ETV Bharat / state

টিয়া পাখি পাচার করতে গিয়ে ধৃত দুই - parrot poaching

বন দপ্তর ও ওয়াইল্ড লাইফ কন্ট্রোলের যৌথ অভিযানে বর্ধমানের নবাবহাট থেকে উদ্ধার 524 টি টিয়া ৷ গ্রেপ্তার 2 ৷

টিয়া উদ্ধার
author img

By

Published : Sep 15, 2019, 2:10 AM IST

Updated : Sep 15, 2019, 6:43 AM IST

বর্ধমান, 15 সেপ্টেম্বর : পটনা থেকে কয়েকশো টিয়া পাখি এনে পাচার করতে গিয়ে ধরা পড়ল দুই জন । বন দপ্তর 524 টি টিয়া পাখি উদ্ধার করেছে । বন দপ্তর ও ওয়াইল্ড লাইফ কন্ট্রোলের যৌথ উদ্যোগে বিশেষ অভিযান চালিয়ে বিপুল সংখ্যক টিয়া পাখি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন বন দপ্তরের DFO দেবাশিস শর্মা ।

খবর ছিল, বিহারের পটনা থেকে বাসে প্রচুর সংখ্যক টিয়া পাখি বর্ধমান আনা হচ্ছে পাচারের জন্য । সেই মতো অভিযান চালিয়ে বর্ধমানের নবাবহাট বাস স্ট্যান্ড থেকে 524 টি দেশীয় পেরাকিট প্রজাতির টিয়া উদ্ধার করা হয় । এই ঘটনায় জড়িত বর্ধমানের বাজেপ্রতাপপুর এলাকার বাসিন্দা শেখ আখতার ও বৈশাখি মহম্মদকে গ্রেপ্তার করা হয়েছে ।

এখন বিভিন্ন প্রজাতির টিয়া পাখি পাচার করা আইনত অপরাধ । এই অপরাধের শাস্তি রয়েছে 3- 7 বছরের জেল ৷ সেই সঙ্গে আর্থিক জরিমানাও ৷

বর্ধমান, 15 সেপ্টেম্বর : পটনা থেকে কয়েকশো টিয়া পাখি এনে পাচার করতে গিয়ে ধরা পড়ল দুই জন । বন দপ্তর 524 টি টিয়া পাখি উদ্ধার করেছে । বন দপ্তর ও ওয়াইল্ড লাইফ কন্ট্রোলের যৌথ উদ্যোগে বিশেষ অভিযান চালিয়ে বিপুল সংখ্যক টিয়া পাখি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন বন দপ্তরের DFO দেবাশিস শর্মা ।

খবর ছিল, বিহারের পটনা থেকে বাসে প্রচুর সংখ্যক টিয়া পাখি বর্ধমান আনা হচ্ছে পাচারের জন্য । সেই মতো অভিযান চালিয়ে বর্ধমানের নবাবহাট বাস স্ট্যান্ড থেকে 524 টি দেশীয় পেরাকিট প্রজাতির টিয়া উদ্ধার করা হয় । এই ঘটনায় জড়িত বর্ধমানের বাজেপ্রতাপপুর এলাকার বাসিন্দা শেখ আখতার ও বৈশাখি মহম্মদকে গ্রেপ্তার করা হয়েছে ।

এখন বিভিন্ন প্রজাতির টিয়া পাখি পাচার করা আইনত অপরাধ । এই অপরাধের শাস্তি রয়েছে 3- 7 বছরের জেল ৷ সেই সঙ্গে আর্থিক জরিমানাও ৷

Intro:পাটনা থেকে কয়েকশো টিয়াপাখি পাচার করতে গিয়ে ধৃত দুই পাচারকারী

সন্তোষ দাস, বর্ধমান

পাটনা থেকে কয়েকশো টিয়াপাখি নিয়ে এসে পাচার করতে গিয়ে ধরা পড়ল দুই পাচারকারী। বন দফতর ৫২৪ টি টিয়াপাখি উদ্ধার করেছে।
বন দপ্তর ও ওয়াইল্ড লাইফ কন্ট্রোল বিউরো যৌথ উদ্যোগে বিশেষ অভিযান চালিয়ে এই বিপুল সংখ্যক টিয়া পাখি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বন দপ্তরের ডি.এফ.ও দেবাশীষ শর্মা। তিনি বলেন, গোপন সূত্রে খবর ছিলো বিহারের পাটনা থেকে বাসে প্রচুর সংখ্যক টিয়া পাখি বর্ধমান আনা হচ্ছে পাচারের উদ্দেশ্য। সেই মতো অভিযান চালিয়ে বর্ধমানের নবাবহাট বাসস্ট্যান্ড থেকে ৫২৪টি দেশীয় পেরাকিট প্রজাতির টিয়া উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত বর্ধমান শহরের বাজেপ্রতাপপুর এলাকার বাসিন্দা শেখ আখতার ও বৈশাখী মহম্মদ কে গ্রেপ্তার করা হয়েছে। এখন দেশী বা বিদেশী বিভিন্ন প্রজাতির টিয়া পাখি পাচার করা দন্ডনীয় অপরাধ। এই অপরাধের শাস্তি হিসাবে রয়েছে ৩-৭বছরের জেল সেই সঙ্গে ১০-২০টাকার জরিমানা।Body:পাটনা থেকে Conclusion:কয়েকশো টিয়াপাখি পাচার
Last Updated : Sep 15, 2019, 6:43 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.