দুর্গাপুর, 1 ফেব্রুয়ারি: 2020-2021 অর্থবর্ষের বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ প্রথম থেকেই জল্পনা চলছিল, LIC-র একাংশ বিলগ্নিকরণের পথে হাঁটতে পারে কেন্দ্র৷ সেইমতো আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাজেট পেশের সময় জানান, LIC-র একাংশ বিলগ্নিকরণ করা হবে৷ অর্থমন্ত্রীর ঘোষণার পরই দেশের বিভিন্ন প্রান্তে গ্রাহকদের মধ্যে অস্থিরতা দেখা যায়৷ দুর্গাপুরের সিটি সেন্টারে LIC-র দপ্তরে গ্রাহক ও এজেন্টদের মধ্যে সংশয় দেখা গেল৷
ইনিশিয়াল পাবলিং অফারিং (IPO)-এর মাধ্যমে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা LIC-র একাংশ বিলগ্নির প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আজ জানিয়েছেন, গত বছর আর্থিক ঘাটতির পরিমাণ ছিল GDP-র 3.8 শতাংশ৷ 2020-2021 আর্থিক বর্ষে সেই ঘাটতির পরিমাণ কমাতেই এই সিদ্ধান্ত৷ 1956 সালে প্রতিষ্ঠিত LIC-র পুরো মালিকানাই এখন সরকারের হাতে৷ 2020-2021 আর্থিক বর্ষে 2.1 লাখ কোটি টাকা বিলগ্নিকরণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র৷ তারই একটি অংশ LIC-র আংশিক বিলগ্নিকরণ বলে মনে করা হচ্ছে৷ তবে গ্রাহকদের মধ্যে কেন্দ্রের ঘোষণা নিয়ে অস্থিরতা দেখা দিয়েছে৷ রাজকোষে ঘাটতি কমানো কেন্দ্রীয় সরকারের লক্ষ্য হলেও, গ্রাহকদের চাপে LIC-র আংশিক বিলগ্নিকরণের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে বলে মনে করছেন এজেন্ট থেকে গ্রাহকরা ৷