ETV Bharat / state

গণপিটুনির ঘটনায় ফের মৃত্যু রাজ্যে, আটক 3 - গণপিটুনির ঘটনায় ফের মৃত্যু রাজ্যে

চোর সন্দেহে পূর্ব বর্ধমানের মেমারিতে পিটিয়ে খুন করা হল এক ব্যক্তিকে ৷ মৃতের নাম উদয় মণ্ডল ৷

গণপিটুনির ঘটনায় ফের মৃত্যু রাজ্যে
author img

By

Published : Sep 25, 2019, 1:46 PM IST

Updated : Sep 25, 2019, 2:39 PM IST

মেমারি, 25 সেপ্টেম্বর : রাজ্যে ফের গণপিটুনির শিকার হয়ে মৃত্যু হল এক ব্যক্তির । মৃতের নাম উদয় মণ্ডল ৷ চোর সন্দেহে তাকে পিটিয়ে মারা হয় । পূর্ব বর্ধমানের মেমারির ঘটনা ৷ এই ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ ৷

মেমারি পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের কালীতলার বাসিন্দা ছিল উদয় ৷ ভিক্ষা করে দিন চলত তার ৷ রাতে কারও দোকানের সামনে বা বাড়ির বারান্দায় শুয়ে থাকত । দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল ৷ গতকাল মেমারি গ্রামীণ হাসপাতালের গেটের সামনে বসেছিল উদয় ৷ তখন সেখানে বাইকে রেখে নিজের কাজে অন্যত্র যান এলাকার ব্যবসায়ী প্রশান্ত মণ্ডল ৷ বাইকের ডিকিতে একটি ব্যাগে প্রশান্তর টাকা ও মোবাইল ফোন ছিল । ফিরে এসে প্রশান্ত দেখেন তাঁর ব্যাগটি ডিকি থেকে চুরি গিয়েছে । এরপরই উদয়কে চোর সন্দেহ করে ল্যাম্পপোস্টে বেঁধে মারধর শুরু করেন প্রশান্ত সহ এলাকার আরও দুই বাসিন্দা ৷ পরে স্থানীয় বাসিন্দারা উদয়কে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভরতি করে ৷ পরে সেখানে তাঁর মৃত্যু হয় ৷

ভিডিয়োয় শুনুনু আমিনুল ইসলাম খানের বক্তব্য

SDPO আমিনুল ইসলাম খান বলেন, "মেমারি হাসপাতালের সামনে এক ব্যক্তিকে চোর সন্দেহে কয়েকজন মিলে মারধর করে । পরে তাঁকে মেমারি হাসপাতালে ভরতি করা হলে সেখানে তাঁর মৃত্যু হয় । এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে ৷ তদন্ত শুরু হয়েছে ৷"

মেমারি, 25 সেপ্টেম্বর : রাজ্যে ফের গণপিটুনির শিকার হয়ে মৃত্যু হল এক ব্যক্তির । মৃতের নাম উদয় মণ্ডল ৷ চোর সন্দেহে তাকে পিটিয়ে মারা হয় । পূর্ব বর্ধমানের মেমারির ঘটনা ৷ এই ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ ৷

মেমারি পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের কালীতলার বাসিন্দা ছিল উদয় ৷ ভিক্ষা করে দিন চলত তার ৷ রাতে কারও দোকানের সামনে বা বাড়ির বারান্দায় শুয়ে থাকত । দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল ৷ গতকাল মেমারি গ্রামীণ হাসপাতালের গেটের সামনে বসেছিল উদয় ৷ তখন সেখানে বাইকে রেখে নিজের কাজে অন্যত্র যান এলাকার ব্যবসায়ী প্রশান্ত মণ্ডল ৷ বাইকের ডিকিতে একটি ব্যাগে প্রশান্তর টাকা ও মোবাইল ফোন ছিল । ফিরে এসে প্রশান্ত দেখেন তাঁর ব্যাগটি ডিকি থেকে চুরি গিয়েছে । এরপরই উদয়কে চোর সন্দেহ করে ল্যাম্পপোস্টে বেঁধে মারধর শুরু করেন প্রশান্ত সহ এলাকার আরও দুই বাসিন্দা ৷ পরে স্থানীয় বাসিন্দারা উদয়কে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভরতি করে ৷ পরে সেখানে তাঁর মৃত্যু হয় ৷

ভিডিয়োয় শুনুনু আমিনুল ইসলাম খানের বক্তব্য

SDPO আমিনুল ইসলাম খান বলেন, "মেমারি হাসপাতালের সামনে এক ব্যক্তিকে চোর সন্দেহে কয়েকজন মিলে মারধর করে । পরে তাঁকে মেমারি হাসপাতালে ভরতি করা হলে সেখানে তাঁর মৃত্যু হয় । এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে ৷ তদন্ত শুরু হয়েছে ৷"

Intro:চোর সন্দেহে পোস্টে বেঁধে পিটিয়ে খুনের অভিযোগ, আটক তিন

সন্তোষ দাস, মেমারি

চোর সন্দেহে এক ব্যক্তিকে পোস্টে বেঁধে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল ঘটনায় চাঞ্চল্য ছড়ায় পূর্ব বর্ধমান জেলার মেমারি থানা হাসপাতাল পাড়া এলাকায় পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম উদয় উদয় মন্ডল ঘটনা সন্দেহে পুলিশ তিনজনকে আটক করেছে স্থানীয় সূত্রে জানা গেছে

মেমারি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের কালিতলা এলাকার বাসিন্দা উদয় মন্ডল। তার আর্থিক অবস্থা ভালো নয়। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ। গতকাল মঙ্গলবার ওই এলাকার ব্যবসায়ী প্রশান্ত মণ্ডল হাসপাতাল গেটের সামনে বাইক রেখে নিজের কাজ সারছিলেন। ওই বাইকের মধ্যেই একটি ব্যাগ রাখা ছিল। ব্যাগে ছিল টাকা ও মোবাইল। সেই ব্যাগ চুরি যায় বলে অভিযোগ। এরপরেই প্রশান্ত মন্ডল, শেখ মমতাজ সহ তিনজন মিলে ল্যাম্প পোস্টে বেঁধে উদয়কে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ গুরুতর আহত অবস্থায় উদয়কে মেমারি হাসপাতালে ভরতি করে। পরে সেখানে তার মৃত্যু হয়।
এসডিপিও আমিনুল ইসলাম খান বলেন, মেমারি হাসপাতালের সামনে এক ব্যাক্তিকে চোর সন্দেহে কয়েকজন মিলে মারধর করে। পরে তাকে মেমারি হাসপাতালে ভরতি করা হলে সেখানে তার মৃত্যু হয়। ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।Body:চোর সন্দেহে পোস্টে বেঁধে Conclusion:পিটিয়ে খুন করার অভিযোগ
Last Updated : Sep 25, 2019, 2:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.