ETV Bharat / state

আসতে পারে উম্পুন , ধান কাটার লোক না পেয়ে সমস্যায় চাষিরা - ঘূর্ণিঝড়

আসতে পারে উম্পুন ঘূর্ণিঝড় । চাষিদের আগাম সতর্ক করা হয়েছে । ধান কেটে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে ।

umpun
উম্পুন
author img

By

Published : Apr 30, 2020, 2:01 PM IST

বর্ধমান, 30 এপ্রিল: এপ্রিল মাসের শেষে কিংবা মে মাসের শুরুতে আসতে পারে ঘূর্ণিঝড় উম্পুন । ইতিমধ্যেই কৃষি বিভাগের পক্ষ থেকে বিষয়টি নিয়ে চাষিদের সতর্ক করা হয়েছে ।

পূর্ব বর্ধমানের গলসি এক নম্বর ব্লকে কৃষি বিভাগ থেকে চাষিদের জানানো হয়েছে, এপ্রিলের শেষ অথবা মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে পশ্চিমবঙ্গে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় উম্পুন । তাই যত তাড়াতাড়ি সম্ভব বোরো ধান কেটে ফেলার জন্য অনুরোধ করা হয়েছে ।

অন্যদিকে কৃষি বিভাগের এই ঘোষণার পর সমস্যায় পড়েছেন চাষিরা । লকডাউনের জেরে শ্রমিক পাওয়া যাচ্ছে না । ফলে, কীভাবে তাঁরা এই ধান কাটানোর কাজ করবেন তা নিয়ে চিন্তায় পড়েছেন । আগেও বেশ কয়েকটি ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন চাষিরা । নষ্ট হয়েছে ফসল ।

বর্ধমান, 30 এপ্রিল: এপ্রিল মাসের শেষে কিংবা মে মাসের শুরুতে আসতে পারে ঘূর্ণিঝড় উম্পুন । ইতিমধ্যেই কৃষি বিভাগের পক্ষ থেকে বিষয়টি নিয়ে চাষিদের সতর্ক করা হয়েছে ।

পূর্ব বর্ধমানের গলসি এক নম্বর ব্লকে কৃষি বিভাগ থেকে চাষিদের জানানো হয়েছে, এপ্রিলের শেষ অথবা মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে পশ্চিমবঙ্গে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় উম্পুন । তাই যত তাড়াতাড়ি সম্ভব বোরো ধান কেটে ফেলার জন্য অনুরোধ করা হয়েছে ।

অন্যদিকে কৃষি বিভাগের এই ঘোষণার পর সমস্যায় পড়েছেন চাষিরা । লকডাউনের জেরে শ্রমিক পাওয়া যাচ্ছে না । ফলে, কীভাবে তাঁরা এই ধান কাটানোর কাজ করবেন তা নিয়ে চিন্তায় পড়েছেন । আগেও বেশ কয়েকটি ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন চাষিরা । নষ্ট হয়েছে ফসল ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.