ETV Bharat / state

Beautification in Memari: মেমারিতে পুকুরকে ঘিরে হবে রিসর্ট-পার্ক, সৌন্দর্যায়নে নয়া ভাবনা জেলা পরিষদের - পূর্ব বর্ধমান জেলা পরিষদ

মেমারিতে একটি পুকুরকে ঘিরে হবে রিসর্ট (Resort in Memari) ও চিলড্রেন পার্ক ৷ সৌন্দর্যায়নে (Beautification in Memari) নয়া পরিকল্পনা নিয়েছে পূর্ব বর্ধমান জেলা পরিষদ (Zilla Parishad)৷

Memari pond will be surrounded by resort park, Zilla Parishad takes beautification initiative
মেমারিতে পুকুরকে ঘিরে হবে রিসর্ট-পার্ক, সৌন্দর্যায়নে নয়া ভাবনা জেলা পরিষদের
author img

By

Published : Nov 21, 2022, 8:10 PM IST

মেমারি, 21 নভেম্বর: পুকুরকে ঘিরে মেমারির ডাকবাংলো জমিতে রিসর্ট (Resort in Memari), চিলড্রেন পার্ক, নৌকাবিহার-সহ সৌন্দর্যায়নের (Beautification in Memari) উদ্যোগ নিল পূর্ব বর্ধমান (East Burdwan News) জেলা পরিষদ । সোমবার সেই জায়গা ঘুরে দেখলেন জেলা পরিষদের এডিএম কাজল রায় ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষরা ।

জেলা পরিষদের বনভূমির কর্মাধ্যক্ষ শ্যামাপ্রসন্ন লোহার বলেন, জেলা পরিষদের পক্ষ থেকে মেমারির ডাকবাংলো মোড়ে ফাঁকা জায়গা পড়ে রয়েছে । সেখানে একটা পুকুরকে ঘিরে রিসর্ট তৈরি ও অন্যান্য সৌন্দর্যায়নের উদ্যোগ নেওয়া হয়েছে । জেলা পরিষদের অর্থানুকূল্যে এই রিসর্ট গড়ে উঠবে । ভালো কাজ করার জন্য পূর্ব বর্ধমান জেলা পরিষদ কেন্দ্রীয় সরকারের কাছ থেকে 50 লক্ষ টাকা পুরস্কার পেয়েছে । সেই পুরস্কারের টাকা এই খাতে ব্যবহার করা হবে ।

Memari pond will be surrounded by resort park, Zilla Parishad takes beautification initiative
এলাকা পরিদর্শনে আধিকারিকরা

জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম বলেন, জেলা পরিষদের একটা বিশাল জায়গা দীর্ঘদিন ধরে ফাঁকা পড়েছিল । সেই জায়গাকে কীভাবে মানুষের স্বার্থে ব্যবহার করা যেতে পারে, তা নিয়ে জেলা পরিষদ চিন্তাভাবনা করেছে । জেলা পরিষদের মিটিংয়ে পরিকল্পনা নেওয়া হয়েছে । সেখানে একটা পুকুরকে ঘিরে রিসর্ট, চিলড্রেন পার্ক-সহ সৌন্দর্যায়ন করা হবে ।

আরও পড়ুন: যোগীরাজ্যের মতোই কলকাতায় গঙ্গারতি দেখতে চান মমতা

জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মহম্মদ ইসমাইল বলেন, মেমারির ওই জায়গায় 10 একরের মতো বিশাল জায়গা পড়ে আছে । সেই জায়গায় বিনোদনমূলক কিছু করার জন্য জেলা পরিষদ পরিকল্পনা নিয়েছে । এর ফলে মানুষের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন হবে ।

মেমারি, 21 নভেম্বর: পুকুরকে ঘিরে মেমারির ডাকবাংলো জমিতে রিসর্ট (Resort in Memari), চিলড্রেন পার্ক, নৌকাবিহার-সহ সৌন্দর্যায়নের (Beautification in Memari) উদ্যোগ নিল পূর্ব বর্ধমান (East Burdwan News) জেলা পরিষদ । সোমবার সেই জায়গা ঘুরে দেখলেন জেলা পরিষদের এডিএম কাজল রায় ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষরা ।

জেলা পরিষদের বনভূমির কর্মাধ্যক্ষ শ্যামাপ্রসন্ন লোহার বলেন, জেলা পরিষদের পক্ষ থেকে মেমারির ডাকবাংলো মোড়ে ফাঁকা জায়গা পড়ে রয়েছে । সেখানে একটা পুকুরকে ঘিরে রিসর্ট তৈরি ও অন্যান্য সৌন্দর্যায়নের উদ্যোগ নেওয়া হয়েছে । জেলা পরিষদের অর্থানুকূল্যে এই রিসর্ট গড়ে উঠবে । ভালো কাজ করার জন্য পূর্ব বর্ধমান জেলা পরিষদ কেন্দ্রীয় সরকারের কাছ থেকে 50 লক্ষ টাকা পুরস্কার পেয়েছে । সেই পুরস্কারের টাকা এই খাতে ব্যবহার করা হবে ।

Memari pond will be surrounded by resort park, Zilla Parishad takes beautification initiative
এলাকা পরিদর্শনে আধিকারিকরা

জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম বলেন, জেলা পরিষদের একটা বিশাল জায়গা দীর্ঘদিন ধরে ফাঁকা পড়েছিল । সেই জায়গাকে কীভাবে মানুষের স্বার্থে ব্যবহার করা যেতে পারে, তা নিয়ে জেলা পরিষদ চিন্তাভাবনা করেছে । জেলা পরিষদের মিটিংয়ে পরিকল্পনা নেওয়া হয়েছে । সেখানে একটা পুকুরকে ঘিরে রিসর্ট, চিলড্রেন পার্ক-সহ সৌন্দর্যায়ন করা হবে ।

আরও পড়ুন: যোগীরাজ্যের মতোই কলকাতায় গঙ্গারতি দেখতে চান মমতা

জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মহম্মদ ইসমাইল বলেন, মেমারির ওই জায়গায় 10 একরের মতো বিশাল জায়গা পড়ে আছে । সেই জায়গায় বিনোদনমূলক কিছু করার জন্য জেলা পরিষদ পরিকল্পনা নিয়েছে । এর ফলে মানুষের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন হবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.