বর্ধমান, 28 অক্টোবর: ডিসেম্বর মাসে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) বেশিরভাগ নেতা মন্ত্রী জেলের ভেতরে থাকবেন, তাই জেল থেকেই চলবে মন্ত্রিসভা । বর্ধমানে এসে এভাবেই শাসক দলকে একহাত নিলেন বিজেপি (BJP) সাংসদ লকেট চট্টোপাধ্যায় ।
শুক্রবার বর্ধমানের বিজেপির জেলা কার্যালয়ে আসেন লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee) । তিনি সাংবাদিকদের মুখোমুখি আসানসোলের (Asansol) তৃণমূল কংগ্রেসের সাংসদ শত্রুঘ্ন সিনহাকে (Shatrughan Sinha) কটাক্ষ করে বলেন, ‘‘বাহার কা বেটা এসে বিহারীবাবু হয়ে লোকসভা ভোটে যিনি জিতলেন, আজকে আসানসোলের সেই ছট পুজোতে তাঁর দেখা নেই । আজ ছটের জন্য যে ঘাট, তা পরিষ্কার স্বচ্ছতা রাখার জন্য মহিলারা যাবেন ৷ অথচ আজকে সেখানকার সাংসদ কোথায় সেই প্রশ্ন উঠছে ?’’
তাঁর দাবি, ‘‘এটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে এখানে তারা মিথ্যে কথা বলে, মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিল । যেমন বাংলায় বাংলার মেয়ে হিসেবে যেমন ভোট নিয়েছিল, সেরকম বিহারীবাবু এসে আসানসোলে মায়েদের কাছ থেকে ভোট নিয়ে গিয়েছে । আসল সময়ে অর্থাৎ এই উৎসবের সময় ওঁকে আর দেখা যাচ্ছে না । কোনোভাবেই উনি এখানে থাকেন না ।’’
তাঁর আরও দাবি, ‘‘এখানে যখন ছটপুজো হচ্ছে, ওঁকে তখন দেখবেন কোনও হোটেলে কিংবা কোনও ফাইভ স্টার হোটেলে বসে আছেন । অথবা কোনও জায়গায় বেড়াতে গিয়েছেন কিংবা ঘুরছেন ।’’
পঞ্চায়েত নির্বাচন নিয়ে তৃণমূলের কর্মসূচি নিয়ে লকেটের বক্তব্য, ‘‘এখন ওরা নতুন করে গ্রাম শেখাচ্ছে সবাইকে । জানা উচিত ভারতীয় জনতা পার্টি সব সময় গ্রামেই থাকে । গ্রামের মহিলাদের পাশে থাকে ৷ গ্রাম আমাদের প্রতিটা মানুষের সঙ্গে হৃদয়ের সঙ্গে জড়িয়ে আছে । যারা এতদিন শীত ঘুমিয়ে ছিল, শহুরে ভাবছিল, তাদের আজকে মনে হয়েছে এবার পঞ্চায়েত ভোট এসেছে সবাই মিলে গ্রামে চলো ।’’
কাটমানি (Cut Money) প্রসঙ্গে মন্তব্য করে শোকজের মুখে পড়েছেন বড়ঞা থানার ওসি সন্দীপ সেন ৷ এই নিয়ে তিনি বলেন, ‘‘তৃণমূল গোটা দলটাই তো চোর, ওসি সত্যি কথা বলে ফেলেছেন । আসলে চোরের নামে ভালো কথা বলতে হবে । উনি বলতে পারেননি বলেই তাকে বরখাস্ত করা হল ।’’
এরপরেই তিনি বলেন, ‘‘তৃণমূল কংগ্রেস এখন আড়াআড়িভাবে দু’টি ভাগে ভেঙে গিয়েছে । একটা পিসির, একটা ভাইপোর । পিসির তো সব নেতা মন্ত্রীরা জেলে ঢুকতে শুরু করেছে । ওরা যেভাবে লুঠ করেছে তারা বেশিদিন আর বাংলায় থাকতে পারবেন না । ডিসেম্বরে তৃণমূল কংগ্রেসের বেশিরভাগ নেতা মন্ত্রীই জেলে থাকবে ৷ তাই সরকার এমনই পড়ে যাবে । জেলের ভিতর থেকেই মন্ত্রিসভা চালনা হবে ।’’
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতিতে তৃণমূলকে বিঁধলেন লকেট