ETV Bharat / state

কর্মাধ্যক্ষ পদ থেকে ইস্তফা পূর্ব বর্ধমান জেলা পরিষদের মিঠু মাঝির

তাঁর অভিযোগের তীর জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা ও সহ-সভাধিপতি দেবু টুডুর দিকে । যদিও জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা বলেন, জেলা পরিষদে যারা কর্মদক্ষ আছেন তারা সকলেই স্বাধীনভাবে নিজের মতো করে কাজ করতে পারেন । এখানে কারও কোনও সমস্যা নেই ।

author img

By

Published : Dec 23, 2020, 1:36 PM IST

Mithu Majhi of East Burdwan District Council resigned from the post
কর্মাধ্যক্ষ পদ থেকে ইস্তফা পূর্ব বর্ধমান জেলা পরিষদের মিঠু মাঝির

বর্ধমান,23 ডিসেম্বর : কর্মাধ্যক্ষ পদ থেকে ইস্তফা দিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের শিশু নারী কর্মাধ্যক্ষ মিঠু মাঝি । তাঁর অভিযোগ, তাঁর বিভাগেই সমস্ত কাজ তাঁকে না জানিয়ে করা হয় । কখনও জানানো হলেও সমস্ত কাজের পরিকল্পনার পরে শুধু নামমাত্র জানানো হয় । তিনি বলেন, নিজের বিভাগের কাজকর্ম করতে না পেরে শিশুনারী কর্মাধ্যক্ষ পদ থেকে ইস্তফা দিচ্ছি ।

গতকাল রাতে মিঠু মাঝি বলেন, আমফানের তিনদিন পরে মিটিং ডাকা হয়েছিল । যেহেতু সেটা আমার বিভাগের মধ্যে পড়ে সেখানে মিটিংয়ে বলেছিলাম জেলা পরিষদের সদস্যরা যেহেতু সেভাবে কিছু পায় না তাদের যদি আমফানের সময় পাঁচটা করে ত্রিপল দেওয়া হয় । সেখানে আমাকে অপমান করা হয় । ফলে সেদিন আমি সেখান থেকে বেরিয়ে চলে যাই । সবলা মেলা প্রতিবছর আমার ডিপার্টমেন্ট থেকেই হয় অথচ কার্ডে আমার নাম থাকে না । এমনকি আমাকে জানানো হয় না ৷ সব সিদ্ধান্ত নেওয়ার পরেই আমাকে জানানো হচ্ছে । আমার ডিপার্টমেন্ট অথচ আমার মতামতের কোনও দাম নেই । সেই কারণেই পদত্যাগ করছি । তাই সেই জায়গায় থেকে কোনও কাজ করতে দেওয়া হবে না । সেখানে থাকতে চাই না ।

কর্মাধ্যক্ষ পদ থেকে ইস্তফা পূর্ব বর্ধমান জেলা পরিষদের মিঠু মাঝির

তাঁর অভিযোগের তীর জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা ও সহ-সভাধিপতি দেবু টুডুর দিকে । যদিও জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা বলেন, জেলা পরিষদে যারা কর্মদক্ষ আছেন তারা সকলেই স্বাধীনভাবে নিজের মতো করে কাজ করতে পারেন । এখানে কারও কোনও সমস্যা নেই । আর কেউ পদত্যাগ করছেন সেই কাগজ আমার কাছে কেউ পাঠায়নি ।

বর্ধমান,23 ডিসেম্বর : কর্মাধ্যক্ষ পদ থেকে ইস্তফা দিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের শিশু নারী কর্মাধ্যক্ষ মিঠু মাঝি । তাঁর অভিযোগ, তাঁর বিভাগেই সমস্ত কাজ তাঁকে না জানিয়ে করা হয় । কখনও জানানো হলেও সমস্ত কাজের পরিকল্পনার পরে শুধু নামমাত্র জানানো হয় । তিনি বলেন, নিজের বিভাগের কাজকর্ম করতে না পেরে শিশুনারী কর্মাধ্যক্ষ পদ থেকে ইস্তফা দিচ্ছি ।

গতকাল রাতে মিঠু মাঝি বলেন, আমফানের তিনদিন পরে মিটিং ডাকা হয়েছিল । যেহেতু সেটা আমার বিভাগের মধ্যে পড়ে সেখানে মিটিংয়ে বলেছিলাম জেলা পরিষদের সদস্যরা যেহেতু সেভাবে কিছু পায় না তাদের যদি আমফানের সময় পাঁচটা করে ত্রিপল দেওয়া হয় । সেখানে আমাকে অপমান করা হয় । ফলে সেদিন আমি সেখান থেকে বেরিয়ে চলে যাই । সবলা মেলা প্রতিবছর আমার ডিপার্টমেন্ট থেকেই হয় অথচ কার্ডে আমার নাম থাকে না । এমনকি আমাকে জানানো হয় না ৷ সব সিদ্ধান্ত নেওয়ার পরেই আমাকে জানানো হচ্ছে । আমার ডিপার্টমেন্ট অথচ আমার মতামতের কোনও দাম নেই । সেই কারণেই পদত্যাগ করছি । তাই সেই জায়গায় থেকে কোনও কাজ করতে দেওয়া হবে না । সেখানে থাকতে চাই না ।

কর্মাধ্যক্ষ পদ থেকে ইস্তফা পূর্ব বর্ধমান জেলা পরিষদের মিঠু মাঝির

তাঁর অভিযোগের তীর জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা ও সহ-সভাধিপতি দেবু টুডুর দিকে । যদিও জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা বলেন, জেলা পরিষদে যারা কর্মদক্ষ আছেন তারা সকলেই স্বাধীনভাবে নিজের মতো করে কাজ করতে পারেন । এখানে কারও কোনও সমস্যা নেই । আর কেউ পদত্যাগ করছেন সেই কাগজ আমার কাছে কেউ পাঠায়নি ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.