ETV Bharat / state

মেমারিতে ঘর থেকে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ - মেমারিতে ঘর থেকে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ

শুক্রবার রাতে স্ত্রীর সঙ্গে ভিডিয়ো কলে কথা বলেন । তারপরেই গতকাল ঘর থেকে উদ্ধার হয় তার দেহ । অভিযোগ, স্ত্রীর সঙ্গে অশান্তির জেরেই আত্মঘাতী হয়েছেন তিনি ।

মৃতদেহ
author img

By

Published : Nov 24, 2019, 4:01 AM IST

মেমারি, 24 নভেম্বর : ঘর থেকে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ । নাম তাপস মণ্ডল(29) । পরিবারের অভিযোগ, স্ত্রীর সঙ্গে অশান্তির জেরেই আত্মঘাতী হয়েছেন তাপস । পূর্ব বর্ধমানের মেমারির ঘটনা ।

কলা নবগ্রাম সার্কেলের প্রাথমিক বিদ্যালয়ের পরিদর্শক তাপস মণ্ডল । 11 মাস তাঁর বিয়ে হয় । তাপসের স্ত্রী প্রাথমিক স্কুলের শিক্ষিকা । বিয়ের পর মেমারির 13 নম্বর ওয়ার্ডে রবীন্দ্রনগর এলাকায় ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করেন তাপস ও তাঁর স্ত্রী । অভিযোগ, বিয়ের পর থেকে তাপসের স্ত্রী বেশিরভাগ দিনই বাপের বাড়িতে থাকত । শুধু তাই নয়, সেখানে তাপসের স্ত্রী অন্য কারও সঙ্গে সম্পর্কে জড়িয়ে বলে অভিযোগ । এর জেরেই প্রায়ই অশান্তি হত তাঁদের ।

শুক্রবার রাতে তাপস স্ত্রীর সঙ্গে ভিডিয়ো কলে কথা বলেন । তারপরেই গতকাল ঘর থেকে তাপসের ঝুলন্ত দেহ উদ্ধার হয় । বিষয়টি নিয়ে এখনও থানায় লিখিত অভিযোগ দায়ের হয়নি । তবে, পুলিশ সূত্রে খবর, তাপস শেষ স্ত্রীকে একটি মেসেজ় করেন । তাতে তিনি লেখেন, 'আমার মুখটা দেখতে হবে না'।

মেমারি, 24 নভেম্বর : ঘর থেকে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ । নাম তাপস মণ্ডল(29) । পরিবারের অভিযোগ, স্ত্রীর সঙ্গে অশান্তির জেরেই আত্মঘাতী হয়েছেন তাপস । পূর্ব বর্ধমানের মেমারির ঘটনা ।

কলা নবগ্রাম সার্কেলের প্রাথমিক বিদ্যালয়ের পরিদর্শক তাপস মণ্ডল । 11 মাস তাঁর বিয়ে হয় । তাপসের স্ত্রী প্রাথমিক স্কুলের শিক্ষিকা । বিয়ের পর মেমারির 13 নম্বর ওয়ার্ডে রবীন্দ্রনগর এলাকায় ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করেন তাপস ও তাঁর স্ত্রী । অভিযোগ, বিয়ের পর থেকে তাপসের স্ত্রী বেশিরভাগ দিনই বাপের বাড়িতে থাকত । শুধু তাই নয়, সেখানে তাপসের স্ত্রী অন্য কারও সঙ্গে সম্পর্কে জড়িয়ে বলে অভিযোগ । এর জেরেই প্রায়ই অশান্তি হত তাঁদের ।

শুক্রবার রাতে তাপস স্ত্রীর সঙ্গে ভিডিয়ো কলে কথা বলেন । তারপরেই গতকাল ঘর থেকে তাপসের ঝুলন্ত দেহ উদ্ধার হয় । বিষয়টি নিয়ে এখনও থানায় লিখিত অভিযোগ দায়ের হয়নি । তবে, পুলিশ সূত্রে খবর, তাপস শেষ স্ত্রীকে একটি মেসেজ় করেন । তাতে তিনি লেখেন, 'আমার মুখটা দেখতে হবে না'।

Intro:স্কুল পরিদর্শকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য মেমারিতে

পুলক যশ, মেমারি

প্রাথমিক বিদ্যালয় পরিদর্শকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমান জেলার মেমারিতে। পুলিশ জানিয়েছে মৃতের নাম তাপস মন্ডল (২৯)। তিনি কলা নবগ্রাম সার্কেলের প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক। তাপস মন্ডলের পরিবারের অভিযোগ 11 মাস আগে তাপস মন্ডল এর বিয়ে হয়েছিল।তার স্ত্রী প্রাথমিক স্কুলের শিক্ষিকা। বিয়ের পর থেকে তার স্ত্রী বাপের বাড়িতে থাকতো এমনকি সেখানে সে অন্য কারো সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিল বলে পরিবারের অভিযোগ। বিষয়টি নিয়ে অশান্তির জেরেই অভিমানে আত্মঘাতী হয়েছে তাপস মন্ডল বলে অভিযোগ পরিবারের। শনিবার পুলিশ দরজা ভেঙে তাপস মন্ডলের মৃতদেহ উদ্ধার করে।

তাপস মন্ডলের বাবা তারক মন্ডল বলেন এগারো মাস আগে তার ছেলের বিয়ে হয়েছিল প্রাথমিক স্কুলের এক শিক্ষিকার সঙ্গে। তারা মেমারিতে 13 নম্বর ওয়ার্ডে রবীন্দ্রনগর এলাকায় ভাড়া থাকেন। বিয়ের পর থেকেই তার বৌমা বাপের বাড়িতে থাকতো। সেখানে সে অবৈধ সম্পর্কে জড়িয়ে ছিল বলে তারা জানতে পেরেছে। গতকাল রাতে তাপস তার স্ত্রীকে ভিডিও কল করেছিল কিন্তু তার বৌমা তাদের বিষয়টি জানায়নি। এরপর আজ তাপসের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনার জন্য বৌমাকেই দায়ী করেছেন তাপসের পরিবার। যদিও শনিবার রাত পর্যন্ত বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়নি। পুলিশ জানতে পেরেছে তাপস মন্ডল তার স্ত্রীকে স্ত্রীকে শেষ যে ম্যাসেজ পাঠিয়েছিল তাতে লেখা আছে 'আমার মুখটা দেখতে হবেনা'। পুলিশ জানতে পেরেছে মৃত্যুর আগে তাপস তার স্ত্রীকে ভিডিও কল করেছিল।Body:স্কুল পরিদর্শকের Conclusion:ঝুলন্ত দেহ উদ্ধার
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.