ETV Bharat / state

Jnaneswari fraud : মন্তেশ্বরের পৈতৃক ভিটেতে যাতায়াত ছিল জ্ঞানেশ্বরী দুর্ঘটনায় 'মৃত' অমৃতাভের - amritava chowdhury used to go to native place at manteswar

জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনায় নিজেকে মৃত বলে ঘোষণা করে অনুদান হাতানোয় অভিযুক্ত অমৃতাভ চৌধুরী ৷ জানা গিয়েছে, তিনি গত বছর লকডাউনের সময় থেকে মন্তেশ্বরের পৈতৃক ভিটেতে আসা যাওয়া করতেন ৷

amritava chowdhury used to go to native place at manteswar
মন্তেশ্বরের পৈতৃক ভিটেতে যেতেন জ্ঞানেশ্বরী কাণ্ডে মৃত অমৃতাভ
author img

By

Published : Jun 21, 2021, 1:00 AM IST

Updated : Jun 21, 2021, 4:06 PM IST

মন্তেশ্বর, 21 জুন : জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনায় তাঁর নাকি মৃত্যু হয়েছে ৷ এমনই জেনেছিল গ্রামের বাসিন্দারা ৷ কিন্তু অমৃতাভ চৌধুরীকে তাঁর পৈতৃক ভিটেতে আসতে দেখে পাড়ার লোকজন অবাক হয়েছিলেন । তবে মা তাঁর ছেলেকে ফিরে পেয়েছেন এই ভেবে এলাকার মানুষ খুশিও হয়েছিলেন । কিন্তু তাঁরা জানতেন না তাঁর বোনের রেলে চাকরি হয়েছে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনায় অমৃতাভকে মৃত প্রমাণ করে । সঙ্গে আর্থিক সাহায্য হাতিয়েছেন অমৃতাভ ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বছর লকডাউনের সময় থেকে অমৃতাভ তাঁর পৈতৃক ভিটেতে যাতায়াত শুরু করেন । এমনকী তাঁর নিজের বানানো চারতলা বাড়ির নিচে থাকা তিনটি দোকান চড়া দামে ব্যবসায়ীদের বিক্রি করেছেন । এলাকার মানুষ অবাক হন যখন জানতে পারেন অমৃতাভ চৌধুরী রেলের কাছ থেকে চার লাখ টাকা অনুদান নিয়েছেন। শুধু তাই নয়, মন্তেশ্বর এলাকায় অমৃতাভ প্রমোটিংয়ের ব্যবসা শুরু করেছিলেন বলে জানা গিয়েছে ।

স্থানীয় বাসিন্দা দেবকীনন্দন পাল বলেন, "গত এক বছর ধরে অমৃতাভ মন্তেশ্বরে যাতায়াত শুরু করেছেন । যখন এতদিন পরে তাঁকে দেখলাম তখন মৃত ব্যক্তিকে জীবিত দেখে হতভম্ব হয়ে গিয়েছিলাম । যেহেতু তাঁর এই এলাকায় পৈতৃক ভিটে তাই আমরা আনন্দ পেয়েছিলাম এই ভেবে যে মা তাঁর সন্তানকে ফিরে পেয়েছেন ।"

আরও পড়ুন : বিধায়ক হয়েও পৌর প্রশাসকের চেয়ারে, কালনায় সরব প্রাক্তন কাউন্সিলররা

উল্লেখ্য, 2010 সালের 28 মে রাতে পশ্চিম মেদিনীপুরে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ যায় 148 জনের ৷ মৃতদের পরিবারগুলিকে 4 লাখ টাকা আর্থিক সাহায্য ও একজনকে চাকরি দেবে বলে ঘোষণা করে রেল ৷ কিন্ত সেই মৃতদের তালিকায় অমৃতাভ চৌধুরীর নাম না থাকা সত্ত্বেও ভুয়ো ডিএনএ রিপোর্ট, ভুয়ো ডেথ সার্টিফিকেট ও ভুয়ো নথিপত্র দেখিয়ে বোনকে রেলের চাকরি ও অনুদান আদায় করে বলে অভিযোগ ৷ রেলের অডিটে অসঙ্গতি দেখা গেলে বিষয়টি সামনে আসে ৷ শনিবার কলকাতার জোড়াবাগান থেকে সিবিআই তাঁকে আটক করে ৷ ষড়যন্ত্রে যুক্ত থাকার কারণে আটক করা হয় তাঁর বাবাকেও ৷

