ETV Bharat / state

Soumitra Khan on TMC: ‘ভাইপোর সঙ্গে ফিরহাদের লড়াই হলে কালীঘাটে বোমা পড়বে’, বিতর্কিত মন্তব্য সৌমিত্র'র

author img

By

Published : Nov 29, 2022, 7:35 PM IST

Updated : Nov 29, 2022, 9:55 PM IST

তৃণমূলে ভাঙন ধরবে (Soumitra Khan on TMC) ৷ এমনই ভবিষ্যদ্বাণী করলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ ৷ আর এ প্রসঙ্গে তাঁর বিস্ফোরক দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সঙ্গে ফিরহাদ হাকিমের (Firhad Hakim) তিক্ত সম্পর্ক রয়েছে ৷

MP Soumitra Khan on Abhishek Banerjee and Firhad Hakim Relation
MP Soumitra Khan on Abhishek Banerjee and Firhad Hakim Relation

পূর্ব বর্ধমান, 29 নভেম্বর: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সঙ্গে বিবাদ রয়েছে ফিরহাদ হাকিমের ! বর্ধমানে বিজেপির একটি সভায় এমনটাই দাবি করলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ ৷ তাঁর মন্তব্য, ‘‘যেদিন ভাইপোর সঙ্গে ফিরহাদের লড়াই হবে, সেদিন কালীঘাটে বোমা পড়বে ৷ আমরা সেটা দেখব ৷’’ শুধু তাই নয়, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসকেও নিশানা করেন বিজেপির এই নেতা ৷ দাবি করলেন, ‘‘বর্ধমানের অনুব্রত মণ্ডল হতে চলেছেন তৃণমূল বিধায়ক খোকন দাস ৷ তিনিও খুব তাড়াতাড়ি যাবেন ৷ ’’

সন্ত্রাস ইস্যুতেও এদিন রাজ্য়ের শাসকদলকে নিশানা করেন সৌমিত্র খাঁ (Soumitra Khan on TMC) ৷ অভিযোগ করলেন, তৃণমূল কংগ্রেসের কালচার বোমা তৈরি করা ৷ আর সবাইকে বোমা ছোড়া ৷ আর তাঁর কথায় পঞ্চায়েত ভোট কোনও মতেই শান্তিপূর্ণভাবে হবে না ৷ তৃণমূল তার আভাস দিচ্ছে বলে অভিযোগ করেছেন সৌমিত্র ৷ তবে, বিজেপি লড়াই করবে বলে জানান তিনি ৷ আর এই প্রসঙ্গেই কালীঘাটে বোমা পড়ার কথা তোলেন সৌমিত্র খাঁ ৷ দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এবং ফিরহাদ হাকিমের (Firhad Hakim) মধ্যে রাজনৈতিক সম্পর্ক ভালো নয় ৷

‘ভাইপোর সঙ্গে ফিরহাদের লড়াই, কালীঘাটে পড়বে বোমা’, বিতর্কি মন্তব্য সৌমিত্রর

তাঁর ব্যঙ্গ, ‘‘কোনওদিন কালীঘাটেও বোমা পড়তে পারে ৷ ফিরহাদ হাকিমের সঙ্গে যেদিন ভাইপোর লড়াই হবে, সেদিন কালীঘাটে বোমা পড়বে ৷ এর আগেও কালীঘটে ফিরহাদ হাকিম পাথর ছুঁড়েছিল ৷ 2009 সালের পরে যাঁরা ছিলেন, তাঁরা জানেন কালীঘাটে ফিরহাদের পাথর ছোঁড়ার কথা ৷ এবার যেদিন সেখানে বোমা ছুঁড়বে, সেদিনও দেখব ৷’’

আরও পড়ুন: নতুন জেলা হচ্ছে সুন্দরবন, ঘোষণা মুখ্যমন্ত্রীর

পঞ্চায়েত ভোট প্রসঙ্গে সৌমিত্র খাঁ বলেন, ‘‘আমরা চাই মানুষ যাতে নিজের ভোট নিজে দিতে পারে ৷ প্রয়োজন হলে আমরা দলের সঙ্গে আলোচনা করব, আদালতে যাব ৷ তৃণমূল কংগ্রেসের উন্নয়ন মানে, তাদের পরিবারের উন্নয়ন ৷ আর খোকন দাস দ্বিতীয় অনুব্রত মণ্ডল হতে যাচ্ছেন ৷ তাঁকে বর্ধমানের অনুব্রত বলা চলে ৷ তিনিও বর্ধমানের কেষ্ট হয়ে খুব তাড়াতাড়ি যাবেন ৷ বর্ধমানে যত রকমের অপসংস্কৃতি এখন দেখাচ্ছে, সেটা খোকন দাস নিয়ে এসেছে ৷’’

