ETV Bharat / state

ট্রেনে মেলেনি জল ও খাবার, হয়রানির অভিযোগ তুলে বিক্ষোভ শ্রমিকদের - Covid-19 pandemic

শ্রমিকদের অভিযোগ, নদিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদের শ্রমিকদের বর্ধমান স্টেশনে নামতে দেওয়া হয়নি । এরপর তাঁদের ডানকুনি স্টেশনে নিয়ে গিয়ে কয়েক ঘন্টা দাঁড় করিয়ে রাখা হয় ।

ট্রেনে মেলেনি জল, খাবার, হয়রানির অভিযোগ তুলে ক্ষোভ শ্রমিকদের
ট্রেনে মেলেনি জল, খাবার, হয়রানির অভিযোগ তুলে ক্ষোভ শ্রমিকদের
author img

By

Published : May 22, 2020, 11:08 PM IST

বর্ধমান, 22 মে: তিন-চারদিনের সফরে খাবার তো দূর অস্ত জল পর্যন্ত পায়নি । হয়রানির শেষ এখানেই নয় । মহারাষ্ট্র থেকে ফেরা এরাজ্যের শ্রমিকদের বর্ধমান স্টেশনে নামতে দেওয়া হয়নি । সব মিলিয়ে ক্ষোভে ফেটে পড়েন তাঁরা । খবর পেয়ে এক স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা এসে ওই শ্রমিকদের হাতে জল ও খাবার তুলে দেন ।

শ্রমিকদের অভিযোগ, নদিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদের শ্রমিকদের বর্ধমান স্টেশনে নামতে দেওয়া হয়নি । এরপর তাঁদের ডানকুনি স্টেশনে নিয়ে গিয়ে কয়েক ঘন্টা দাঁড় করিয়ে রাখা হয় । ফের বর্ধমান স্টেশনে ফিরিয়ে আনা হয় ট্রেন । পাশাপাশি এই দীর্ঘ ট্রেন যাত্রায় শ্রমিকদের দেওয়া হয়নি খাবার বা জল । সংবাদমাধ্যমের থেকে এই খবর পেয়ে হস্তক্ষেপ করে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন । তাদের উদ্যোগে নদিয়া, বাঁকুড়া এবং পুরুলিয়ার শ্রমিকদের বর্ধমানে নামার অনুমতি দেওয়া হয় । তাঁদের প্রথমে কোয়ারানটিন সেন্টারে নিয়ে যাওয়া হয় । সেখান থেকে তাঁদের বাড়ি ফেরানো ব্যবস্থা করা হবে ।

এই নিয়ে কৃষ্ণনগরের বাসিন্দা ইদ্রিস মণ্ডল বলেন, "দীর্ঘ ট্রেন যাত্রায় জল এবং টিফিন কোনও কিছুই পাওয়া যায়নি । ফলে কষ্টে আমরা মহারাষ্ট্র থেকে ফিরেছি । বর্ধমান আসার পর প্রথমে ট্রেন থেকে নামতে দেওয়া হয়নি । প্রথমে ডানকুনি নিয়ে যাওয়া হয় । সেখানে ট্রেন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পরে ফের বর্ধমানে ফিরিয়ে আনা হয় । এরপর আবার রামপুরহাট নিয়ে যাওয়া হবে বলে শুনছি । রামপুরহাট পৌঁছাতে পৌঁছাতে আমরা কৃষ্ণনগর পৌঁছে যেতাম ।" মুর্শিদাবাদের বাসিন্দা মহবুল শেখ বলেন, "চারদিন ধরে পরিবার, সন্তান নিয়ে ট্রেনে চেপে এসেছি । ট্রেনের মধ্যে খাবার তো দূরের কথা জল পর্যন্ত পাওয়া যায়নি । আমরা মুর্শিদাবাদ যাব । কিন্তু বর্ধমানে আসার পর আমাদের ডানকুনি নিয়ে যাওয়া হয় । ফের ঘুরিয়ে বর্ধমান নিয়ে আসা হয় । কীভাবে পৌঁছাব জানি না ।"

বর্ধমান, 22 মে: তিন-চারদিনের সফরে খাবার তো দূর অস্ত জল পর্যন্ত পায়নি । হয়রানির শেষ এখানেই নয় । মহারাষ্ট্র থেকে ফেরা এরাজ্যের শ্রমিকদের বর্ধমান স্টেশনে নামতে দেওয়া হয়নি । সব মিলিয়ে ক্ষোভে ফেটে পড়েন তাঁরা । খবর পেয়ে এক স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা এসে ওই শ্রমিকদের হাতে জল ও খাবার তুলে দেন ।

শ্রমিকদের অভিযোগ, নদিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদের শ্রমিকদের বর্ধমান স্টেশনে নামতে দেওয়া হয়নি । এরপর তাঁদের ডানকুনি স্টেশনে নিয়ে গিয়ে কয়েক ঘন্টা দাঁড় করিয়ে রাখা হয় । ফের বর্ধমান স্টেশনে ফিরিয়ে আনা হয় ট্রেন । পাশাপাশি এই দীর্ঘ ট্রেন যাত্রায় শ্রমিকদের দেওয়া হয়নি খাবার বা জল । সংবাদমাধ্যমের থেকে এই খবর পেয়ে হস্তক্ষেপ করে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন । তাদের উদ্যোগে নদিয়া, বাঁকুড়া এবং পুরুলিয়ার শ্রমিকদের বর্ধমানে নামার অনুমতি দেওয়া হয় । তাঁদের প্রথমে কোয়ারানটিন সেন্টারে নিয়ে যাওয়া হয় । সেখান থেকে তাঁদের বাড়ি ফেরানো ব্যবস্থা করা হবে ।

এই নিয়ে কৃষ্ণনগরের বাসিন্দা ইদ্রিস মণ্ডল বলেন, "দীর্ঘ ট্রেন যাত্রায় জল এবং টিফিন কোনও কিছুই পাওয়া যায়নি । ফলে কষ্টে আমরা মহারাষ্ট্র থেকে ফিরেছি । বর্ধমান আসার পর প্রথমে ট্রেন থেকে নামতে দেওয়া হয়নি । প্রথমে ডানকুনি নিয়ে যাওয়া হয় । সেখানে ট্রেন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পরে ফের বর্ধমানে ফিরিয়ে আনা হয় । এরপর আবার রামপুরহাট নিয়ে যাওয়া হবে বলে শুনছি । রামপুরহাট পৌঁছাতে পৌঁছাতে আমরা কৃষ্ণনগর পৌঁছে যেতাম ।" মুর্শিদাবাদের বাসিন্দা মহবুল শেখ বলেন, "চারদিন ধরে পরিবার, সন্তান নিয়ে ট্রেনে চেপে এসেছি । ট্রেনের মধ্যে খাবার তো দূরের কথা জল পর্যন্ত পাওয়া যায়নি । আমরা মুর্শিদাবাদ যাব । কিন্তু বর্ধমানে আসার পর আমাদের ডানকুনি নিয়ে যাওয়া হয় । ফের ঘুরিয়ে বর্ধমান নিয়ে আসা হয় । কীভাবে পৌঁছাব জানি না ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.