মন্তেশ্বর, 21 জুন : জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনায় তাঁর নাকি মৃত্যু হয়েছে ৷ এমনই জেনেছিল গ্রামের বাসিন্দারা ৷ কিন্তু অমৃতাভ চৌধুরীকে তাঁর পৈতৃক ভিটেতে আসতে দেখে পাড়ার লোকজন অবাক হয়েছিলেন । তবে মা তাঁর ছেলেকে ফিরে পেয়েছেন এই ভেবে এলাকার মানুষ খুশিও হয়েছিলেন । কিন্তু তাঁরা জানতেন না তাঁর বোনের রেলে চাকরি হয়েছে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনায় অমৃতাভকে মৃত প্রমাণ করে । সঙ্গে আর্থিক সাহায্য হাতিয়েছেন অমৃতাভ ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বছর লকডাউনের সময় থেকে অমৃতাভ তাঁর পৈতৃক ভিটেতে যাতায়াত শুরু করেন । এমনকী তাঁর নিজের বানানো চারতলা বাড়ির নিচে থাকা তিনটি দোকান চড়া দামে ব্যবসায়ীদের বিক্রি করেছেন । এলাকার মানুষ অবাক হন যখন জানতে পারেন অমৃতাভ চৌধুরী রেলের কাছ থেকে চার লাখ টাকা অনুদান নিয়েছেন। শুধু তাই নয়, মন্তেশ্বর এলাকায় অমৃতাভ প্রমোটিংয়ের ব্যবসা শুরু করেছিলেন বলে জানা গিয়েছে ।

স্থানীয় বাসিন্দা দেবকীনন্দন পাল বলেন, "গত এক বছর ধরে অমৃতাভ মন্তেশ্বরে যাতায়াত শুরু করেছেন । যখন এতদিন পরে তাঁকে দেখলাম তখন মৃত ব্যক্তিকে জীবিত দেখে হতভম্ব হয়ে গিয়েছিলাম । যেহেতু তাঁর এই এলাকায় পৈতৃক ভিটে তাই আমরা আনন্দ পেয়েছিলাম এই ভেবে যে মা তাঁর সন্তানকে ফিরে পেয়েছেন ।"

আরও পড়ুন : বিধায়ক হয়েও পৌর প্রশাসকের চেয়ারে, কালনায় সরব প্রাক্তন কাউন্সিলররা

উল্লেখ্য, 2010 সালের 28 মে রাতে পশ্চিম মেদিনীপুরে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ যায় 148 জনের ৷ মৃতদের পরিবারগুলিকে 4 লাখ টাকা আর্থিক সাহায্য ও একজনকে চাকরি দেবে বলে ঘোষণা করে রেল ৷ কিন্ত সেই মৃতদের তালিকায় অমৃতাভ চৌধুরীর নাম না থাকা সত্ত্বেও ভুয়ো ডিএনএ রিপোর্ট, ভুয়ো ডেথ সার্টিফিকেট ও ভুয়ো নথিপত্র দেখিয়ে বোনকে রেলের চাকরি ও অনুদান আদায় করে বলে অভিযোগ ৷ রেলের অডিটে অসঙ্গতি দেখা গেলে বিষয়টি সামনে আসে ৷ শনিবার কলকাতার জোড়াবাগান থেকে সিবিআই তাঁকে আটক করে ৷ ষড়যন্ত্রে যুক্ত থাকার কারণে আটক করা হয় তাঁর বাবাকেও ৷

Last Updated : Jun 21, 2021, 4:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.