পূর্ব বর্ধমান, 29 নভেম্বর: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সঙ্গে বিবাদ রয়েছে ফিরহাদ হাকিমের ! বর্ধমানে বিজেপির একটি সভায় এমনটাই দাবি করলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ ৷ তাঁর মন্তব্য, ‘‘যেদিন ভাইপোর সঙ্গে ফিরহাদের লড়াই হবে, সেদিন কালীঘাটে বোমা পড়বে ৷ আমরা সেটা দেখব ৷’’ শুধু তাই নয়, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসকেও নিশানা করেন বিজেপির এই নেতা ৷ দাবি করলেন, ‘‘বর্ধমানের অনুব্রত মণ্ডল হতে চলেছেন তৃণমূল বিধায়ক খোকন দাস ৷ তিনিও খুব তাড়াতাড়ি যাবেন ৷ ’’

সন্ত্রাস ইস্যুতেও এদিন রাজ্য়ের শাসকদলকে নিশানা করেন সৌমিত্র খাঁ (Soumitra Khan on TMC) ৷ অভিযোগ করলেন, তৃণমূল কংগ্রেসের কালচার বোমা তৈরি করা ৷ আর সবাইকে বোমা ছোড়া ৷ আর তাঁর কথায় পঞ্চায়েত ভোট কোনও মতেই শান্তিপূর্ণভাবে হবে না ৷ তৃণমূল তার আভাস দিচ্ছে বলে অভিযোগ করেছেন সৌমিত্র ৷ তবে, বিজেপি লড়াই করবে বলে জানান তিনি ৷ আর এই প্রসঙ্গেই কালীঘাটে বোমা পড়ার কথা তোলেন সৌমিত্র খাঁ ৷ দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এবং ফিরহাদ হাকিমের (Firhad Hakim) মধ্যে রাজনৈতিক সম্পর্ক ভালো নয় ৷

‘ভাইপোর সঙ্গে ফিরহাদের লড়াই, কালীঘাটে পড়বে বোমা’, বিতর্কি মন্তব্য সৌমিত্রর

তাঁর ব্যঙ্গ, ‘‘কোনওদিন কালীঘাটেও বোমা পড়তে পারে ৷ ফিরহাদ হাকিমের সঙ্গে যেদিন ভাইপোর লড়াই হবে, সেদিন কালীঘাটে বোমা পড়বে ৷ এর আগেও কালীঘটে ফিরহাদ হাকিম পাথর ছুঁড়েছিল ৷ 2009 সালের পরে যাঁরা ছিলেন, তাঁরা জানেন কালীঘাটে ফিরহাদের পাথর ছোঁড়ার কথা ৷ এবার যেদিন সেখানে বোমা ছুঁড়বে, সেদিনও দেখব ৷’’

আরও পড়ুন: নতুন জেলা হচ্ছে সুন্দরবন, ঘোষণা মুখ্যমন্ত্রীর

পঞ্চায়েত ভোট প্রসঙ্গে সৌমিত্র খাঁ বলেন, ‘‘আমরা চাই মানুষ যাতে নিজের ভোট নিজে দিতে পারে ৷ প্রয়োজন হলে আমরা দলের সঙ্গে আলোচনা করব, আদালতে যাব ৷ তৃণমূল কংগ্রেসের উন্নয়ন মানে, তাদের পরিবারের উন্নয়ন ৷ আর খোকন দাস দ্বিতীয় অনুব্রত মণ্ডল হতে যাচ্ছেন ৷ তাঁকে বর্ধমানের অনুব্রত বলা চলে ৷ তিনিও বর্ধমানের কেষ্ট হয়ে খুব তাড়াতাড়ি যাবেন ৷ বর্ধমানে যত রকমের অপসংস্কৃতি এখন দেখাচ্ছে, সেটা খোকন দাস নিয়ে এসেছে ৷’’

Last Updated : Nov 29, 2022, 9:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.