পূর্বস্থলী, 1 নভেম্বর: গুজরাতে সেতু বিপর্যয়ের শিকার বাংলার যুবক হাবিবুল শেখ (Habibul Sheikh) ৷ রবিবার দুর্ঘটনার সময় মোরবিতে মাচ্ছু নদীর উপর ব্রিজ ধরে ঘরে ফিরছিলেন তিনি (Morbi Disaster) ৷ মোরবির দুর্ঘটনায় মৃত হাবিবুলের দেহ এদিন ফিরল গ্রামে ৷ দেহ ফিরতেই গ্রামে শুরু হয় কান্নার রোল । গভীর রাতে হাবিবুলের বাড়িতে হাজির হয়েছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ (Minister Swapan Debnath) । মঙ্গলবার ভোররাতে হাবিবুলের দেহ পূর্বস্থলীর কেশববাটির গ্রামের বাড়িতে পৌঁছয় (Gujarat Bridge Collapse) ।
পরিবারে আর্থিক অনটনের কারণে মাধ্যমিক পাশ করার পর হাবিবুল শেখ আর পড়াশোনা করেননি (Morbi Bridge Collapse) ৷ 10 মাস আগে গুজরাতে কাকার কাছে চলে যান, সোনার কাজ শিখতে ৷ সেখানে থেকে সোনার কাজ শিখে উপার্জনও করছিলেন ৷ কিন্তু, রবিবার সন্ধ্যেয় মোরবির মাচ্ছু নদীর (Machchhu River) উপরে ব্রিজ দুর্ঘটনায় প্রাণ হারায় সে ৷ পুত্রশোকে ব্যাকুল হাবিবুলের পরিবার ৷
আরও পড়ুন: গুজরাতে সেতু বিপর্যয়ের শিকার পূর্বস্থলীর হাবিবুল, ‘স্বপ্ন শেষ’ পরিবারের!
রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, "এত মানুষের প্রাণ গেল এটা তো গুজরাত মডেলের নমুনা । একটা ঝুলন্ত ব্রিজের যেভাবে তৈরি করা উচিত ছিল সেটা হয়নি । এটা দেখভালের দায়িত্বে যারা ছিল তারা অবহেলা করেছেন বলেই মনে হয়। যারা ওই ব্রিজ তৈরি করেছেন তাদের সেতু নির্মাণের কোনও অভিজ্ঞতাই ছিল না । তার ফলেই এতগুলো নিরীহ মানুষের প্রাণ গেল । আমরা হাবিবুলের পরিবারের পাশে আছি।"