বর্ধমান, 12 এপ্রিল: বছরের এই সময় এলাকাগুলিতে তিল ধারণের জায়গা থাকে না । পূর্ব বর্ধমানের একাধিক এলাকায় ধুমধাম করে পালিত হয় গাজন উৎসব । সপ্তাহ জুড়ে মেলা, আত্মীয়-স্বজনদের আনাগোনা সব মিলিয়ে কয়েকদিন উৎসবের মেজাজেই কাটে জেলার বাসিন্দাদের । এবছর ছবিটা একেবারেই উলটো । লকডাউনের জেরে জেলায় বন্ধ গাজন উৎসব । শুধু নিয়ম মেনে হচ্ছে শিবের পুজো । যদিও মন্দিরে প্রবেশ মানা ।
পূর্ব বর্ধমান জেলার কুড়মুনে গাজন উৎসব বিখ্যাত । সাত দিন ধরে মেলা বসে । গ্রামের দেবতা ঈশানেশ্বর ও তার পুত্র গাজনেশ্বরকে কেন্দ্র করেই চলে উৎসব । যা দেখতে দূর-দূরান্ত থেকে অনেকেই আসেন এখানে । সেই উৎসব এবার বাতিল হয়েছে । সোনাপলাশি, কুড়মুন, বর্ধমান শহরের কালাচাঁদতলা, মন্তেশ্বরের দেনুড় সহ একাধিক এলাকায় শুধু শিবের পুজো করা হচ্ছে । ভক্তরা মন্দিরের বাইরে থেকেই প্রার্থনা জানিয়ে চলে যাচ্ছেন ।
আজ নীল ষষ্ঠীতেও মন্দিরের গেট খোলেনি । ভিতরে পুরোহিত একা পুজো করেছেন । দর্শনার্থীদের বাইরে থেকে প্রার্থনা করতে দেখা গিয়েছে ।