বর্ধমান, 5 অগস্ট : রাতের অন্ধকারে এক বিধবা মহিলাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ নাবালকের বিরুদ্ধে ৷ বাধা পেয়ে যথেচ্ছ ধারালো অস্ত্রের কোপ বসাল নির্যাতিতার শরীরে ৷ তবে কোনও মতে প্রাণে বেঁচে গিয়েছেন প্রৌঢ়া ৷ প্রতিবেশীরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন তাঁকে ৷ অভিযুক্তকে নাবালককে গ্রেফতার করেছে পুলিশ । ঘটনাটি ঘটেছে বর্ধমানের মেমারি থানার রসুলপুর এলাকায় ৷ মঙ্গলবার রাতে এই ঘটনার পর থেকেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।
মেমারির রসুলপুর গ্রামে নির্যাতিতার বাড়ি ৷ স্বামী মারা যাওয়ার পর থেকে বাড়িতে একাই থাকেন তিনি ৷ মঙ্গলবার রাতেও বাড়িতে একাই ছিলেন তিনি ৷ তখনই ওই নাবালক তাঁকে ধর্ষণ করার চেষ্টা করে । মহিলা বাধা দেন । তাতেই ধারালো অস্ত্র দিয়ে মহিলার শরীরে কোপ মারতে থাকে নাবালক । মহিলা চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন ৷ তাঁরা নাবালককে হাতেনাতে ধরে ফেলে ৷ উত্তেজিত প্রতিবেশীদের হাতে খানিক চড়-থাপ্পড় খায় অভিযুক্ত ৷ পরে স্থানীয়রাই পুলিশে খবর দেন ৷ নির্যাতিতাকে তাঁর প্রতিবেশীরাই হাসপাতালে নিয়ে যান ৷ মাথা-সহ শরীরের বেশ কয়েকটি জায়গায় ক্ষত হয়েছে ৷ চিকিৎসা চলছে ৷
মেমারি থানার তরফে জানানো হয়েছে, নাবালককে গ্রেফতার করা হয়েছে । বুধবার তাকে বর্ধমান জুভেনাইল কোর্টে তোলা হয় ।
আরও পড়ুন : Malda Rape : পড়শির লালসায় অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির ছাত্রী, থানায় যেতে বাধা মাতব্বরদের !