ETV Bharat / state

দুবরাজপুরে গুলি চালানোর ঘটনায় জখম ব্যক্তির মৃত্যু - বর্ধমান

দুবরাজপুরে গুলি চালানোর ঘটনায় জখম হয়েছিলেন নুর উদ্দিন খান ৷ অবস্থার অবনতি হওয়ায় বীরভূম থেকে বর্ধমান মেডিকেলে স্থানান্তরিত করা হয় ৷ গতকাল মৃত্যু হল তাঁর ৷

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী
author img

By

Published : Dec 1, 2019, 7:42 PM IST

Updated : Dec 1, 2019, 11:54 PM IST

বর্ধমান, 1 ডিসেম্বর : দুবরাজপুর থানার চিৎপুর গ্রামে গুলি চালানোর ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন এক ব্যক্তি ৷ অবস্থার অবনতি হওয়ায় বীরভূম থেকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ গত রাতে মৃত্যু হয় তাঁর ৷

মৃত ব্যক্তির নাম নুরউদ্দিন খান (25) ৷ বাড়ি বীরভূমের দুবরাজপুরের চিৎপুর এলাকায় ৷ তাঁর বাবা লালচাঁদ খান তৃণমূল কংগ্রেসের কর্মী ৷ ওই এলাকায় মসজিদ কমিটির জমি দেখাশোনার ডাক কারা পাবে, তা নিয়ে গ্রামে সালিশি সভা বসেছিল ৷ সেই সভাতে তৃণমূলের অন্য গোষ্ঠী এলোপাথাড়ি গুলি চালায় বলে অভিযোগ ৷ ঘটনায় গুলিবিদ্ধ হন নুর উদ্দিন ৷

চিৎপুরে তৃণমূল নেতা সাব্বির খাঁ ও ইসলাম খাঁ'র দ্বন্দ্ব দীর্ঘদিনের ৷ বেআইনি কয়লার দখলদারি ও গ্রামে 100 দিনের কাজের দখলদারিতে কার কর্তৃত্ব থাকবে মূলত এই নিয়েই দ্বন্দ্ব ৷ তা মেটাতেই সালিশি সভা ডাকা হয়েছিল ৷ দু'পক্ষের লোকজন সভায় জমায়েত হয় ৷ তারপর শুরু বচসা, পরে হাতাহাতি ৷ তারপরই শুরু বোমাবাজি ৷ ঘটনায় দু'জন মহিলা সহ জখম হন ন'জন ৷

দেখুন ভিডিয়ো

মৃতের পরিবারের তরফে জানানো হয়েছে, ধান জমি পাহারা দেওয়ার বরাত কাকে দেওয়া হবে, তার জেরেই তৃণমূলের অন্য গোষ্ঠীর লোকজন এলোপাথাড়ি গুলি চালিয়েছে ৷

বর্ধমান, 1 ডিসেম্বর : দুবরাজপুর থানার চিৎপুর গ্রামে গুলি চালানোর ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন এক ব্যক্তি ৷ অবস্থার অবনতি হওয়ায় বীরভূম থেকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ গত রাতে মৃত্যু হয় তাঁর ৷

মৃত ব্যক্তির নাম নুরউদ্দিন খান (25) ৷ বাড়ি বীরভূমের দুবরাজপুরের চিৎপুর এলাকায় ৷ তাঁর বাবা লালচাঁদ খান তৃণমূল কংগ্রেসের কর্মী ৷ ওই এলাকায় মসজিদ কমিটির জমি দেখাশোনার ডাক কারা পাবে, তা নিয়ে গ্রামে সালিশি সভা বসেছিল ৷ সেই সভাতে তৃণমূলের অন্য গোষ্ঠী এলোপাথাড়ি গুলি চালায় বলে অভিযোগ ৷ ঘটনায় গুলিবিদ্ধ হন নুর উদ্দিন ৷

