ETV Bharat / state

Katwa Heroin: কাটোয়া থেকে উদ্ধার কয়েক কোটি টাকার হেরোইন - কাটোয়া হেরোইন

কাটোয়া থেকে উদ্ধার হল কয়েক কোটি টাকা মূল্যের হেরোইন ৷ চারজনকে আটক করেছে পুলিশ (Katwa Heroin) ৷

Katwa Heroin News
কাটোয়া থেকে উদ্ধার কয়েক কোটি টাকার হেরোইন
author img

By

Published : Jul 16, 2022, 9:27 PM IST

কাটোয়া, 16 জুলাই: ফের বর্ধমানের কাটোয়া থেকে মিলল বিপুল পরিমাণ হেরোইন । সেই সঙ্গে খোঁজ মিলেছে একটা কারখানার । সেখান থেকে এসটিএফ চারজনকে আটক করেছে (Katwa Heroin) । যে পরিমাণ হেরোইন উদ্ধার করা হয়েছে তার বাজার মূল্য প্রায় কয়েক কোটি টাকা ।

এসটিএফ সূত্রে জানা গিয়েছে, শনিবার গোপন সূত্রে খবর পেয়ে বিশেষ অভিযান চালায় এসটিএফ-এর একটি দল । তারা কাটোয়ার রাজুয়া এলাকায় একটা বাড়ির হদিশ পায় । সেখানে গিয়ে তারা বেশকিছু পরিমাণ হেরোইন উদ্ধার করে । পাশাপাশি হেরোইন তৈরির জন্য বেশকিছু সরঞ্জাম তারা বাজেয়াপ্ত করে । সব মিলিয়ে উদ্বার হওয়া হেরোইনের বাজার মূল্য প্রায় কয়েক কোটি টাকা । এসটিএফ সেই কারখানার মালিক গোলাম মোর্শেদ-সহ মোট চারজনকে আটক করেছে ।

আরও পড়ুন : হেরোইন ও গাঁজা-সহ পুলিশের জালে দুই পাচারকারী

জানা গিয়েছে, কারখানা মালিক গোলাম মোর্শেদ নিজেকে প্রাক্তন ভারতীয় নৌবাহিনীর অফিসার বলে পরিচয় দিত । তার বাড়িতেই হেরোইন তৈরির যাবতীয় সরঞ্জাম রাখা ছিল এবং সেখানে তিন ব্যক্তি কাজ করতে আসতেন । তিনজনকেই আটক করেছে এসটিএফ । ওই তিনজনই ভিন জেলা থেকে আসত । মণিপুর-সহ পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য থেকে হেরোইন তৈরির যাবতীয় উপকরণ গোলাম মোর্শেদ আমদানি করত ৷ তারপর হিরোইন তৈরির পর তার বিভিন্ন বাহকের মাধ্যমে ভিন রাজ্যে পৌঁছে যেত । এই ঘটনায় কারা জড়িত আছে তা খতিয়ে দেখছে এসটিএফ ।

কাটোয়া, 16 জুলাই: ফের বর্ধমানের কাটোয়া থেকে মিলল বিপুল পরিমাণ হেরোইন । সেই সঙ্গে খোঁজ মিলেছে একটা কারখানার । সেখান থেকে এসটিএফ চারজনকে আটক করেছে (Katwa Heroin) । যে পরিমাণ হেরোইন উদ্ধার করা হয়েছে তার বাজার মূল্য প্রায় কয়েক কোটি টাকা ।

এসটিএফ সূত্রে জানা গিয়েছে, শনিবার গোপন সূত্রে খবর পেয়ে বিশেষ অভিযান চালায় এসটিএফ-এর একটি দল । তারা কাটোয়ার রাজুয়া এলাকায় একটা বাড়ির হদিশ পায় । সেখানে গিয়ে তারা বেশকিছু পরিমাণ হেরোইন উদ্ধার করে । পাশাপাশি হেরোইন তৈরির জন্য বেশকিছু সরঞ্জাম তারা বাজেয়াপ্ত করে । সব মিলিয়ে উদ্বার হওয়া হেরোইনের বাজার মূল্য প্রায় কয়েক কোটি টাকা । এসটিএফ সেই কারখানার মালিক গোলাম মোর্শেদ-সহ মোট চারজনকে আটক করেছে ।

আরও পড়ুন : হেরোইন ও গাঁজা-সহ পুলিশের জালে দুই পাচারকারী

জানা গিয়েছে, কারখানা মালিক গোলাম মোর্শেদ নিজেকে প্রাক্তন ভারতীয় নৌবাহিনীর অফিসার বলে পরিচয় দিত । তার বাড়িতেই হেরোইন তৈরির যাবতীয় সরঞ্জাম রাখা ছিল এবং সেখানে তিন ব্যক্তি কাজ করতে আসতেন । তিনজনকেই আটক করেছে এসটিএফ । ওই তিনজনই ভিন জেলা থেকে আসত । মণিপুর-সহ পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য থেকে হেরোইন তৈরির যাবতীয় উপকরণ গোলাম মোর্শেদ আমদানি করত ৷ তারপর হিরোইন তৈরির পর তার বিভিন্ন বাহকের মাধ্যমে ভিন রাজ্যে পৌঁছে যেত । এই ঘটনায় কারা জড়িত আছে তা খতিয়ে দেখছে এসটিএফ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.