ETV Bharat / state

বর্ধমানে নতুন করে কোরোনা আক্রান্ত 7 - বর্ধমান

বর্ধমানে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে । গত 24 ঘণ্টায় 7 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন । বেশিরভাগ পরিযায়ী শ্রমিকের শরীরে মিলছে কোরোনা ভাইরাস । জেলা মুখ্য স্বাস্থ্য বিভাগ সূত্রে এই খবর জানা গেছে ।

new 7 covid positive cases found in burdwan
বর্ধমানে নতুন করে কোরোনায় আক্রান্ত 7
author img

By

Published : Jun 16, 2020, 8:23 AM IST

বর্ধমান, 16 জুন : বর্ধমান জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে । একদিনে 7 জন কোরোনা আক্রান্তের হদিস মিলেছে । জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, প্রত্যেককে জেলার কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে । এখনও পর্যন্ত জেলায় মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 139 । এদের মধ্যে 14 জনের চিকিৎসা চলছে । সুস্থ হয়ে 125 জন বাড়ি ফিরেছেন ।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আক্রান্তদের মধ্যে 4 জন আউশগ্রাম 1 নম্বর ব্লক, কালনা 1 নম্বর ব্লক, ভাতার ও পূর্বস্থলী 2 নম্বর ব্লকের বাসিন্দা । আউশগ্রামের 1 নম্বর ব্লকের জয়কৃষ্ণপুর গ্রামের চার বাসিন্দা পরিযায়ী শ্রমিক । এদের মধ্যে দুজন মহারাষ্ট্র থেকে ফিরেছেন । বাকি দুজন চেন্নাই থেকে ফিরেছেন । ভিন রাজ্য থেকে ফেরার পরে গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের কোয়ারানটাইন সেন্টারে রাখা হয়েছিল । সোমবার তাদের সোয়াব টেস্টের রিপোর্ট আসে ।

জেলা প্রশাসনের তরফ থেকে জানা গেছে, জেলায় মোট 24টি জায়গায় কনটেইনমেন্ট জ়োন হিসেবে ঘোষণা করা হয়েছে । সোমবার বর্ধমান স্টেশনে ভিন রাজ্য থেকে মোট 6টি ট্রেনে এসেছেন 666 জন । মহারাষ্ট্র, দিল্লি, গুজরাত, তামিলনাড়ু ও মধ্যপ্রদেশ থেকে জেলায় এখনও পর্যন্ত 2189 জন জেলায় ফিরেছেন । জেলা প্রশাসন মোট 4018 জনকে কোয়ারানটিন সেন্টারে রয়েছেন । হোম কোয়ারানটিনে রয়েছেন 15,869 জন ।

বর্ধমান, 16 জুন : বর্ধমান জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে । একদিনে 7 জন কোরোনা আক্রান্তের হদিস মিলেছে । জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, প্রত্যেককে জেলার কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে । এখনও পর্যন্ত জেলায় মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 139 । এদের মধ্যে 14 জনের চিকিৎসা চলছে । সুস্থ হয়ে 125 জন বাড়ি ফিরেছেন ।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আক্রান্তদের মধ্যে 4 জন আউশগ্রাম 1 নম্বর ব্লক, কালনা 1 নম্বর ব্লক, ভাতার ও পূর্বস্থলী 2 নম্বর ব্লকের বাসিন্দা । আউশগ্রামের 1 নম্বর ব্লকের জয়কৃষ্ণপুর গ্রামের চার বাসিন্দা পরিযায়ী শ্রমিক । এদের মধ্যে দুজন মহারাষ্ট্র থেকে ফিরেছেন । বাকি দুজন চেন্নাই থেকে ফিরেছেন । ভিন রাজ্য থেকে ফেরার পরে গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের কোয়ারানটাইন সেন্টারে রাখা হয়েছিল । সোমবার তাদের সোয়াব টেস্টের রিপোর্ট আসে ।

জেলা প্রশাসনের তরফ থেকে জানা গেছে, জেলায় মোট 24টি জায়গায় কনটেইনমেন্ট জ়োন হিসেবে ঘোষণা করা হয়েছে । সোমবার বর্ধমান স্টেশনে ভিন রাজ্য থেকে মোট 6টি ট্রেনে এসেছেন 666 জন । মহারাষ্ট্র, দিল্লি, গুজরাত, তামিলনাড়ু ও মধ্যপ্রদেশ থেকে জেলায় এখনও পর্যন্ত 2189 জন জেলায় ফিরেছেন । জেলা প্রশাসন মোট 4018 জনকে কোয়ারানটিন সেন্টারে রয়েছেন । হোম কোয়ারানটিনে রয়েছেন 15,869 জন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.