চিৎপুরে তৃণমূল নেতা সাব্বির খাঁ ও ইসলাম খাঁ'র দ্বন্দ্ব দীর্ঘদিনের ৷ বেআইনি কয়লার দখলদারি ও গ্রামে 100 দিনের কাজের দখলদারিতে কার কর্তৃত্ব থাকবে মূলত এই নিয়েই দ্বন্দ্ব ৷ তা মেটাতেই সালিশি সভা ডাকা হয়েছিল ৷ দু'পক্ষের লোকজন সভায় জমায়েত হয় ৷ তারপর শুরু বচসা, পরে হাতাহাতি ৷ তারপরই শুরু বোমাবাজি ৷ ঘটনায় দু'জন মহিলা সহ জখম হন ন'জন ৷

দেখুন ভিডিয়ো

মৃতের পরিবারের তরফে জানানো হয়েছে, ধান জমি পাহারা দেওয়ার বরাত কাকে দেওয়া হবে, তার জেরেই তৃণমূলের অন্য গোষ্ঠীর লোকজন এলোপাথাড়ি গুলি চালিয়েছে ৷

Intro:দুবরাজপুরে গুলি চালনার ঘটনায় বর্ধমান মেডিকেলে মৃত্যু হল এক জনের

পুলক যশ, বর্ধমান


গুলিবিদ্ধ অবস্থায় বর্ধমান মেডিকেলে মৃত্যু হল এক যুবকের।তার নাম নুর উদ্দিন খান(২৫)। তার বাড়ি বীরভূমের দুবরাজপুরের চিতপুর এলাকায়। ২৯ নভেম্বর রাতে তাকে বীরভূম থেকে বর্ধমান মেডিকেলে ভরতি করা হয়। গতকাল রাতে তার মৃত্যু হয়। তার পরিবার সূত্রে জানা গেছে, তার বাবা লালচাঁদ খান তৃণমূল কংগ্রেসের কর্মী। ওই এলাকায় মসজিদ কমিটির জমি দেখাশোনার ডাক কারা পাবে তা নিয়ে গ্রামে সালিশি সভা বসেছিল। সেই সভাতে তৃণমূল কংগ্রেসের অন্য গোষ্ঠী এলোপাথাড়ি গুলি চালায় বলে অভিযোগ। সেখানে গুলিবিদ্ধ হয়ে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি হন নুর উদ্দিন। সেখানে তার মৃত্যু হয়।

প্রসঙ্গত, তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্ব মেটাতে সালিশি সভা বসেছিল দুবরাজপুর থানার চিৎপুর গ্রামে।গ্রামে তৃণমূল নেতা সাব্বির খাঁ ও ইসলাম খাঁ-এর মধ্যে দ্বন্দ্ব দীর্ঘদিনের। বেআইনি কয়লার দখলদারিও গ্রামের ১০০ দিনের কাজের দখলদারিতে কার কর্তৃত্ব থাকবে মূলত এই নিয়েই দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব মেটাতে ডাকা হয়েছিল সালিশি সভা। সেই মত দুপক্ষের লোকজন সভায় জমায়েত হয়৷ সভায় বচসার জেরে প্রথমে হাতাহাতি বেঁধে যায়। পরে দুপক্ষের আশ্রিত দুষ্কৃতিদের মধ্যে শুরু হয় ব্যপক বোমাবাজি। ঘটনায় দুজন মহিলা সহ জখম হন ৯ জন। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী, কমব্যাট ফোর্স গ্রামে পোঁছায়।

এদিন অবশ্য মৃতের পরিবার দাবি করেছে ধান জমি পাহারা দেওয়ার ডাক কাকে দেওয়া হবে তার জেরেই তৃণমূল কংগ্রেসের অন্য গোষ্ঠী এলোপাথাড়ি গুলি চালিয়েছিল।

বাইট - আবু তাহের খান Body:দুবরাজপুরে গুলি চালনার ঘটনায় বর্ধমান মেডিকেলে মৃত্যু হল এক জনের
Conclusion:দুবরাজপুরে গুলি চালনার ঘটনায় বর্ধমান মেডিকেলে মৃত্যু হল এক জনের
Last Updated : Dec 1, 2019, 11:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.