ETV Bharat / state

সামনের বৈশাখে বিয়ের ঠিক হয়েছিল মৃত সুরজিতের - সহকর্মীর গুলিতে মৃত জওয়ান

সামনের বৈশাখেই ঠিক হয়েছিল বিয়ে । কিন্তু তার আগেই বাড়ির ছেলের মৃত্যুর খবর আসায় শোকের ছায়া নামল পরিবারে ।

surojit
সুরজিত
author img

By

Published : Dec 4, 2019, 11:13 PM IST

পূর্বস্থলী, 4 ডিসেম্বর : সামনের বৈশাখেই বিয়ের ঠিক হয়েছিল । সেইমতো তোড়জোড় শুরু করেছিল পরিবার । কিন্তু তার আগেই বাড়ির ছেলের মৃত্যুর খবর আসায় শোকের ছায়া নামল পরিবারে ।

পূর্বস্থলী 1 নম্বর ব্লকের নাদনঘাট থানার উত্তর শ্রীরামপুরের ঘোষপাড়ার বাসিন্দা সুরজিৎ সরকার । বয়স 25 । বর্তমানে ছত্তিশগড়ের নারায়ণপুরের বস্তারে কর্মরত ছিলেন ।

গতকাল ছত্তিশগড়ের নারায়ণপুরে মাসুদুল রহমান(33) নামে এক ITBP জওয়ান পাঁচ সহকর্মীকে গুলি করে । ঘটনাস্থানেই মৃত্যু হয় চার জনের । পরে আত্মঘাতী হন মাসুদুল । এই ঘটনায় জখম হয় আরও তিন জওয়ান । তাদের হাসপাতালে নিয়ে যাওয়ার পথে একজনের মৃত্যু হয় । মাসুদুলের গুলিতে মৃত পাঁচ জওয়ানের মধ্যে একজন ছিলেন সুরজিৎ ।

কান্নায় ভেঙে পড়েছেন সুরজিতের মা

ছেলের মৃত্যুর খবর পেতেই কান্নায় ভেঙে পড়েন সুরজিতের বাবা, পেশয়া তাঁত শিল্পী পীযূষ সরকার ও মা পার্বতী সরকার । সামনের বৈশাখ মাসে বিয়ে ঠিক হয়েছিল সুরজিতের । তাই ছেলে ও বউমার জন্য বাড়ির পাশে নতুন একটি বাড়ি নির্মাণের কাজ শুরু করা হয় । কিন্তু তার মধ্যেই ছেলের মৃত্যুর খবরে দিশেহারা হয়ে পড়েছে পরিবারের লোকজন ।

পূর্বস্থলী, 4 ডিসেম্বর : সামনের বৈশাখেই বিয়ের ঠিক হয়েছিল । সেইমতো তোড়জোড় শুরু করেছিল পরিবার । কিন্তু তার আগেই বাড়ির ছেলের মৃত্যুর খবর আসায় শোকের ছায়া নামল পরিবারে ।

পূর্বস্থলী 1 নম্বর ব্লকের নাদনঘাট থানার উত্তর শ্রীরামপুরের ঘোষপাড়ার বাসিন্দা সুরজিৎ সরকার । বয়স 25 । বর্তমানে ছত্তিশগড়ের নারায়ণপুরের বস্তারে কর্মরত ছিলেন ।

গতকাল ছত্তিশগড়ের নারায়ণপুরে মাসুদুল রহমান(33) নামে এক ITBP জওয়ান পাঁচ সহকর্মীকে গুলি করে । ঘটনাস্থানেই মৃত্যু হয় চার জনের । পরে আত্মঘাতী হন মাসুদুল । এই ঘটনায় জখম হয় আরও তিন জওয়ান । তাদের হাসপাতালে নিয়ে যাওয়ার পথে একজনের মৃত্যু হয় । মাসুদুলের গুলিতে মৃত পাঁচ জওয়ানের মধ্যে একজন ছিলেন সুরজিৎ ।

কান্নায় ভেঙে পড়েছেন সুরজিতের মা

ছেলের মৃত্যুর খবর পেতেই কান্নায় ভেঙে পড়েন সুরজিতের বাবা, পেশয়া তাঁত শিল্পী পীযূষ সরকার ও মা পার্বতী সরকার । সামনের বৈশাখ মাসে বিয়ে ঠিক হয়েছিল সুরজিতের । তাই ছেলে ও বউমার জন্য বাড়ির পাশে নতুন একটি বাড়ি নির্মাণের কাজ শুরু করা হয় । কিন্তু তার মধ্যেই ছেলের মৃত্যুর খবরে দিশেহারা হয়ে পড়েছে পরিবারের লোকজন ।

Intro:বৈশাখেই বিয়ের ঠিক হয়েছিল সুরজিতের, এলো মৃত্যুর খবর

সন্তোষ দাস, পূর্বস্থলী

বৈশাখ মাসে বিয়ের ঠিক হয়েছিল সুরজিতের। বুধবার ছত্তিসগড়ে সহকর্মীর সার্ভিস রিভলবারের ছোড়া গুলিতে প্রাণ যায় তার। আর সেই খবর ছড়িয়ে পড়তেই পূর্বস্থলীর বাড়িতে নেমে এলো শোকের ছায়া।
মৃত ওই জওয়ানের নাম সুরজিৎ সরকার(২৫)।তার বাড়ি পূর্বস্থলী ১ ব্লকের নাদনঘাট থানার উত্তর শ্রীরামপুরের ঘোষপাড়ায়।
স্থানীয় ও মৃত জওয়ানের পরিবারসূত্রে জানা যায় যে,বুধবার বৈদ্যুতিন মাধ্যমের মাধ্যমে তারা জানতে পারেন পঁচিশ বছর বয়সী যুবক জওয়ান সুরজিৎ সরকারের মৃত্যুর খবর।বৈদ্যুতিন মাধ্যমসূত্রে জানা যায় যে,ছত্তিসগড়ের নারায়নগড়ের ক্যাম্পে আইটিবিপির জওয়ান নদীয়ার বাসিন্দা মাসিদুর রহমান তার সহকর্মীদের লক্ষ্য করে গুলি ছোড়ে।আর সেই ঘটনায় পূর্ব বর্ধমান জেলার উত্তর শ্রীরামপুরের বাসিন্দা সুরজিতের মৃত্যু হয়। এই খবর পেয়েই কান্নায় ভেঙ্গে পড়েন তাঁত শিল্পী বাবা পীযূস সরকার ও মা পার্বতী সরকার।যদিও সরকারি ভাবে ওই পরিবারকে এখনো ঘটনার কথা জানানো হয়নি।

স্থানীয় ও মৃতের পরিবারসূত্রে জানা যায় যে,সুরজিৎ রাসের সময় বাড়ি এসে বেশ কয়েকদিন ছিলো।সামনের বৈশাখ মাসে তার বিয়ের দিনও স্থির হয়েছিলো।তাই বাড়ির পাশেই নতুন করে আরো একটি বিল্ডিং তৈরীর কাজও চলছিলো।এর মধ্যে এই খবরে এলাকায় নেমে আসে শোকের ছায়া।Body:বৈশাখেই বিয়ের ঠিক হয়েছিল সুরজিতের, এলো মৃত্যুর খবরConclusion:বৈশাখেই বিয়ের ঠিক হয়েছিল সুরজিতের, এলো মৃত্যুর খবর
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.