ETV Bharat / state

সরকারি কর্মীদের বিরুদ্ধে ক্ষোভ, গাছতলায় কাজকর্ম সারলেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা - গাছতলায় বসেই পরিষেবা প্রদান পঞ্চায়েত সমিতির সভাপতি

ব্লক উন্নয়ন আধিকারিকের অফিসের সরকারি কর্মীদের অপমানজনক আচরণের অভিযোগ কালনা ব্লক পঞ্চায়েতের সহ সভাপতির । সুবিচার না পেলে গাছতলায় বসেই মানুষের পরিষেবা দেবেন বলে হুঁশিয়ারি ।

Kalna panchayat boykot
প্রতিবাদের ছবি
author img

By

Published : Nov 26, 2019, 1:23 PM IST

কালনা, 26 নভেম্বর : ব্লক প্রশাসনের সঙ্গে মনোমালিন্যের জেরে সরকারি অফিস বয়কট । গাছতলায় বসে কাজকর্ম সারলেন কালনা ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি সহ কর্মাধ্যক্ষরা । সুবিচার না পাওয়া পর্যন্ত এই প্রতিবাদ চলবে বলে জানিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি । শাসকদলের এই প্রতিবাদকে নাটক বলছে বিরোধীরা ৷

পঞ্চায়েত সমিতির সভাপতি নীলিমা কপ্টি বলেন,"সরকারি প্রকল্পের কাজে আমাদের অন্ধকারে রাখা হচ্ছে । বিরোধীদের সুযোগ করে সরকারকে হেয় করার চেষ্টা চলছে । ব্লক উন্নয়ন আধিকারিকের অফিসের সরকারি কর্মীদের অপমানজনক আচরণের সুবিচার না পেলে আমরা এইভাবে গাছতলায় বসেই মানুষের পরিষেবা দেব ।" কালনা ব্লকের BJP-র সহ সভাপতি সুশান্ত পান্ডে বলেন, "মানুষকে বিভ্রান্ত করার জন্যই গাছতলায় এই নাটক শুরু করেছে ওরা ।"

দেখুন ভিডিয়ো

যদিও সোমবার বিকালে মহকুমাশাসকের অফিসে সমস্যার সমাধানে আলোচনা হয় । বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন বলে জানিয়েছেন মহকুমাশাসক । কালনা মহকুমাশাসক নীতেশ ঢালি বলেন, "একটা ভুল বোঝাবুঝি হয়েছিল । আলোচনার মাধ্যমে মিটমাট হয়েছে । আবার সকলেই একসঙ্গে কাজ করবে ।"

কালনা, 26 নভেম্বর : ব্লক প্রশাসনের সঙ্গে মনোমালিন্যের জেরে সরকারি অফিস বয়কট । গাছতলায় বসে কাজকর্ম সারলেন কালনা ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি সহ কর্মাধ্যক্ষরা । সুবিচার না পাওয়া পর্যন্ত এই প্রতিবাদ চলবে বলে জানিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি । শাসকদলের এই প্রতিবাদকে নাটক বলছে বিরোধীরা ৷

পঞ্চায়েত সমিতির সভাপতি নীলিমা কপ্টি বলেন,"সরকারি প্রকল্পের কাজে আমাদের অন্ধকারে রাখা হচ্ছে । বিরোধীদের সুযোগ করে সরকারকে হেয় করার চেষ্টা চলছে । ব্লক উন্নয়ন আধিকারিকের অফিসের সরকারি কর্মীদের অপমানজনক আচরণের সুবিচার না পেলে আমরা এইভাবে গাছতলায় বসেই মানুষের পরিষেবা দেব ।" কালনা ব্লকের BJP-র সহ সভাপতি সুশান্ত পান্ডে বলেন, "মানুষকে বিভ্রান্ত করার জন্যই গাছতলায় এই নাটক শুরু করেছে ওরা ।"

দেখুন ভিডিয়ো

যদিও সোমবার বিকালে মহকুমাশাসকের অফিসে সমস্যার সমাধানে আলোচনা হয় । বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন বলে জানিয়েছেন মহকুমাশাসক । কালনা মহকুমাশাসক নীতেশ ঢালি বলেন, "একটা ভুল বোঝাবুঝি হয়েছিল । আলোচনার মাধ্যমে মিটমাট হয়েছে । আবার সকলেই একসঙ্গে কাজ করবে ।"

Intro:সরকারি অফিস বয়কট, গাছতলায় কাজকর্ম সারলেন পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষ্যরা

পুলক যশ, কালনা

ব্লক প্রশাসনের সঙ্গে মনোমালিন্যের জেরে সরকারি অফিস বয়কট করে গাছতলায় বসে কাজকর্ম সারলেন
কালনা ২ নং ব্লকের পন্চায়েত সমিতির সভাপতি সহ কর্মাধ্যক্ষরা।এইধরনের অভিনব এক প্রতিবাদে নিন্দার ঝড় উঠেছে বিরোধী শিবিরে।যাই হোক না কেনো সুবিচার না পাওয়া পর্যন্ত এই প্রতিবাদ চলতে থাকবে বলে সাফ জানিয়ে দেন পন্চায়েত সমিতির সভাপতি।
পঞ্চায়েত সমিতির সভাপতি নীলিমা কপ্টি বলেন,‘সরকারী প্রকল্পের কাজে আমাদের অন্ধকারে রাখা হচ্ছে।বিরোধীদের সুযোগ করে সরকারকে হেয় করার চেষ্টা চলছে।এছাড়াও বিডিও-র ষ্টাফদের অপমানসূচক আচরণের সুবিচার না পেলে আমরা এইভাবে গাছতলায় বসেই মানুষের পরিষেবা দেবো।অফিস গাড়ি সবই আমরা বয়কট করেছি।যদিও মহকুমাশাসকের অফিসে বসেই সমস্যার সমাধানে একপ্রস্থ আলোচনাও হয় সোমবার বিকালের দিকে।মহকুমাশাসক বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন বলে জানান।’কালনা মহকুমাশাসক নীতেশ ঢালি বলেন,‘একটা ভুল বোঝাবুঝি হয়েছিলো।আলোচনার মাধ্যমে মিটে গেছে।সকলেই একসঙ্গে কাজ করবে।’

এই বিষয়ে জেলা বিজেপির সহ সভাপতি ধনঞ্জয় হালদার বলেন,‘মানুষকে বিভ্রান্ত করার জন্যই গাছতলার এই নাটক শুরু করেছে ওরা।'Body:সরকারি অফিস বয়কট, গাছতলায় কাজকর্ম সারলেন পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষ্যরা
Conclusion:সরকারি অফিস বয়কট, গাছতলায় কাজকর্ম সারলেন পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষ্যরা
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.