ETV Bharat / state

রসগোল্লার মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে খুন, গ্রেপ্তার বিবি - man murder

শওহরকে রসগোল্লা মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে খুন । গ্রেপ্তার বিবি ও তার প্রেমিক ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Sep 8, 2019, 11:44 PM IST

মন্তেশ্বর, 8 সেপ্টেম্বর : ঘুমের ওষুধ মেশানো রসগোল্লা খাইয়ে নিস্তেজ করে ওড়না পেঁচিয়ে শওহরকে খুনের অভিযোগ । পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের দেনুড় পঞ্চায়েত এলাকার ঘটনা । মৃতের নাম মানু শেখ(28) । গ্রেপ্তার মোমিনা বিবি ও তার প্রেমিক আতর শেখ ।

বছর কয়েক আগে ধেনুয়ার মানু শেখের সঙ্গে মোমিনা বিবির বিয়ে হয় । তাদের দুটি পুত্র ও কন্যা সন্তানও রয়েছে । মানু বেঙ্গালুরুতে মার্বেলের কাজ করত । অভিযোগ, মোমিনা বিবির সঙ্গে আতর আলি নামে এক ব্যক্তির সম্পর্ক গড়ে ওঠে । এদিকে, গত শুক্রবার (6 সেপ্টেম্বর) রাতে বাড়ি ফেরে মানু । গতকাল সন্ধ্যায় তাকে বেশ কয়েকটি রসগোল্লা খেতে দেয় বিবি । অভিযোগ, ওই রসগোল্লাতেই মেশানো ছিল 10টি ঘুমের ওষুধ । খাওয়ার পরই নিস্তেজ হয়ে পড়ে মানু । এরপর তাকে গলায় ওড়না পেঁচিয়ে খুন করে মোমিনা ।

আজ সকালে মানুকে কবরে নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু করে মোমিনা । জানাজানি হতে পুলিশে খবর দেন স্থানীয়রা । পুলিশ ওই মহিলাকে প্রথমে আটক করে । পুলিশি জিজ্ঞাসাবাদে খুনের কথা স্বীকার করে সে । এরপরই তাকে ও প্রেমিক আতর শেখকে গ্রেপ্তার করে পুলিশ ।

মোমিনা পুলিশের কাছে স্বীকার করেছে, তাকে ঘুমের ওষুধ কিনে দিয়েছিল আতর শেখ । ঘটনার তদন্তে নেমেছে মন্তেশ্বর থানার পুলিশ ।

মন্তেশ্বর, 8 সেপ্টেম্বর : ঘুমের ওষুধ মেশানো রসগোল্লা খাইয়ে নিস্তেজ করে ওড়না পেঁচিয়ে শওহরকে খুনের অভিযোগ । পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের দেনুড় পঞ্চায়েত এলাকার ঘটনা । মৃতের নাম মানু শেখ(28) । গ্রেপ্তার মোমিনা বিবি ও তার প্রেমিক আতর শেখ ।

বছর কয়েক আগে ধেনুয়ার মানু শেখের সঙ্গে মোমিনা বিবির বিয়ে হয় । তাদের দুটি পুত্র ও কন্যা সন্তানও রয়েছে । মানু বেঙ্গালুরুতে মার্বেলের কাজ করত । অভিযোগ, মোমিনা বিবির সঙ্গে আতর আলি নামে এক ব্যক্তির সম্পর্ক গড়ে ওঠে । এদিকে, গত শুক্রবার (6 সেপ্টেম্বর) রাতে বাড়ি ফেরে মানু । গতকাল সন্ধ্যায় তাকে বেশ কয়েকটি রসগোল্লা খেতে দেয় বিবি । অভিযোগ, ওই রসগোল্লাতেই মেশানো ছিল 10টি ঘুমের ওষুধ । খাওয়ার পরই নিস্তেজ হয়ে পড়ে মানু । এরপর তাকে গলায় ওড়না পেঁচিয়ে খুন করে মোমিনা ।

আজ সকালে মানুকে কবরে নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু করে মোমিনা । জানাজানি হতে পুলিশে খবর দেন স্থানীয়রা । পুলিশ ওই মহিলাকে প্রথমে আটক করে । পুলিশি জিজ্ঞাসাবাদে খুনের কথা স্বীকার করে সে । এরপরই তাকে ও প্রেমিক আতর শেখকে গ্রেপ্তার করে পুলিশ ।

মোমিনা পুলিশের কাছে স্বীকার করেছে, তাকে ঘুমের ওষুধ কিনে দিয়েছিল আতর শেখ । ঘটনার তদন্তে নেমেছে মন্তেশ্বর থানার পুলিশ ।

