ETV Bharat / state

Mahashivratri 2023: সম্রাট কণিষ্কও এই শিবলিঙ্গের পুজো করতেন, জানুন রাঢ়বঙ্গের মোটাবাবার কাহিনী - Story of God Shiv

বর্ধমানেশ্বর শিব (Bardhamaneshwar Shiva)৷ যা মাটি কাটতে গিয়ে দেখতে পেয়েছিলেন শ্রমিকরা ৷ 18 ফুট গৌরীপট্ট-সহ এমন বৃহৎ শিবলিঙ্গ সম্ভবত এই একটাই রয়েছে ৷

Etv Bharat
বাবা বর্ধমানেশ্বর
author img

By

Published : Feb 17, 2023, 8:10 PM IST

বর্ধমানেশ্বর শিবের কাহিনী

বর্ধমান, 17 ফেব্রুয়ারি: রাঢ়বঙ্গের অন্যতম বৃহৎ শিবলিঙ্গ কেউ কি দর্শন করেছেন ? শুধু বৃহৎ শিবলিঙ্গই নয় সেটা আবার দেড় হাজার বছরের বেশি প্রাচীন । ইতিহাসবিদরা বলেন সম্রাট কণিষ্কও নাকি এই শিবলিঙ্গের পুজো করতেন । তবে বিষয়টি নিয়ে বিতর্ক রয়ে গিয়েছে । এই শিবলিঙ্গটি বর্ধমানেশ্বর নামেই পরিচিত । স্থানীয়রা একে মোটাবাবাও বলে থাকেন (Motababa)৷

রাজ্যের বিখ্যাত শিবমন্দিরগুলির মধ্যে অন্যতম বাবা বর্ধমানেশ্বর । বিশাল আকৃতির জন্য তিনি 'মোটা শিব' নামেও সুপরিচিত (Story of God Shiv)। 1972 সালে বর্ধমান শহরের আলমগঞ্জ এলাকায় একটা নির্মাণের জন্য খননকাজ শুরু হয় । শ্রমিকেরা গাঁইতি শাবল দিয়ে মাটি কাটতে গিয়ে পাথরের উপরে আঘাত লাগার শব্দ শুনতে পান । ফলে তারা চমকে ওঠেন । এরপর ধীরে ধীরে মাটি খোঁড়া হয় । দেখা যায় মাটির নীচে বিশাল শিবলিঙ্গ । উচ্চতা প্রায় ছ'ফুটের কাছাকাছি, ব্যাসও প্রায় ছয় ফুট ।

গৌরীপট্টের পরিধি প্রায় 18 ফুট । ফলে ক্রেনের সাহায্য নিয়ে শিবলিঙ্গকে মাটির নীচ থেকে তুলে পাশে স্থাপন করা হয় । মন্দিরের ঠিক পিছনেই আছে একটা পাড় বাঁধানো পুকুর । যা দুধপুকুর নামেই পরিচিত । মূলত শ্রাবণ মাসে বর্ধমানেশ্বরের জন্মতিথিতে ও সারাবছর বাবার মাথায় জল ঢালার জন্য ওই পুকুর থেকে জল তোলা হয় । এছাড়া শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালার জন্য প্রায় 60 কিলোমিটার দূরে কাটোয়ার গঙ্গা থেকে জল আনতে যান অগণিত মানুষ । হাঁটা পথে ফিরে তাঁরা শিবের মাথায় জল ঢালেন । এই শিবলিঙ্গ দেখতে দূরদূরান্ত থেকে মানুষজনের ভিড় উপচে পড়ে । শিবরাত্রি উপলক্ষে এখানে পাঁচদিন ধরে মেলা বসে । চলে যাত্রাপালা ও কীর্তন-সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠান ।

ইতিহাসবিদ ডঃ সর্বজিৎ যশের কথায়, "অতি প্রাচীন এই শিবলিঙ্গ । কেউ কেউ গবেষণা করে জানতে পেরেছেন সম্রাট কণিষ্কও নাকি এই শিবলিঙ্গের পুজো করতেন । পরে প্রচণ্ড বন্যায় শিবলিঙ্গটি ভেসে যায় । তবে এত বৃহৎ শিবলিঙ্গ কীভাবে জলে ভাসবে তা নিয়েও বিতর্ক রয়েছে । তবে এত বৃহৎ শিবলিঙ্গ রাঢ়বঙ্গে আর কোথাও নেই । এর থেকে বেশি উচ্চতার লিঙ্গ থাকলেও তার গৌরীপট্ট নেই ।" মন্দিরের পূজারি অমল গঙ্গোপাধ্যায় বলেন, "শিবরাত্রির দিনে এখানে চার প্রহরে পুজো করা হয় । অগণিত মানুষের ভিড় এখানে উপচে পড়ে । পুজো উপলক্ষে এখানে মেলা বসে ।"

