ETV Bharat / state

Illegal Arms Factory : কাটোয়ায় বেআইনি অস্ত্র কারখানার হদিস - east bardhaman

বেআইনি অস্ত্র কারখানার হদিস পেল কাটোয়া থানার পুলিশ । মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার লোহাপোতা গ্রামে রমজান আলি নামে এক ব্যক্তির বাড়িতে পুলিশ অভিযান চালায় । সেখান থেকে উদ্ধার করা হয় অস্ত্র তৈরির নানা সরঞ্জামও ৷

ARMS FACTORY KATWA
কাটোয়ায় হদিস পাওয়া গেল বেআইনি অস্ত্র কারখানার
author img

By

Published : Aug 4, 2021, 10:13 AM IST

কাটোয়া, 4 অগস্ট : রাজ্যে অস্ত্র কারখানার হদিস পাওয়ার ঘটনা নতুন নয় ৷ এর আগেও বহু অস্ত্র কারখানার হদিস মিলেছে ৷ এবার বেআইনি অস্ত্র কারখানার হদিস পেল কাটোয়া থানার পুলিশ । মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার লোহাপোতা গ্রামে রমজান আলি নামে এক ব্যক্তির বাড়িতে পুলিশ অভিযান চালায় । সেখান থেকে তিনটি বেআইনি অস্ত্রসহ 17 রাউন্ড গুলি ও প্রচুর পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ ।

কাটোয়ার প্রত্যন্ত একটা গ্রাম লোহাপোতা । সেই গ্রামের বাসিন্দা রমজান আলি শেখ । মূলত ডেকরেটার্সের জিনিসপত্র ভাড়া দিতেন তিনি । সবাই তাঁকে ডেকরেটার্স ব্যবসায়ী হিসেবেই চেনেন । গোপন সূত্রে, পুলিশ জানতে পারে ওই বাড়িতে অস্ত্র তৈরি করা হচ্ছে গত কয়েকদিন ধরে । সেইমতো এদিন রমজানের বাড়িতে পুলিশ অভিযান চালায় । সেখানে গিয়ে পুলিশ দেখতে পায় রীতিমতো ছোটখাটো কারখানা । সেখান থেকে উদ্ধার হয় বেশকিছু অর্ধেক তৈরি হওয়া অস্ত্রও । এছাড়াও মিলেছে গ্যাস সিলিন্ডার, লোহার পাইপ, বেশকিছু যন্ত্রাংশ, স্প্রিং,স্ক্রু সহ অস্ত্র তৈরির একাধিক সরঞ্জাম ।

আরও পড়ুন: ফরওয়ার্ড ব্লক ছেড়ে তৃণমূলে, বিজেপি হয়ে আবারও কি ‘দিদি’র দলে সুনীল মণ্ডল ?

রমজান কেন এই অস্ত্র তৈরি করত, কাদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে ৷ বিহারের মুঙ্গেরের সঙ্গে তার কোনও যোগসাজশ ছিল কি না সবকিছুই খতিয়ে দেখছে পুলিশ । পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) ধ্রুব দাস বলেন, "রমজান আলির বাড়িতে অভিযান চালিয়ে বেশকিছু অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে । ওই ব্যক্তি পালিয়ে গিয়েছে । ওই ব্যক্তির সঙ্গে ভিন রাজ্যের অস্ত্র পাচার চক্রের কোনও যোগাসাজশ আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে ।"

কাটোয়া, 4 অগস্ট : রাজ্যে অস্ত্র কারখানার হদিস পাওয়ার ঘটনা নতুন নয় ৷ এর আগেও বহু অস্ত্র কারখানার হদিস মিলেছে ৷ এবার বেআইনি অস্ত্র কারখানার হদিস পেল কাটোয়া থানার পুলিশ । মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার লোহাপোতা গ্রামে রমজান আলি নামে এক ব্যক্তির বাড়িতে পুলিশ অভিযান চালায় । সেখান থেকে তিনটি বেআইনি অস্ত্রসহ 17 রাউন্ড গুলি ও প্রচুর পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ ।

কাটোয়ার প্রত্যন্ত একটা গ্রাম লোহাপোতা । সেই গ্রামের বাসিন্দা রমজান আলি শেখ । মূলত ডেকরেটার্সের জিনিসপত্র ভাড়া দিতেন তিনি । সবাই তাঁকে ডেকরেটার্স ব্যবসায়ী হিসেবেই চেনেন । গোপন সূত্রে, পুলিশ জানতে পারে ওই বাড়িতে অস্ত্র তৈরি করা হচ্ছে গত কয়েকদিন ধরে । সেইমতো এদিন রমজানের বাড়িতে পুলিশ অভিযান চালায় । সেখানে গিয়ে পুলিশ দেখতে পায় রীতিমতো ছোটখাটো কারখানা । সেখান থেকে উদ্ধার হয় বেশকিছু অর্ধেক তৈরি হওয়া অস্ত্রও । এছাড়াও মিলেছে গ্যাস সিলিন্ডার, লোহার পাইপ, বেশকিছু যন্ত্রাংশ, স্প্রিং,স্ক্রু সহ অস্ত্র তৈরির একাধিক সরঞ্জাম ।

আরও পড়ুন: ফরওয়ার্ড ব্লক ছেড়ে তৃণমূলে, বিজেপি হয়ে আবারও কি ‘দিদি’র দলে সুনীল মণ্ডল ?

রমজান কেন এই অস্ত্র তৈরি করত, কাদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে ৷ বিহারের মুঙ্গেরের সঙ্গে তার কোনও যোগসাজশ ছিল কি না সবকিছুই খতিয়ে দেখছে পুলিশ । পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) ধ্রুব দাস বলেন, "রমজান আলির বাড়িতে অভিযান চালিয়ে বেশকিছু অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে । ওই ব্যক্তি পালিয়ে গিয়েছে । ওই ব্যক্তির সঙ্গে ভিন রাজ্যের অস্ত্র পাচার চক্রের কোনও যোগাসাজশ আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.