Intro:রসগোল্লাতে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে খুন, গ্রেফতার স্ত্রী ও প্রেমিক

পুলক যশ, মন্তেশ্বর

রসগোল্লায় ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে খুন করে দাহকার্য করার পরিকল্পনা করেছিল স্ত্রী কিন্তু গ্রামবাসীদের তৎপরতায় সেই পরিকল্পনা ভেস্তে যায়।
পুলিশ জানতে পেরেছে যখন তার শিশুপুত্র ঘুমাচ্ছিল। সেই সময় স্বামীকে রসগোল্লাতে ঘুমের ওষুধ মিশিয়ে তাকে নিস্তেজ করে দেয়।এরপর নিজের ওড়না দিয়ে গলায় পেঁচিয়ে স্বামীকে খুন করে।

প্রেমিক বিয়ের প্রস্তাব দিলে তার ষড়যন্ত্রেই দফায়-দফায় রসগোল্লায় ঘুমের ওষুধ মিশিয়ে স্বামীকে নিস্তেজ করে দিয়ে এমন ঘটনাই প্রেমিককে নিয়ে ঘটিয়েছে বলে জেরায় জানায় মৃতের স্ত্রী।মৃত যুবকের নাম মানু সেখ(২৮)।বাড়ি মন্তেশ্বরের দেনুড় পন্চায়েতের ধেনুয়া গ্রামে।শুধু তাই নয় শণিবার সন্ধ্যায় এই ঘটনার পরেই চুপচাপ স্বামীর শেষকৃত্য সম্পন্ন করার পরিকল্পনাও করে নেয় স্ত্রী।কিন্তু রবিবার সকালে সেই পরিকল্পনা ভেস্তে দেয় গ্রামবাসীরা।স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকায় স্বামীর মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ হওয়ায় মৃতের স্ত্রীকে গ্রামবাসীরা চাপ দেয়।এরপরেই স্ত্রী মোমিনা বিবি ওরফে টুম্পা তার প্রেমিক আতর আলি সেখকে সঙ্গে নিয়ে স্বামীকে মেরে ফেলার কথা স্বীকার করে নেয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।প্রেমিক আতর আলি সেখ ও মোমিন বিবিকে গ্রেপ্তার করেন।
স্থানীয় ও পুলিশসূত্রে জানা যায় যে,মন্তেশ্বরের ধেনুয়া গ্রামের বাসিন্দা মানু সেখ ও মোমিনা বিবি নামে ওই দম্পতির একটি করে শিশুকণ্যা ও শিশুপুত্র রয়েছে।পাশাপাশি ওই গ্রামেই বাড়ি বিবাহিত প্রেমিক আতর আলির।তারও একটি করে ছেলে ও মেয়ে রয়েছে।স্বামী মানু সেখ মার্বেলের কাজে বেঙ্গালুরুতে থাকতো।সেই সুযোগে আতর আলির সঙ্গে মোমিনার বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরী হওয়ায় মোমিনার বাড়িতে আসাযাওয়া করতো।এইদিকে শুক্রবার সন্ধ্যায় বেঙ্গালুরু থেকে গ্রামের বাড়িতে ফেরে মানু।স্ত্রী মোমিনা বিবি অবস্থা বেগতিক বুঝে দফায়-দফায় স্বামীকে রসগোল্লার সঙ্গে দশটি ঘুমের ওষুধ খাওয়ায়।স্বাভাবিক কারণেই স্বামী তা খেয়ে নিস্তেজ ও অসুস্থ হয়ে পড়ে।এরপরেই শণিবার রাত আটটা নাগাদ তার গলায় নিজের ওড়না দিয়ে পেঁচিয়ে স্বামীকে মেরে ফেলে স্ত্রী ও তার প্রেমিক।ওই রাতে মানু মারা গেছে স্থানীয়রা জানলেও মৃত্যুর আসল কারণটা জানতো না বলে জানান মৃতের কাকা হাসিবুল সেখ ও ভাই নুরুল ইসলাম।পরে সব কথাই মোমিনা স্বীকার করে নেয় গ্রামবাসীদের চাপে পড়ে।স্থানীয় এলাকার দোকান থেকে প্রেমিক আতর আলি তাকে ঘুমের ওষুধ কিনে দেয় বলেও সে জানায়।এরপরেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ মৃতের স্ত্রী ও তার প্রেমিককে গ্রেপ্তার করে।Body:রসগোল্লাতে ঘুমের Conclusion:ওষুধ খাইয়ে স্বামীকে খুন
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.