বর্ধমান, 13 এপ্রিল : আজ নতুন করে একজনকে কোরোনা হাসপাতালে ভরতি করা হল ৷ তাঁর সোয়াবের নমুনা সংগ্রহ করে কলকাতায় পাঠানো হয়েছে ৷ এখনও পর্যন্ত মোট চারজন কোরোনা হাসপাতালে ভরতি রয়েছেন ৷
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর, গতকাল তিনজনকে বর্ধমানের গাংপুরের কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ আজ আরও একজনকে ভরতি করা হয় ৷ চারজনেরই নমুনা কলকাতায় পাঠানো হয়েছে ৷
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এখনও পর্যন্ত জেলার মোট পাঁচটি কোয়ারান্টাইন সেন্টারে মোট 70 জনকে রাখা হয়েছে ৷ এর মধ্যে বর্ধমান শহরের কৃষি ভবনে আছেন 62 জন ৷ গত 24 ঘণ্টায় সেখানে নতুন করে ছ'জনকে আনা হয়েছে ৷ বাকিদের কালনা, কাটোয়া ও আউসগ্রামের কোয়ারান্টাইন সেন্টারে রাখা হয়েছে ৷ 19 জনকে কোয়ারান্টাইন সেন্টার থেকে হোম কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে ৷