আরও পড়ুন : কীসে খুশি হবেন ভোলানাথ ? কী করলে রুষ্ট হওয়ার সম্ভাবনা মহাকালের

বর্ধমানেশ্বর শিবের কাহিনী

বর্ধমান, 17 ফেব্রুয়ারি: রাঢ়বঙ্গের অন্যতম বৃহৎ শিবলিঙ্গ কেউ কি দর্শন করেছেন ? শুধু বৃহৎ শিবলিঙ্গই নয় সেটা আবার দেড় হাজার বছরের বেশি প্রাচীন । ইতিহাসবিদরা বলেন সম্রাট কণিষ্কও নাকি এই শিবলিঙ্গের পুজো করতেন । তবে বিষয়টি নিয়ে বিতর্ক রয়ে গিয়েছে । এই শিবলিঙ্গটি বর্ধমানেশ্বর নামেই পরিচিত । স্থানীয়রা একে মোটাবাবাও বলে থাকেন (Motababa)৷

রাজ্যের বিখ্যাত শিবমন্দিরগুলির মধ্যে অন্যতম বাবা বর্ধমানেশ্বর । বিশাল আকৃতির জন্য তিনি 'মোটা শিব' নামেও সুপরিচিত (Story of God Shiv)। 1972 সালে বর্ধমান শহরের আলমগঞ্জ এলাকায় একটা নির্মাণের জন্য খননকাজ শুরু হয় । শ্রমিকেরা গাঁইতি শাবল দিয়ে মাটি কাটতে গিয়ে পাথরের উপরে আঘাত লাগার শব্দ শুনতে পান । ফলে তারা চমকে ওঠেন । এরপর ধীরে ধীরে মাটি খোঁড়া হয় । দেখা যায় মাটির নীচে বিশাল শিবলিঙ্গ । উচ্চতা প্রায় ছ'ফুটের কাছাকাছি, ব্যাসও প্রায় ছয় ফুট ।

গৌরীপট্টের পরিধি প্রায় 18 ফুট । ফলে ক্রেনের সাহায্য নিয়ে শিবলিঙ্গকে মাটির নীচ থেকে তুলে পাশে স্থাপন করা হয় । মন্দিরের ঠিক পিছনেই আছে একটা পাড় বাঁধানো পুকুর । যা দুধপুকুর নামেই পরিচিত । মূলত শ্রাবণ মাসে বর্ধমানেশ্বরের জন্মতিথিতে ও সারাবছর বাবার মাথায় জল ঢালার জন্য ওই পুকুর থেকে জল তোলা হয় । এছাড়া শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালার জন্য প্রায় 60 কিলোমিটার দূরে কাটোয়ার গঙ্গা থেকে জল আনতে যান অগণিত মানুষ । হাঁটা পথে ফিরে তাঁরা শিবের মাথায় জল ঢালেন । এই শিবলিঙ্গ দেখতে দূরদূরান্ত থেকে মানুষজনের ভিড় উপচে পড়ে । শিবরাত্রি উপলক্ষে এখানে পাঁচদিন ধরে মেলা বসে । চলে যাত্রাপালা ও কীর্তন-সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠান ।

ইতিহাসবিদ ডঃ সর্বজিৎ যশের কথায়, "অতি প্রাচীন এই শিবলিঙ্গ । কেউ কেউ গবেষণা করে জানতে পেরেছেন সম্রাট কণিষ্কও নাকি এই শিবলিঙ্গের পুজো করতেন । পরে প্রচণ্ড বন্যায় শিবলিঙ্গটি ভেসে যায় । তবে এত বৃহৎ শিবলিঙ্গ কীভাবে জলে ভাসবে তা নিয়েও বিতর্ক রয়েছে । তবে এত বৃহৎ শিবলিঙ্গ রাঢ়বঙ্গে আর কোথাও নেই । এর থেকে বেশি উচ্চতার লিঙ্গ থাকলেও তার গৌরীপট্ট নেই ।" মন্দিরের পূজারি অমল গঙ্গোপাধ্যায় বলেন, "শিবরাত্রির দিনে এখানে চার প্রহরে পুজো করা হয় । অগণিত মানুষের ভিড় এখানে উপচে পড়ে । পুজো উপলক্ষে এখানে মেলা বসে ।"

আরও পড়ুন : কীসে খুশি হবেন ভোলানাথ ? কী করলে রুষ্ট হওয়ার সম্ভাবনা মহাকালের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.