ETV Bharat / state

রায়নায় দুই বোনের রহস্যজনক মৃত্যু - dead

বাড়ির উঠোনে পড়ে রয়েছে দুই বোনের অসাড় দেহ ৷ পাশে ঝুলছে ইলেকট্রিকের তার ৷ কীভাবে হল মৃত্যু ? বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাকি খুন ? তদন্তে রায়না থানার পুলিশ ৷

দুই বোনের রহস্যজনক মৃত্যু
দুই বোনের রহস্যজনক মৃত্যু
author img

By

Published : Jun 27, 2021, 1:44 PM IST

Updated : Jun 27, 2021, 2:48 PM IST

রায়না, 27 জুন : রহস্যজনকভাবে মৃত্যু হল দুই বোনের । ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের রায়নার খালেরপুল এলাকায় ৷ মৃতদের নাম সুমি খাতুন (8) ও রুমি খাতুন (6) ।

মৃত শিশুদের কাকা জানান, দুই বোন বাড়িতেই ছিল । তাদের বাবা-মায়ের মধ্যে অশান্তি হওয়ায় মা বাপের বাড়িতে আছেন । ঠাকুমা তাদের দেখাশোনা করে ৷ ঠাকুমা সারাদিন একাই দোকান চালানোর ফলে তখন বাড়িতে ছিলেন না ৷ খবর পেয়ে এসে দেখি দুই বোন পড়ে আছে মাটিতে ৷ পাশে ইলেকট্রিকের তার কাটা অবস্থায় ঝুলছে ৷ হয়ত বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৷ খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের দুজনকে মৃত বলে ঘোষণা করেন ৷

স্থানীয় বাসিন্দা বাবু শেখের কথায়, "তাদের বাবা-মায়ের মধ্যে অশান্তি লেগেই থাকত ৷ বাবা হাসিবুলের স্বভাব চরিত্র ভাল নয় ৷ দুই মেয়ে ও স্ত্রীকে মারধরও করত ৷ বাবা যেহেতু ভাল লোক নয়, তাই দুই মেয়েকে মেরেও ফেলতে পারে ৷ তবে সঠিক কী কারণ সেটা জানা যায়নি ৷ আমি এসে শুনেছি বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছে তারা ৷"

রায়নায় দুই বোনের রহস্যজনক মৃত্যু

যদিও এই ঘটনায় রায়না থানার পুলিশ জানায়, ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব নয় । ঠিক কী কারণে দুই বোনের মৃত্যু হল তা খতিয়ে দেখা হচ্ছে ৷

আরও পড়ুন : পুতুল ব্যবসায়ীর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য নবদ্বীপে

রায়না, 27 জুন : রহস্যজনকভাবে মৃত্যু হল দুই বোনের । ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের রায়নার খালেরপুল এলাকায় ৷ মৃতদের নাম সুমি খাতুন (8) ও রুমি খাতুন (6) ।

মৃত শিশুদের কাকা জানান, দুই বোন বাড়িতেই ছিল । তাদের বাবা-মায়ের মধ্যে অশান্তি হওয়ায় মা বাপের বাড়িতে আছেন । ঠাকুমা তাদের দেখাশোনা করে ৷ ঠাকুমা সারাদিন একাই দোকান চালানোর ফলে তখন বাড়িতে ছিলেন না ৷ খবর পেয়ে এসে দেখি দুই বোন পড়ে আছে মাটিতে ৷ পাশে ইলেকট্রিকের তার কাটা অবস্থায় ঝুলছে ৷ হয়ত বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৷ খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের দুজনকে মৃত বলে ঘোষণা করেন ৷

স্থানীয় বাসিন্দা বাবু শেখের কথায়, "তাদের বাবা-মায়ের মধ্যে অশান্তি লেগেই থাকত ৷ বাবা হাসিবুলের স্বভাব চরিত্র ভাল নয় ৷ দুই মেয়ে ও স্ত্রীকে মারধরও করত ৷ বাবা যেহেতু ভাল লোক নয়, তাই দুই মেয়েকে মেরেও ফেলতে পারে ৷ তবে সঠিক কী কারণ সেটা জানা যায়নি ৷ আমি এসে শুনেছি বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছে তারা ৷"

রায়নায় দুই বোনের রহস্যজনক মৃত্যু

যদিও এই ঘটনায় রায়না থানার পুলিশ জানায়, ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব নয় । ঠিক কী কারণে দুই বোনের মৃত্যু হল তা খতিয়ে দেখা হচ্ছে ৷

আরও পড়ুন : পুতুল ব্যবসায়ীর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য নবদ্বীপে

Last Updated : Jun 27, 2021, 2:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.