বর্ধমান, 30 মার্চ : দেশজুড়ে চলছে লকডাউন ৷ আজ তার ষষ্ঠ দিন ৷ লকডাউনে বন্ধ গণপরিবহন পরিষেবা ৷ বিভিন্ন জায়গায় আটকে পড়েছেন মানুষজন ৷ সবথেকে বেশি সমস্যায় রাজ্যের দিন আনা দিন খাওয়া মানুষজন ৷ লকডাউনে মুর্শিদাবাদের 21 জন শ্রমিক কোলাঘাটে কাজ করতে এসে এভাবেই আটকে পড়েন ৷ প্রায় অনাহারে দিন কাটাতে হচ্ছিল তাঁদের ৷ ফলে একপ্রকার বাধ্য হয়েই তাঁরা হেঁটে বাড়ির উদ্দেশে রওনা দেন ৷ আজ তাঁরা বর্ধমান পৌঁছান ৷ সেখানে বর্ধমান থানা ও স্থানীয় বাসিন্দাদের পক্ষে তাঁদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গেটের কাছে বসিয়ে খাবারের প্যাকেট তুলে দেওয়া হয় ৷
রাজমিস্ত্রির কাজে মুর্শিদাবাদ থেকে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে গেছিলেন 21 জন যুবক । দেশজুড়ে লকডাউন শুরু হতেই বন্ধ হয়ে যায় দোকানপাট , পরিবহন । ফলে হাতে কাজ না থাকায় কার্যত অনাহারে দিন কাটতে শুরু করেন ওই যুবকরা । ফলে বাধ্য হয়ে হাঁটা পথেই মুর্শিদাবাদের উদ্দেশ্যে পাড়ি দেন যুবকরা ।
লকডাউনের জেরে ভিন রাজ্য, ভিন জেলায় আটকে পড়েছেন বহু শ্রমিক । একদিকে হাতে কাজ নেই । অন্যদিকে, সঙ্গে থাকা টাকা-পয়সা ক্রমেই ফুরিয়ে আসতে শুরু করে । কোনও যানবাহন না পেয়ে চার দিন ধরে তাঁরা হাঁটতে শুরু করে । রাস্তায় দোকান থেকে বিস্কুট পাউরুটি কিনে কোনওরকমে দিন কাটায় । কিন্তু গত দু'দিন তাঁরা পথে কোনও খাবার পায়নি । আজ তাঁরা বর্ধমানে পৌঁছালে সেখানের থানা ও স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে তাঁদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গেটের কাছে একটা জায়গায় বসিয়ে খাবারের প্যাকেট তুলে দেওয়া হয় ।
মুর্শিদাবাদের জঙ্গিপুরে বাসিন্দা সুদীপ মাঝি বলেন, "আমরা 21 জন কোলাঘাটে রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিলাম ৷ লকডাউনের জেরে চরম সমস্যায় পড়ে যাই ৷ কোনওরকমে দু'একটা দোকান থেকে বিস্কুট ও পাঁউরুটি কিনে খেয়ে দিন কাটাই ৷ কিন্তু কোনও যানবাহন না থাকায় পায়ে হেঁটে জঙ্গিপুরে যাত্রা শুরু করি ৷ " রাজমিস্ত্রি কল্যাণ সরকার বলেন, " কোলাঘাট থেকে পায়ে হেঁটে আজ বর্ধমানে এসেছি ৷ পথে দু'দিন কোনও খাবার জোটেনি ৷ শুধুমাত্র জল খেয়েছি ৷ আজ পুলিশের পক্ষ থেকে কলা-পাঁউরুটি-বিস্কুট দেওয়া হয়েছে ৷ আমরা মুর্শিদাবাদে ফিরতে চাই ৷ "