ETV Bharat / state

Mamata Banerjee: তিনদিনের সফরে সোমবার বর্ধমানে আসছেন মুখ্যমন্ত্রী, প্রস্তুতি পরিদর্শনে জেলাশাসক

আবারও জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ তিনদিনের সফরের শুরুতে সোমবার পূর্ব বর্ধমান পৌঁছবেন তিনি ৷

Mamata Banerjee three days district visit will start from monday
Mamata Banerjee: তিনদিনের সফরে সোমবার বর্ধমানে আসছেন মুখ্যমন্ত্রী, প্রস্তুতি পরিদর্শনে জেলাশাসক
author img

By

Published : Jun 26, 2022, 8:24 PM IST

বর্ধমান, 26 জুন: সোমবার জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ তিনদিনে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় ভরা কর্মসূচি রয়েছে তাঁর ৷ সোমবার বর্ধমান শহরের নবাবহাট মোড় সংলগ্ন গোদার মাঠে দুপুর আড়াইটে নাগাদ কৃষক বন্ধু প্রকল্প-সহ অন্যান্য সরকারি সহায়তা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী ৷ তার আগে, রবিবার দুপুরে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে সভাস্থলে পৌঁছে যান মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা তথা বিধায়ক প্রদীপ মজুমদার ৷ সঙ্গে ছিলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা-সহ প্রশাসনিক আধিকারিকরা ৷

জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা বলেন, "বর্ধমানের মঞ্চ থেকে কৃষক বন্ধু-সহ পাঁচটি প্রকল্পের 22 জন উপভোক্তার হাতে সরাসরি অনুদান তুলে দেবেন মুখ্যমন্ত্রী ৷"

আরও পড়ুন: Mamata Slams Suvendu : দাদামণি বলছে 17 হাজার লোকের চাকরি খাবে, শুভেন্দুকে আক্রমণ মমতার

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাজ্যব্যাপী কৃষক বন্ধু প্রকল্পের আওতায় চলতি খরিফ মরশুমের জন্য কৃষকদের অনুদান দেওয়া হবে ৷ রাজ্যের 89 লক্ষ কৃষককে মোট 2 হাজার 385 কোটি টাকার সহায়তা প্রদান করা হবে ৷ বর্ধমানের অনুষ্ঠান মঞ্চ থেকে সেই কর্মসূচিরই সূচনা করবেন মমতা ৷ এর পাশাপাশি, কৃষি যন্ত্রাংশ, কৃষক বন্ধুদের মৃত্যুজনিত সহায়তা, বাংলা কৃষি সেচ যোজনা, কৃষি পরিকাঠামো তহবিল-সহ বিভিন্ন প্রকল্পের আওতাভুক্ত উপভোক্তাদের সরাসরি সহায়তা প্রদান করবেন তিনি ৷

জেলা কৃষি দফতর সূত্রে খবর, 'কৃষি আমাদের সম্পদ, কৃষক আমাদের গর্ব', রাজ্য সরকারের কৃষি বিভাগের এই স্লোগানকে সামনে রেখেই উপভোক্তাদের সরাসরি সহায়তা প্রদান করা হবে ৷

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, 27 জুন পূর্ব বর্ধমানের গোদার মাঠে আয়োজিত সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী ৷ এরপর 28 জুন পশ্চিম বর্ধমানের আসানসোলে একটি রাজনৈতিক সভা করবেন তৃণমূল সুপ্রিমো ৷ আর 29 জুন দুর্গাপুরের সৃজনী হলে দুই বর্ধমানের প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করবেন মমতা ৷

বর্ধমান, 26 জুন: সোমবার জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ তিনদিনে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় ভরা কর্মসূচি রয়েছে তাঁর ৷ সোমবার বর্ধমান শহরের নবাবহাট মোড় সংলগ্ন গোদার মাঠে দুপুর আড়াইটে নাগাদ কৃষক বন্ধু প্রকল্প-সহ অন্যান্য সরকারি সহায়তা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী ৷ তার আগে, রবিবার দুপুরে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে সভাস্থলে পৌঁছে যান মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা তথা বিধায়ক প্রদীপ মজুমদার ৷ সঙ্গে ছিলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা-সহ প্রশাসনিক আধিকারিকরা ৷

জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা বলেন, "বর্ধমানের মঞ্চ থেকে কৃষক বন্ধু-সহ পাঁচটি প্রকল্পের 22 জন উপভোক্তার হাতে সরাসরি অনুদান তুলে দেবেন মুখ্যমন্ত্রী ৷"

আরও পড়ুন: Mamata Slams Suvendu : দাদামণি বলছে 17 হাজার লোকের চাকরি খাবে, শুভেন্দুকে আক্রমণ মমতার

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাজ্যব্যাপী কৃষক বন্ধু প্রকল্পের আওতায় চলতি খরিফ মরশুমের জন্য কৃষকদের অনুদান দেওয়া হবে ৷ রাজ্যের 89 লক্ষ কৃষককে মোট 2 হাজার 385 কোটি টাকার সহায়তা প্রদান করা হবে ৷ বর্ধমানের অনুষ্ঠান মঞ্চ থেকে সেই কর্মসূচিরই সূচনা করবেন মমতা ৷ এর পাশাপাশি, কৃষি যন্ত্রাংশ, কৃষক বন্ধুদের মৃত্যুজনিত সহায়তা, বাংলা কৃষি সেচ যোজনা, কৃষি পরিকাঠামো তহবিল-সহ বিভিন্ন প্রকল্পের আওতাভুক্ত উপভোক্তাদের সরাসরি সহায়তা প্রদান করবেন তিনি ৷

জেলা কৃষি দফতর সূত্রে খবর, 'কৃষি আমাদের সম্পদ, কৃষক আমাদের গর্ব', রাজ্য সরকারের কৃষি বিভাগের এই স্লোগানকে সামনে রেখেই উপভোক্তাদের সরাসরি সহায়তা প্রদান করা হবে ৷

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, 27 জুন পূর্ব বর্ধমানের গোদার মাঠে আয়োজিত সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী ৷ এরপর 28 জুন পশ্চিম বর্ধমানের আসানসোলে একটি রাজনৈতিক সভা করবেন তৃণমূল সুপ্রিমো ৷ আর 29 জুন দুর্গাপুরের সৃজনী হলে দুই বর্ধমানের প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করবেন মমতা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.