পীরবাহারাম(বর্ধমান), 4 অগাস্ট : কাটমানি না দেওয়ায় বোমাবাজির অভিযোগ উঠল প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ৷ নাম সাহাবুদ্দিন খান ৷ বর্ধমানের 19 নম্বর ওয়ার্ডের পীরবাহারাম এলাকার ঘটনা ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছেন সাহাবুদ্দিন ৷
পীরবাহারামের ভাঙাপাড়ার বাসিন্দা মহম্মদ কাসেম ৷ তাঁর মা রিজিয়া খাতুন বর্ধমান পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মী ৷ অভিযোগ, 12 কাটা জমি বিক্রির জন্য এলাকার প্রাক্তন কাউন্সিলর সাহাবুদ্দিন খান 24 লাখ টাকা চান ৷ ইতিমধ্যে সাত লাখ টাকা নিয়েছেন ৷ কিন্তু পুরো টাকা না দেওয়ায় কাসেম ও তাঁর মাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছিল ৷ এরপরই গতরাতে একদল দুষ্কৃতী এসে বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে ৷ খবর পেয়ে গতরাতেই ঘটনাস্থানে যায় পুলিশ ৷ কাসেমের বাড়ি থেকে সুতলি সহ বোমের টুকরো উদ্ধার করে ৷
অভিযোগ অস্বীকার করেছেন সাহাবুদ্দিন খান ৷ তিনি বলেন, "ওই বাড়িতে যে বোমাবাজি হয়েছে সেই সম্পর্কেই অবগত নই ৷ মিথ্যে অভিযোগ করা হচ্ছে আমার বিরুদ্ধে ৷"