বর্ধমান, 1 ডিসেম্বর : দুবরাজপুর থানার চিৎপুর গ্রামে গুলি চালানোর ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন এক ব্যক্তি ৷ অবস্থার অবনতি হওয়ায় বীরভূম থেকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ গত রাতে মৃত্যু হয় তাঁর ৷
মৃত ব্যক্তির নাম নুরউদ্দিন খান (25) ৷ বাড়ি বীরভূমের দুবরাজপুরের চিৎপুর এলাকায় ৷ তাঁর বাবা লালচাঁদ খান তৃণমূল কংগ্রেসের কর্মী ৷ ওই এলাকায় মসজিদ কমিটির জমি দেখাশোনার ডাক কারা পাবে, তা নিয়ে গ্রামে সালিশি সভা বসেছিল ৷ সেই সভাতে তৃণমূলের অন্য গোষ্ঠী এলোপাথাড়ি গুলি চালায় বলে অভিযোগ ৷ ঘটনায় গুলিবিদ্ধ হন নুর উদ্দিন ৷
চিৎপুরে তৃণমূল নেতা সাব্বির খাঁ ও ইসলাম খাঁ'র দ্বন্দ্ব দীর্ঘদিনের ৷ বেআইনি কয়লার দখলদারি ও গ্রামে 100 দিনের কাজের দখলদারিতে কার কর্তৃত্ব থাকবে মূলত এই নিয়েই দ্বন্দ্ব ৷ তা মেটাতেই সালিশি সভা ডাকা হয়েছিল ৷ দু'পক্ষের লোকজন সভায় জমায়েত হয় ৷ তারপর শুরু বচসা, পরে হাতাহাতি ৷ তারপরই শুরু বোমাবাজি ৷ ঘটনায় দু'জন মহিলা সহ জখম হন ন'জন ৷
মৃতের পরিবারের তরফে জানানো হয়েছে, ধান জমি পাহারা দেওয়ার বরাত কাকে দেওয়া হবে, তার জেরেই তৃণমূলের অন্য গোষ্ঠীর লোকজন এলোপাথাড়ি গুলি চালিয়েছে ৷