ETV Bharat / state

madhyamik student arrested : থমকে বাঁশি, ভোট পরবর্তী হিংসায় গারদে 'নিরপরাধ' বছর আঠারোর নাট্যকর্মী

আউশগ্রামের জাতীয় স্তরের নাট্যপ্রতিভা (Theatre Personality) তথা মাধ্যমিক পরীক্ষার্থী (Madhyamik Student Arrested) বাঁশিকে (Bansi) রাজনৈতিক হিংসার কারণে অকারণে জেলে বন্দি করে রাখা হয়েছে বলে অভিযোগ ৷ ন্যায় বিচার চেয়ে প্রশাসনের দ্বারস্থ পরিবার ৷

madhyamik-student-who-is-national-level-theatre-personality-arrested-in-no-reason
বিনা দোষে জেলবন্দি জাতীয় স্তরের নাট্যপ্রতিভা মাধ্যমিক পরীক্ষার্থী বাঁশি !
author img

By

Published : Aug 11, 2021, 6:05 PM IST

দুর্গাপুর, 11 অগস্ট : মাধ্যমিক পরীক্ষার্থী (Madhyamik Student Arrested) ৷ তবে তার আরও একটা পরিচয় রয়েছে ৷ সে জাতীয় স্তরের নাট্যকর্মী (Theatre Personality Arrested)৷ শেখ আমিনুল ইসলাম ৷ ডাক নাম বাঁশি (Bansi) ৷ ছোট্ট ছেলেটার গান, অভিনয় মুগ্ধ করেছে জ্ঞানীগুণীদের ৷ স্বীকৃতি হিসেবে মিলেছে নানা পুরস্কার ৷ তবে রাজনৈতিক হিংসা বহুমুখী প্রতিভার বাঁশিকে নাট্যমঞ্চ থেকে টেনে এনে দাঁড় করিয়ে দিয়েছে গারদের পিছনে ৷ কোনও কারণ ছাড়াই নিরপরাধ বাঁশি এখন কারাগারে বন্দি বলে অভিযোগ ৷ ন্যায়বিচার চাইছে তার পরিবার ৷

সবে 18-তে পা দিয়েছে শেখ আমিনুল ইসলাম । সামনের বছর মাধ্যমিক পরীক্ষা দেবে । তবে পড়াশোনার থেকেও তাকে বেশি টানে অভিনয় ৷ দেশের বিভিন্ন প্রান্তে থিয়েটার করে বহু মানুষের মন জয় করেছে সে । সুর ও তালের প্রতিও তার দারুণ ঝোঁক ৷ ছেলেবেলা থেকেই বাঁশি বাজাতে ভালবাসত বলে এলাকায় তাকে আদর করে সবাই নাম দিয়েছে বাঁশি ৷ কলকাতার মধ্যমগ্রামে সে নবম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে । পাশাপাশি চালিয়ে গিয়েছে গান, অভিনয় ৷ নাট্যকার প্রবীর গুহর 'অলটারনেটিভ লিভিং থিয়েটারে'র নিয়মিত অভিনেতা ।

আরও পড়ুন: হেলিকপ্টার থেকে জলে নেমে ঘাটালের বন্যা পরিস্থিতি পরিদর্শন মমতার

মাধ্যমিক পরীক্ষাটা নিজের বাড়ি থেকেই দেবে বলে ঠিক করায় সম্প্রতি বাঁশি বাড়ি ফিরেছিল ৷ তার বাড়ি পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের দেবশালা গ্রাম পঞ্চায়েতের কাঁকড়া গ্রামে ৷ বিধানসভা নির্বাচনের পর দেবশালা গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ ছোট্ট আদিবাসী গ্রামে রাজনৈতিক হিংসার আগুনে জ্বলে ওঠে । মূল অভিযুক্তরা এখনও অধরা । যাদের নামে এফআইআর হয়েছে, তাদের ধরতে না-পেরে পুলিশ বিনা কারণে নিরপরাধ বাঁশি-সহ আরও অনেককে গ্রেফতার করে নিয়ে গিয়েছে বলে অভিযোগ ৷ 2 অগস্ট গ্রেফতার করা হয় বাঁশিকে । এখনও সে জেলে বন্দি । গ্রেফতারির ভয়ে গ্রাম প্রায় পুরুষশূন্য । বাঁশির পরিবারের অভিযোগ, নির্দোষ হওয়া সত্ত্বেও শাস্তি পেতে হচ্ছে তাদের ছেলেকে ।

আরও পড়ুন: অলিম্পিকসেও এবার ব্যাট-বলের লড়াই ? কোমর বেঁধে নামল আইসিসি

দেবশালা গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্যামলকুমার বক্সিরও দাবি, নিরপরাধ নাট্যকর্মী বাঁশিকে বিনা কারণে গ্রেফতার করেছে পুলিশ ৷ বাঁশি-সহ ধৃত আরও চার জন যাতে মুক্তি পায়, পঞ্চায়েতের তরফে সেই চেষ্টা চালানো হচ্ছে বলে জানান তিনি ।

