কালনা, 26 নভেম্বর : ব্লক প্রশাসনের সঙ্গে মনোমালিন্যের জেরে সরকারি অফিস বয়কট । গাছতলায় বসে কাজকর্ম সারলেন কালনা ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি সহ কর্মাধ্যক্ষরা । সুবিচার না পাওয়া পর্যন্ত এই প্রতিবাদ চলবে বলে জানিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি । শাসকদলের এই প্রতিবাদকে নাটক বলছে বিরোধীরা ৷
পঞ্চায়েত সমিতির সভাপতি নীলিমা কপ্টি বলেন,"সরকারি প্রকল্পের কাজে আমাদের অন্ধকারে রাখা হচ্ছে । বিরোধীদের সুযোগ করে সরকারকে হেয় করার চেষ্টা চলছে । ব্লক উন্নয়ন আধিকারিকের অফিসের সরকারি কর্মীদের অপমানজনক আচরণের সুবিচার না পেলে আমরা এইভাবে গাছতলায় বসেই মানুষের পরিষেবা দেব ।" কালনা ব্লকের BJP-র সহ সভাপতি সুশান্ত পান্ডে বলেন, "মানুষকে বিভ্রান্ত করার জন্যই গাছতলায় এই নাটক শুরু করেছে ওরা ।"
যদিও সোমবার বিকালে মহকুমাশাসকের অফিসে সমস্যার সমাধানে আলোচনা হয় । বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন বলে জানিয়েছেন মহকুমাশাসক । কালনা মহকুমাশাসক নীতেশ ঢালি বলেন, "একটা ভুল বোঝাবুঝি হয়েছিল । আলোচনার মাধ্যমে মিটমাট হয়েছে । আবার সকলেই একসঙ্গে কাজ করবে ।"