ETV Bharat / state

Hospital Programme Controversy: মন্তেশ্বরে স্বাস্থ্যকেন্দ্রের ভিতরে নাচ-গানের আসর, শুরু বিতর্ক

author img

By

Published : Dec 31, 2022, 10:55 PM IST

স্বাস্থ্যকেন্দ্রের ভিতরেই হচ্ছে নাচ, গান ৷ নাচছেন স্বাস্থ্যকর্মীরা ৷ এই দৃশ্য ধরা পড়েছে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে (Manteswar health center programme Controversy) ৷

ETV Bharat
মন্তেশ্বরে স্বাস্থ্যকেন্দ্রের ভিতরে নাচ-গানের আসর
মন্তেশ্বরে স্বাস্থ্যকেন্দ্রের ভিতরে নাচ-গানের আসর

মন্তেশ্বর, 31 ডিসেম্বর: স্বাস্থ্যকেন্দ্রের ভিতরে তারস্বরে বক্স বাজিয়ে চলছে নার্স ও স্বাস্থ্যকর্মীদের উদ্দাম নাচ । এই ভিডিয়ো ভাইরাল হতেই বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠেছে । ছবিটা পূর্ব বর্ধমানের মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের । যদিও বিষয়টি নিয়ে মুখ খুলতে চায়নি হাসপাতাল কর্তৃপক্ষ (Manteswar health center programme Controversy) ।

এই ভিডিয়োতে দেখা গিয়েছে সভাগৃহের মঞ্চের উপর এক মহিলা হিন্দি গান গাইছেন । সেই গানের তালে তাল মিলিয়ে নাচ করছেন কয়েকজন পুরুষ ও মহিলা ৷ যদিও ইটিভি ভারত এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি । তবে এই ভিডিয়ো সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই বিতর্ক দেখা দিয়েছে (dance in Manteswar health center) ।

আরও পড়ুন: যত্রতত্র থুতু ফেলার কারণে মেদিনীপুরে বাড়ছে সংক্রমণ, নষ্ট হচ্ছে শহরের সৌন্দর্যায়ন

জানা গিয়েছে, শুক্রবার ওই স্বাস্থ্যকেন্দ্রের সভাগৃহে কর্তব্যরত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, আশাকর্মীদের নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় । সেই অনুষ্ঠানে হাসপাতালের মধ্যেই জোরে বক্স বাজিয়ে হিন্দি গানের সঙ্গে কোমর দুলিয়ে অনেককে নাচানাচি করতে দেখা যায় । অভিযোগ এর জেরে ফলে সমস্যায় পড়েন চিকিৎসা করাতে আসা রোগীরা (health staffs dancing in health center) ।

তবে এই স্বাস্থ্যকেন্দ্রের কর্তৃপক্ষের দাবি, নিয়ম মেনে হাসপাতালের সভাগৃহে অনুষ্ঠান হতেই পারে । এখানে দোষের কিছু নেই । চিকিৎসা পরিষেবায় কোনও ব্যাঘাত ঘটেনি । হাসপাতালের নার্স ও স্বাস্থ্যকর্মীদের মতে, প্রতিবছর বছরের শেষে তারা হাসপাতালের ভিতরেই নিয়ম মেনেই সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকেন । তবে চিকিৎসা পরিষেবায় কোনও ব্যাঘাত ঘটে না । তবে কেউ বা কারা সেই ভিডিও ভাইরাল করে তাদের বদনাম করার চেষ্টা করছে । এটা দুঃখজনক । জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রণব রায় জানিয়েছেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে ।

মন্তেশ্বরে স্বাস্থ্যকেন্দ্রের ভিতরে নাচ-গানের আসর

মন্তেশ্বর, 31 ডিসেম্বর: স্বাস্থ্যকেন্দ্রের ভিতরে তারস্বরে বক্স বাজিয়ে চলছে নার্স ও স্বাস্থ্যকর্মীদের উদ্দাম নাচ । এই ভিডিয়ো ভাইরাল হতেই বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠেছে । ছবিটা পূর্ব বর্ধমানের মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের । যদিও বিষয়টি নিয়ে মুখ খুলতে চায়নি হাসপাতাল কর্তৃপক্ষ (Manteswar health center programme Controversy) ।

এই ভিডিয়োতে দেখা গিয়েছে সভাগৃহের মঞ্চের উপর এক মহিলা হিন্দি গান গাইছেন । সেই গানের তালে তাল মিলিয়ে নাচ করছেন কয়েকজন পুরুষ ও মহিলা ৷ যদিও ইটিভি ভারত এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি । তবে এই ভিডিয়ো সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই বিতর্ক দেখা দিয়েছে (dance in Manteswar health center) ।

আরও পড়ুন: যত্রতত্র থুতু ফেলার কারণে মেদিনীপুরে বাড়ছে সংক্রমণ, নষ্ট হচ্ছে শহরের সৌন্দর্যায়ন

জানা গিয়েছে, শুক্রবার ওই স্বাস্থ্যকেন্দ্রের সভাগৃহে কর্তব্যরত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, আশাকর্মীদের নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় । সেই অনুষ্ঠানে হাসপাতালের মধ্যেই জোরে বক্স বাজিয়ে হিন্দি গানের সঙ্গে কোমর দুলিয়ে অনেককে নাচানাচি করতে দেখা যায় । অভিযোগ এর জেরে ফলে সমস্যায় পড়েন চিকিৎসা করাতে আসা রোগীরা (health staffs dancing in health center) ।

তবে এই স্বাস্থ্যকেন্দ্রের কর্তৃপক্ষের দাবি, নিয়ম মেনে হাসপাতালের সভাগৃহে অনুষ্ঠান হতেই পারে । এখানে দোষের কিছু নেই । চিকিৎসা পরিষেবায় কোনও ব্যাঘাত ঘটেনি । হাসপাতালের নার্স ও স্বাস্থ্যকর্মীদের মতে, প্রতিবছর বছরের শেষে তারা হাসপাতালের ভিতরেই নিয়ম মেনেই সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকেন । তবে চিকিৎসা পরিষেবায় কোনও ব্যাঘাত ঘটে না । তবে কেউ বা কারা সেই ভিডিও ভাইরাল করে তাদের বদনাম করার চেষ্টা করছে । এটা দুঃখজনক । জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রণব রায় জানিয়েছেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.