ETV Bharat / state

LIC-র আংশিক বিলগ্নিকরণের প্রস্তাবে চিন্তায় গ্রাহক থেকে এজেন্ট - ভারত বাজেট 2020

ইনিশিয়াল পাবলিং অফারিং (IPO)-এর মাধ্যমে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা LIC-র একাংশ বিলগ্নিকরণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার৷ ফলে গ্রাহকদের মধ্যে কেন্দ্রের ঘোষণা নিয়ে অস্থিরতা দেখা দিয়েছে৷2020-2021 আর্থিক বর্ষে 2.1 লাখ কোটি টাকা বিলগ্নিকরণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র৷ তারই একটি অংশ LIC-র বিলগ্নিকরণ বলে মনে করা হচ্ছে৷

LIC to be sold
দুর্গাপুরের LIC ভবন
author img

By

Published : Feb 1, 2020, 6:53 PM IST

Updated : Feb 1, 2020, 8:40 PM IST

দুর্গাপুর, 1 ফেব্রুয়ারি: 2020-2021 অর্থবর্ষের বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ প্রথম থেকেই জল্পনা চলছিল, LIC-র একাংশ বিলগ্নিকরণের পথে হাঁটতে পারে কেন্দ্র৷ সেইমতো আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাজেট পেশের সময় জানান, LIC-র একাংশ বিলগ্নিকরণ করা হবে৷ অর্থমন্ত্রীর ঘোষণার পরই দেশের বিভিন্ন প্রান্তে গ্রাহকদের মধ্যে অস্থিরতা দেখা যায়৷ দুর্গাপুরের সিটি সেন্টারে LIC-র দপ্তরে গ্রাহক ও এজেন্টদের মধ্যে সংশয় দেখা গেল৷

LIC-র অংশ বিক্রি নিয়ে গ্রাহকদের বক্তব্য

ইনিশিয়াল পাবলিং অফারিং (IPO)-এর মাধ্যমে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা LIC-র একাংশ বিলগ্নির প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আজ জানিয়েছেন, গত বছর আর্থিক ঘাটতির পরিমাণ ছিল GDP-র 3.8 শতাংশ৷ 2020-2021 আর্থিক বর্ষে সেই ঘাটতির পরিমাণ কমাতেই এই সিদ্ধান্ত৷ 1956 সালে প্রতিষ্ঠিত LIC-র পুরো মালিকানাই এখন সরকারের হাতে৷ 2020-2021 আর্থিক বর্ষে 2.1 লাখ কোটি টাকা বিলগ্নিকরণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র৷ তারই একটি অংশ LIC-র আংশিক বিলগ্নিকরণ বলে মনে করা হচ্ছে৷ তবে গ্রাহকদের মধ্যে কেন্দ্রের ঘোষণা নিয়ে অস্থিরতা দেখা দিয়েছে৷ রাজকোষে ঘাটতি কমানো কেন্দ্রীয় সরকারের লক্ষ্য হলেও, গ্রাহকদের চাপে LIC-র আংশিক বিলগ্নিকরণের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে বলে মনে করছেন এজেন্ট থেকে গ্রাহকরা ৷

দুর্গাপুর, 1 ফেব্রুয়ারি: 2020-2021 অর্থবর্ষের বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ প্রথম থেকেই জল্পনা চলছিল, LIC-র একাংশ বিলগ্নিকরণের পথে হাঁটতে পারে কেন্দ্র৷ সেইমতো আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাজেট পেশের সময় জানান, LIC-র একাংশ বিলগ্নিকরণ করা হবে৷ অর্থমন্ত্রীর ঘোষণার পরই দেশের বিভিন্ন প্রান্তে গ্রাহকদের মধ্যে অস্থিরতা দেখা যায়৷ দুর্গাপুরের সিটি সেন্টারে LIC-র দপ্তরে গ্রাহক ও এজেন্টদের মধ্যে সংশয় দেখা গেল৷

LIC-র অংশ বিক্রি নিয়ে গ্রাহকদের বক্তব্য

ইনিশিয়াল পাবলিং অফারিং (IPO)-এর মাধ্যমে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা LIC-র একাংশ বিলগ্নির প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আজ জানিয়েছেন, গত বছর আর্থিক ঘাটতির পরিমাণ ছিল GDP-র 3.8 শতাংশ৷ 2020-2021 আর্থিক বর্ষে সেই ঘাটতির পরিমাণ কমাতেই এই সিদ্ধান্ত৷ 1956 সালে প্রতিষ্ঠিত LIC-র পুরো মালিকানাই এখন সরকারের হাতে৷ 2020-2021 আর্থিক বর্ষে 2.1 লাখ কোটি টাকা বিলগ্নিকরণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র৷ তারই একটি অংশ LIC-র আংশিক বিলগ্নিকরণ বলে মনে করা হচ্ছে৷ তবে গ্রাহকদের মধ্যে কেন্দ্রের ঘোষণা নিয়ে অস্থিরতা দেখা দিয়েছে৷ রাজকোষে ঘাটতি কমানো কেন্দ্রীয় সরকারের লক্ষ্য হলেও, গ্রাহকদের চাপে LIC-র আংশিক বিলগ্নিকরণের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে বলে মনে করছেন এজেন্ট থেকে গ্রাহকরা ৷

Intro:2020-21 অর্থবর্ষের বাজেটে দেশের লাভজনক বিমা সংস্থা LIC এর সরকারি অংশ বিক্রির বড়সড় সিদ্ধান্তের কথা ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের । LIC-র সরকারের হাতে থাকা শেয়ার বিক্রি করা হবে বলে জানালেন অর্থমন্ত্রী । এই বাজেট পাসের পরেই দুর্গাপুর সিটি সেন্টারে এলআইসি দপ্তরে গিয়ে দেখা গেল গ্রাহকদের মধ্যে কিন্তু এক অস্থিরতা।গ্রাহক থেকে এজেন্ট সকলেই কিন্তু দ্বিধায় সরকারি এই ঘোষনার কথা শুনে।কেন্দ্রীয় সরকার রাজকোষে ঘাটতি কমানোর লক্ষ্যে এই সিদ্ধান্ত বলে জানিয়েন। বাজেটে এল আই সি র সরকারি অংশের পরিমান বেসরকারি হাতে বিক্রির সিদ্ধান্ত সরকারকে গ্রাহকদের চাপে প্রত্যাহার করতে হবে বলে দাবী করলেন এক গ্রাহক।Body:গConclusion:হ
Last Updated : Feb 1, 2020, 8:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.