলিশ স্টেশনের উদ্বোধন
author img

By

Published : Nov 21, 2019, 10:39 AM IST

পূর্ব বর্ধমান, 21 নভেম্বর : পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে বর্ধমান পুলিশ সুপারের দপ্তরের সামনে সাইবার ক্রাইম পুলিশ স্টেশন এবং ট্রাফিক ইনস্পেক্টর রুমের উদ্বোধন হল । গতকাল ফিতে কেটে এই উদ্বোধন করেন IG রাজীব মিশ্র । উপস্থিত ছিলেন DIG ভারত লাল মিনা, পুলিশ সুপার ভাস্কর মুখার্জি, DSP হেডকোয়ার্টার ও জেলা পুলিশের আধিকারিকরা।

new cyber crime station inaugurated
উদ্বোধনে IG রাজীব মিশ্র
পুলিশ সূত্রে জানা গেছে, নতুন সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে এখন থেকে সাধারণ মানুষ তাদের অভিযোগ জানাতে পারবে । ট্রাফিক ইনস্পেক্টর অফিসেও অভিযোগ জানানো যাবে ৷ এতদিন সাইবার ক্রাইম সংক্রান্ত বিভিন্ন অভিযোগ জানানোর জন্য সাধারণ মানুষকে বিভিন্ন থানায় যেতে হত । এখন থেকে নতুন এই অফিসে সরাসরি এসে অভিযোগ জানাতে পারবেন তারা ।

পূর্ব বর্ধমান, 21 নভেম্বর : পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে বর্ধমান পুলিশ সুপারের দপ্তরের সামনে সাইবার ক্রাইম পুলিশ স্টেশন এবং ট্রাফিক ইনস্পেক্টর রুমের উদ্বোধন হল । গতকাল ফিতে কেটে এই উদ্বোধন করেন IG রাজীব মিশ্র । উপস্থিত ছিলেন DIG ভারত লাল মিনা, পুলিশ সুপার ভাস্কর মুখার্জি, DSP হেডকোয়ার্টার ও জেলা পুলিশের আধিকারিকরা।

new cyber crime station inaugurated
উদ্বোধনে IG রাজীব মিশ্র
পুলিশ সূত্রে জানা গেছে, নতুন সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে এখন থেকে সাধারণ মানুষ তাদের অভিযোগ জানাতে পারবে । ট্রাফিক ইনস্পেক্টর অফিসেও অভিযোগ জানানো যাবে ৷ এতদিন সাইবার ক্রাইম সংক্রান্ত বিভিন্ন অভিযোগ জানানোর জন্য সাধারণ মানুষকে বিভিন্ন থানায় যেতে হত । এখন থেকে নতুন এই অফিসে সরাসরি এসে অভিযোগ জানাতে পারবেন তারা ।
Intro:বর্ধমানের উদ্বোধন করা হলো সাইবারক্রাইম স্টেশনে

পূর্ব বর্ধমান সন্তোষ দাস


পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে বর্ধমান পুলিশ সুপার দপ্তরের সামনে সাইবার ক্রাইম পুলিশ স্টেশন এবং ট্রাফিক ইনস্পেক্টর রুমের উদ্বোধন হলো বুধবার ফিতে কেটে উদ্বোধন করলেন আইজি রাজিব মিশ্রা উপস্থিত ছিলেন ডিআইজি ভারত লাল মীনা পুলিশ সুপার ভাস্কর মুখার্জি ডিএসপি হেডকোয়ার্টার জেলা পুলিশের আধিকারিক বৃন্দ


Body:পুলিশ সূত্রে জানা গেছে নতুন সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে এখন থেকে সাধারণ মানুষ তাদের অভিযোগ জানাতে পারবেন পাশাপাশি ট্রাফিক ইনস্পেক্টর অফিস অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ এতদিন সাইবার ক্রাইম সংক্রান্ত বিভিন্ন অভিযোগ জানানোর জন্য মানুষকে বিভিন্ন থানায় যেতে হতো এখন থেকে নতুন এই অফিসে সরাসরি এসে অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ


Conclusion:এদিকে জেলা সাইবারক্রাইমের দপ্তরে নতুন অতি হয়েছেন দীপক সরকার
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.