মেমারি, 25 সেপ্টেম্বর : রাজ্যে ফের গণপিটুনির শিকার হয়ে মৃত্যু হল এক ব্যক্তির । মৃতের নাম উদয় মণ্ডল ৷ চোর সন্দেহে তাকে পিটিয়ে মারা হয় । পূর্ব বর্ধমানের মেমারির ঘটনা ৷ এই ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ ৷
মেমারি পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের কালীতলার বাসিন্দা ছিল উদয় ৷ ভিক্ষা করে দিন চলত তার ৷ রাতে কারও দোকানের সামনে বা বাড়ির বারান্দায় শুয়ে থাকত । দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল ৷ গতকাল মেমারি গ্রামীণ হাসপাতালের গেটের সামনে বসেছিল উদয় ৷ তখন সেখানে বাইকে রেখে নিজের কাজে অন্যত্র যান এলাকার ব্যবসায়ী প্রশান্ত মণ্ডল ৷ বাইকের ডিকিতে একটি ব্যাগে প্রশান্তর টাকা ও মোবাইল ফোন ছিল । ফিরে এসে প্রশান্ত দেখেন তাঁর ব্যাগটি ডিকি থেকে চুরি গিয়েছে । এরপরই উদয়কে চোর সন্দেহ করে ল্যাম্পপোস্টে বেঁধে মারধর শুরু করেন প্রশান্ত সহ এলাকার আরও দুই বাসিন্দা ৷ পরে স্থানীয় বাসিন্দারা উদয়কে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভরতি করে ৷ পরে সেখানে তাঁর মৃত্যু হয় ৷
SDPO আমিনুল ইসলাম খান বলেন, "মেমারি হাসপাতালের সামনে এক ব্যক্তিকে চোর সন্দেহে কয়েকজন মিলে মারধর করে । পরে তাঁকে মেমারি হাসপাতালে ভরতি করা হলে সেখানে তাঁর মৃত্যু হয় । এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে ৷ তদন্ত শুরু হয়েছে ৷"