ETV Bharat / state

মাটি কেটে নৌকায় পাচার চলছিল, মাঝনদীতে ধরল পুলিশ

author img

By

Published : Feb 25, 2019, 7:14 AM IST

ভগীরথীর চর থেকে মাটি কেটে পাচারের জন্য মাঝনদীতে নৌকা ধরল পুলিশ

মাটি কেটে পাচার

কালনা, ২৫ ফেব্রুয়ারি : ভাগীরথী নদীর চর থেকে বেআইনিভাবে মাটি কেটে পাচারের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করল কালনা থানার পুলিশ। ধৃতরা মিজারুল মোল্লা, শীতল মাঝি, কালু রায় ও সুদীপ ওরাওঁ। তাদের গতকাল কালনা আদালতে তোলা হয়। বিচারক শীতল ও মিজারুলকে তিনদিনের পুলিশ হেপাজত ও বাকিদের ১৪ দিনের জেল হেপাজতে পাঠানোর নির্দেশ দেন।

কালনা সংলগ্ন হুগলি জেলার গুপ্তিপাড়া এলাকায় ভাগীরথী নদীতে মাটি বোঝাই নৌকা উলটে সম্প্রতি একজন নিখোঁজ হয়। অভিযোগ, নদী থেকে বেআইনিভাবে মাটি কেটে ওই নৌকায় পাচার করা হচ্ছিল। এরপর কালনা থানার পুলিশ অভিযান চালিয়ে গতকাল মাটি বোঝাই একটি নৌকা সহ চারজনকে গ্রেপ্তার করে।

ভাগীরথী নদীর কালনার দিকের চর থেকে আগে বেআইনিভাবে মাটি কাটা হত। কালনা পুলিশ নজরদারি বাড়ানোয় হুগলির গুপ্তিপাড়ায় ভাগীরথী নদীর চর থেকে মাটি কাটা শুরু করেছে মাফিয়ারা।

রবিবার ভোরে কালনার নন্দগ্রাম এলাকায় ভাগীরথী নদী থেকে মাটি বোঝাই একটি নৌকা আটক করে কালনা থানার পুলিস। নৌকায় চারজন ছিল। তাদের গ্রেপ্তার করা হয়। আগামীতেও এমন অভিযান চলবে বলে পুলিসের পক্ষ থেকে জানানো হয়।

undefined

অন্য এক ঘটনায় অমিত ওরাং নামে এক মদ বিক্রেতাকে কালনার কানিবামনি এলাকা থেকে শনিবার রাতে গ্রেপ্তার করে পুলিস। বাড়ি স্থানীয় এলাকায়।তার কাছ থেকে প্রচুর মদ উদ্ধার হয়েছে। ধৃতকে রবিবার কালনা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেন।

কালনা, ২৫ ফেব্রুয়ারি : ভাগীরথী নদীর চর থেকে বেআইনিভাবে মাটি কেটে পাচারের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করল কালনা থানার পুলিশ। ধৃতরা মিজারুল মোল্লা, শীতল মাঝি, কালু রায় ও সুদীপ ওরাওঁ। তাদের গতকাল কালনা আদালতে তোলা হয়। বিচারক শীতল ও মিজারুলকে তিনদিনের পুলিশ হেপাজত ও বাকিদের ১৪ দিনের জেল হেপাজতে পাঠানোর নির্দেশ দেন।

কালনা সংলগ্ন হুগলি জেলার গুপ্তিপাড়া এলাকায় ভাগীরথী নদীতে মাটি বোঝাই নৌকা উলটে সম্প্রতি একজন নিখোঁজ হয়। অভিযোগ, নদী থেকে বেআইনিভাবে মাটি কেটে ওই নৌকায় পাচার করা হচ্ছিল। এরপর কালনা থানার পুলিশ অভিযান চালিয়ে গতকাল মাটি বোঝাই একটি নৌকা সহ চারজনকে গ্রেপ্তার করে।

ভাগীরথী নদীর কালনার দিকের চর থেকে আগে বেআইনিভাবে মাটি কাটা হত। কালনা পুলিশ নজরদারি বাড়ানোয় হুগলির গুপ্তিপাড়ায় ভাগীরথী নদীর চর থেকে মাটি কাটা শুরু করেছে মাফিয়ারা।

রবিবার ভোরে কালনার নন্দগ্রাম এলাকায় ভাগীরথী নদী থেকে মাটি বোঝাই একটি নৌকা আটক করে কালনা থানার পুলিস। নৌকায় চারজন ছিল। তাদের গ্রেপ্তার করা হয়। আগামীতেও এমন অভিযান চলবে বলে পুলিসের পক্ষ থেকে জানানো হয়।

undefined

অন্য এক ঘটনায় অমিত ওরাং নামে এক মদ বিক্রেতাকে কালনার কানিবামনি এলাকা থেকে শনিবার রাতে গ্রেপ্তার করে পুলিস। বাড়ি স্থানীয় এলাকায়।তার কাছ থেকে প্রচুর মদ উদ্ধার হয়েছে। ধৃতকে রবিবার কালনা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেন।

Intro:ডেন্টাল কলেজের এক ছাত্রীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য
সন্তোষ দাস, পূর্ব বর্ধমান- বর্ধমান ডেন্টাল কলেজের এক ছাত্রীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য দেখা দিয়েছে। কয়েক দিন আগে ফাইনাল ইয়ারের পরীক্ষা চলাকালে ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়েন। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই গত ৬ ফেব্রুয়ারি তাঁর মৃত্যু হয়। মৃত ছাত্রীর নাম স্বাতী সিং। তাঁর বাড়ি হুগলির রিষড়ায়।
Body:অভিযোগ উঠেছে, তিনজন শিক্ষক তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন। এবং মানসিক নির্যাতনও চালিয়েছেন। এসবের জন্যই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। এই অভিযোগ তুলেই সোমবার ডেন্টাল কলেজে পোস্টার দিয়ে তীব্র প্রতিবাদ জানান পড়ুয়ারা। Conclusion:কলেজ অধ্যক্ষ ওই ছাত্রীর মৃত্যু ঘটনাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন। তবে নির্যাতনের যে অভিযোগ উঠেছে সে নিয়ে তদন্ত করে দেখা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.