বিনা দোষে নাট্যপ্রতিভা মাধ্যমিক পরীক্ষার্থী বাঁশিকে জেলে বন্দি রাখার অভিযোগ

বাঁশি আবার কবে বাজবে তা জানা নেই ৷ ওর ভবিষ্যৎ অনিশ্চিত । যে নাট্য প্রতিভার ভাঙাচোরা ঘর সাজানো বাদ্যযন্ত্র ও শংসাপত্রে, তার মাথা থেকে অপরাধীর তকমা সরুক, এটাই আকুতি বাঁশির পরিবারের ৷

দুর্গাপুর, 11 অগস্ট : মাধ্যমিক পরীক্ষার্থী (Madhyamik Student Arrested) ৷ তবে তার আরও একটা পরিচয় রয়েছে ৷ সে জাতীয় স্তরের নাট্যকর্মী (Theatre Personality Arrested)৷ শেখ আমিনুল ইসলাম ৷ ডাক নাম বাঁশি (Bansi) ৷ ছোট্ট ছেলেটার গান, অভিনয় মুগ্ধ করেছে জ্ঞানীগুণীদের ৷ স্বীকৃতি হিসেবে মিলেছে নানা পুরস্কার ৷ তবে রাজনৈতিক হিংসা বহুমুখী প্রতিভার বাঁশিকে নাট্যমঞ্চ থেকে টেনে এনে দাঁড় করিয়ে দিয়েছে গারদের পিছনে ৷ কোনও কারণ ছাড়াই নিরপরাধ বাঁশি এখন কারাগারে বন্দি বলে অভিযোগ ৷ ন্যায়বিচার চাইছে তার পরিবার ৷

সবে 18-তে পা দিয়েছে শেখ আমিনুল ইসলাম । সামনের বছর মাধ্যমিক পরীক্ষা দেবে । তবে পড়াশোনার থেকেও তাকে বেশি টানে অভিনয় ৷ দেশের বিভিন্ন প্রান্তে থিয়েটার করে বহু মানুষের মন জয় করেছে সে । সুর ও তালের প্রতিও তার দারুণ ঝোঁক ৷ ছেলেবেলা থেকেই বাঁশি বাজাতে ভালবাসত বলে এলাকায় তাকে আদর করে সবাই নাম দিয়েছে বাঁশি ৷ কলকাতার মধ্যমগ্রামে সে নবম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে । পাশাপাশি চালিয়ে গিয়েছে গান, অভিনয় ৷ নাট্যকার প্রবীর গুহর 'অলটারনেটিভ লিভিং থিয়েটারে'র নিয়মিত অভিনেতা ।

আরও পড়ুন: হেলিকপ্টার থেকে জলে নেমে ঘাটালের বন্যা পরিস্থিতি পরিদর্শন মমতার

মাধ্যমিক পরীক্ষাটা নিজের বাড়ি থেকেই দেবে বলে ঠিক করায় সম্প্রতি বাঁশি বাড়ি ফিরেছিল ৷ তার বাড়ি পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের দেবশালা গ্রাম পঞ্চায়েতের কাঁকড়া গ্রামে ৷ বিধানসভা নির্বাচনের পর দেবশালা গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ ছোট্ট আদিবাসী গ্রামে রাজনৈতিক হিংসার আগুনে জ্বলে ওঠে । মূল অভিযুক্তরা এখনও অধরা । যাদের নামে এফআইআর হয়েছে, তাদের ধরতে না-পেরে পুলিশ বিনা কারণে নিরপরাধ বাঁশি-সহ আরও অনেককে গ্রেফতার করে নিয়ে গিয়েছে বলে অভিযোগ ৷ 2 অগস্ট গ্রেফতার করা হয় বাঁশিকে । এখনও সে জেলে বন্দি । গ্রেফতারির ভয়ে গ্রাম প্রায় পুরুষশূন্য । বাঁশির পরিবারের অভিযোগ, নির্দোষ হওয়া সত্ত্বেও শাস্তি পেতে হচ্ছে তাদের ছেলেকে ।

আরও পড়ুন: অলিম্পিকসেও এবার ব্যাট-বলের লড়াই ? কোমর বেঁধে নামল আইসিসি

দেবশালা গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্যামলকুমার বক্সিরও দাবি, নিরপরাধ নাট্যকর্মী বাঁশিকে বিনা কারণে গ্রেফতার করেছে পুলিশ ৷ বাঁশি-সহ ধৃত আরও চার জন যাতে মুক্তি পায়, পঞ্চায়েতের তরফে সেই চেষ্টা চালানো হচ্ছে বলে জানান তিনি ।

বিনা দোষে নাট্যপ্রতিভা মাধ্যমিক পরীক্ষার্থী বাঁশিকে জেলে বন্দি রাখার অভিযোগ

বাঁশি আবার কবে বাজবে তা জানা নেই ৷ ওর ভবিষ্যৎ অনিশ্চিত । যে নাট্য প্রতিভার ভাঙাচোরা ঘর সাজানো বাদ্যযন্ত্র ও শংসাপত্রে, তার মাথা থেকে অপরাধীর তকমা সরুক, এটাই আকুতি বাঁশির পরিবারের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.