বর্ধমান, 6 অক্টোবর: ইটিভি ভারতের বর্ধমানের সংবাদদাতা সন্তোষ দাস ও তাঁর পরিবারের উপর হামলা চালাল দুষ্কৃতীরা । ঘটনায় বর্ধমান থানার পুলিশ তন্ময় ঘোষ ও বাবাই নামে দুজনকে গ্রেফতার করেছে । তবে ঘটনায় মূল অভিযুক্ত পরিমল ঘোষ-সহ বেশ কয়েকজনকে পুলিশ খুঁজছে ।
জানা গিয়েছে, রাতের দিকে সন্তোষ দাসের ভাই পুজো মণ্ডপে বসেছিলেন ৷ সেই সময় স্থানীয় তন্ময় ঘোষের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয় । এরপর সন্তোষের ভাই বাড়ি চলে আসেন ৷ অভিযোগ, সেই রাতেই তন্ময় ফোন করে পরিমল-সহ অন্যান্যদের ডেকে পাঠায় । পরিমলের নেতৃত্বে আট-দশজন লাঠি বাঁশ নিয়ে সন্তোষের ভাইকে বাড়ি গিয়ে মারধর করে । খবর পেয়ে সন্তোষ বাড়ি এলে তাঁকে এবং তাঁর মা-বাবা ও স্ত্রীকেও মারধর করে দুষ্কৃতীরা । সন্তোষকে মাটিতে ফেলে পেটে, মুখে ও বুকে ঘুষি-লাথি মারা হয় বলে অভিযোগ (Miscreants attack ETV Bharat journalist home in Burdwan) ।
সন্তোষ প্রাণের ভয়ে স্থানীয় ক্লাবে গিয়ে আশ্রয় নেয় । স্থানীয় মহিলারা প্রতিবাদ করতে এগিয়ে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায় । সন্তোষ দাস জানান, কী কারণে ভাই ও তাঁর উপরে হামলার ঘটনা ঘটল, তা তিনি জানেন না ।
বর্ধমান থানায় বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে । মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করা হয় আক্রান্তদের ৷ এর পরে সন্তোষ, তাঁর ভাই ও ক্লাবের দুজনকে নার্সিংহোমে স্থানান্তর করা হয়েছে ৷ সেখানেই বর্তমানে চিকিৎসা চলছে তাঁদের ।
আরও পড়ুন: বীরঙ্গনা ! ছুরি দেখিয়ে ছাত্রীকে অপহরণের চেষ্টা, দুষ্কৃতীর হাত কামড়ে রক্ষা
স্থানীয়দের অভিযোগ, পরিমল ঘোষ একজন দাগী অপরাধী । তার বিরুদ্ধে চুরি, অবৈধ মদের কারবার, মাদক কারবার-সহ একাধিক অভিযোগ রয়েছে ৷ এর আগে তাকে পুলিশ গ্রেফতার করেছিল । স্থানীয়রা পরিমল ঘোষকে গ্রেফতারের দাবিতে সরব হয়েছেন ।