ETV Bharat / state

'সিরিয়াল কিলার' শওহরের কাছ থেকে কোনও দিনই খারাপ ব্যবহার পাননি জাহানারা

2018 সাল থেকে মোট 6 টি খুনের ঘটনা প্রকাশ্যে আসে । যদিও তার আগে 2013 সালে আরও দু'জনকে খুন করেছিল বলে জানায় পুলিশ । এছাড়াও ওই বছরই বেশ কয়েকবার চুরি করতে গিয়ে ধরা পড়ে কামরুজ্জামান ।

author img

By

Published : Jun 5, 2019, 11:12 PM IST

Updated : Jun 5, 2019, 11:20 PM IST

কঠিন শাস্তি চান জাহানারা

কালনা, 5 জুন : চড় তো দূরের কথা । বিয়ের পর থেকে বিন্দুমাত্র খারাপ ব্যবহার করেনি । এহেন আপাত ভালো মানুষ শওহর কামরুজ্জামানই নাকি সিরিয়াল কিলার ! খবরটা শোনার পর থেকে যেন কানকেও বিশ্বাস করতে পারছিলেন না স্ত্রী জাহানারা বিবি ।

কিন্তু, তাও তিনি শক্ত । শওহরের অপরাধ প্রমাণিত হলে কঠিন শাস্তিই চান জাহানারা । এলাকাবাসীরাও চান, ফাঁসি হোক কামরুজ্জামানের ।

2018 থেকে মোট 6 টি খুন । যদিও তার আগে 2013 সালে আরও দু'জনকে খুন করেছিল বলে অনুমান পুলিশের । এছাড়াও ওই বছরই বেশ কয়েকবার চুরি করতে গিয়ে ধরা পড়ে কামরুজ্জামান । তখন বহরমপুর সংশোধনাগারে তিন মাসের জন্য জেল খাটে সে । জামিনে ছাড়া পেয়ে ফের চুরি করতে শুরু করে । অনুমান, প্রমাণ লোপাট করতে গিয়ে প্রথমে দু'জন মহিলাকে খুন করে ।

2013-র 27 জানুয়ারি । রক্তাক্ত ও গলায় লোহার চেন লাগানো অবস্থায় মন্তেশ্বরের জোকারিপাড়ার বাড়ি থেকে প্রৌঢ়া সাধনা চট্টোপাধ্যায়ের দেহ উদ্ধার করে মন্তেশ্বর থানার পুলিশ । ঘটনার তদন্তে নামে CID । কিন্তু এখনও পর্যন্ত সেই খুনের কোনও কিনারা হয়নি । এই খুনের সঙ্গে কামরুজ্জামানের যোগাযোগ আছে বলেই দাবি CID -র । এরপর আবার 2018 থেকে 2019 পর্যন্ত মোট 6 টি খুনের হদিশ পায় পুলিশ । প্রত্যেক খুনের জায়গা থেকেই কিছু না কিছু চুরি করে পালায় খুনি । এ কারণে এই খুনগুলির সঙ্গে কামরুজ্জামানের যোগ আছে বলেই প্রাথমিকভাবে সন্দেহ পুলিশের ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

প্রাথমিক ধারণা, মহিলারা একা থাকলে চুরি করে পালানোর সময় বাধা দিতে পারবে না । কোনও প্রমাণও থাকবে না । সে কারণেই খুন করত কামরুজ্জামান । কেন প্রতিক্ষেত্রে মহিলাদেরই টার্গেট করত কামরুজ্জামান, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে ।

কালনা, 5 জুন : চড় তো দূরের কথা । বিয়ের পর থেকে বিন্দুমাত্র খারাপ ব্যবহার করেনি । এহেন আপাত ভালো মানুষ শওহর কামরুজ্জামানই নাকি সিরিয়াল কিলার ! খবরটা শোনার পর থেকে যেন কানকেও বিশ্বাস করতে পারছিলেন না স্ত্রী জাহানারা বিবি ।

কিন্তু, তাও তিনি শক্ত । শওহরের অপরাধ প্রমাণিত হলে কঠিন শাস্তিই চান জাহানারা । এলাকাবাসীরাও চান, ফাঁসি হোক কামরুজ্জামানের ।

2018 থেকে মোট 6 টি খুন । যদিও তার আগে 2013 সালে আরও দু'জনকে খুন করেছিল বলে অনুমান পুলিশের । এছাড়াও ওই বছরই বেশ কয়েকবার চুরি করতে গিয়ে ধরা পড়ে কামরুজ্জামান । তখন বহরমপুর সংশোধনাগারে তিন মাসের জন্য জেল খাটে সে । জামিনে ছাড়া পেয়ে ফের চুরি করতে শুরু করে । অনুমান, প্রমাণ লোপাট করতে গিয়ে প্রথমে দু'জন মহিলাকে খুন করে ।

2013-র 27 জানুয়ারি । রক্তাক্ত ও গলায় লোহার চেন লাগানো অবস্থায় মন্তেশ্বরের জোকারিপাড়ার বাড়ি থেকে প্রৌঢ়া সাধনা চট্টোপাধ্যায়ের দেহ উদ্ধার করে মন্তেশ্বর থানার পুলিশ । ঘটনার তদন্তে নামে CID । কিন্তু এখনও পর্যন্ত সেই খুনের কোনও কিনারা হয়নি । এই খুনের সঙ্গে কামরুজ্জামানের যোগাযোগ আছে বলেই দাবি CID -র । এরপর আবার 2018 থেকে 2019 পর্যন্ত মোট 6 টি খুনের হদিশ পায় পুলিশ । প্রত্যেক খুনের জায়গা থেকেই কিছু না কিছু চুরি করে পালায় খুনি । এ কারণে এই খুনগুলির সঙ্গে কামরুজ্জামানের যোগ আছে বলেই প্রাথমিকভাবে সন্দেহ পুলিশের ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

প্রাথমিক ধারণা, মহিলারা একা থাকলে চুরি করে পালানোর সময় বাধা দিতে পারবে না । কোনও প্রমাণও থাকবে না । সে কারণেই খুন করত কামরুজ্জামান । কেন প্রতিক্ষেত্রে মহিলাদেরই টার্গেট করত কামরুজ্জামান, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে ।

sample description
Last Updated : Jun 5, 2019, 11:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.