ETV Bharat / state

কাটমানি না দেওয়ায় বোমাবাজি তৃণমূল কাউন্সিলরের ! - attacking for bribe

চাওয়া হয়েছিল 24 লাখ টাকা কাটমানি ৷ না দেওয়ায় বাড়িতে বোমাবাজির অভিযোগ প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ৷

বাড়িতে বোমের সুতলি পড়ে আছে
author img

By

Published : Aug 4, 2019, 3:20 PM IST

পীরবাহারাম(বর্ধমান), 4 অগাস্ট : কাটমানি না দেওয়ায় বোমাবাজির অভিযোগ উঠল প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ৷ নাম সাহাবুদ্দিন খান ৷ বর্ধমানের 19 নম্বর ওয়ার্ডের পীরবাহারাম এলাকার ঘটনা ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছেন সাহাবুদ্দিন ৷

পীরবাহারামের ভাঙাপাড়ার বাসিন্দা মহম্মদ কাসেম ৷ তাঁর মা রিজিয়া খাতুন বর্ধমান পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মী ৷ অভিযোগ, 12 কাটা জমি বিক্রির জন্য এলাকার প্রাক্তন কাউন্সিলর সাহাবুদ্দিন খান 24 লাখ টাকা চান ৷ ইতিমধ্যে সাত লাখ টাকা নিয়েছেন ৷ কিন্তু পুরো টাকা না দেওয়ায় কাসেম ও তাঁর মাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছিল ৷ এরপরই গতরাতে একদল দুষ্কৃতী এসে বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে ৷ খবর পেয়ে গতরাতেই ঘটনাস্থানে যায় পুলিশ ৷ কাসেমের বাড়ি থেকে সুতলি সহ বোমের টুকরো উদ্ধার করে ৷

অভিযোগ অস্বীকার করেছেন সাহাবুদ্দিন খান ৷ তিনি বলেন, "ওই বাড়িতে যে বোমাবাজি হয়েছে সেই সম্পর্কেই অবগত নই ৷ মিথ্যে অভিযোগ করা হচ্ছে আমার বিরুদ্ধে ৷"

পীরবাহারাম(বর্ধমান), 4 অগাস্ট : কাটমানি না দেওয়ায় বোমাবাজির অভিযোগ উঠল প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ৷ নাম সাহাবুদ্দিন খান ৷ বর্ধমানের 19 নম্বর ওয়ার্ডের পীরবাহারাম এলাকার ঘটনা ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছেন সাহাবুদ্দিন ৷

পীরবাহারামের ভাঙাপাড়ার বাসিন্দা মহম্মদ কাসেম ৷ তাঁর মা রিজিয়া খাতুন বর্ধমান পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মী ৷ অভিযোগ, 12 কাটা জমি বিক্রির জন্য এলাকার প্রাক্তন কাউন্সিলর সাহাবুদ্দিন খান 24 লাখ টাকা চান ৷ ইতিমধ্যে সাত লাখ টাকা নিয়েছেন ৷ কিন্তু পুরো টাকা না দেওয়ায় কাসেম ও তাঁর মাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছিল ৷ এরপরই গতরাতে একদল দুষ্কৃতী এসে বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে ৷ খবর পেয়ে গতরাতেই ঘটনাস্থানে যায় পুলিশ ৷ কাসেমের বাড়ি থেকে সুতলি সহ বোমের টুকরো উদ্ধার করে ৷

অভিযোগ অস্বীকার করেছেন সাহাবুদ্দিন খান ৷ তিনি বলেন, "ওই বাড়িতে যে বোমাবাজি হয়েছে সেই সম্পর্কেই অবগত নই ৷ মিথ্যে অভিযোগ করা হচ্ছে আমার বিরুদ্ধে ৷"

Intro:কাটমানি না মেলায় বোমাবাজির অভিযোগ, অভিযোগ অস্বীকার তৃণমূল নেতার

সন্তোষ দাস, বর্ধমান

জমি বিক্রি করা হলে ১২ কাঠা জমির জন্য ২৪ লক্ষ টাকা দাবি করেছিলেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলার। সেই টাকা না পেয়ে বোমাবাজির অভিযোগ উঠল ওই প্রাক্তন তৃণমূলের কাউন্সিলারের বিরুদ্ধে।যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সাহবুদ্দিন খান।

বর্ধমানের ১৯ নম্বর ওয়ার্ডের পীরবাহারাম এলাকায় ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে। পীরবাহারামের ভাঙ্গাপাড়ার বাসিন্দা মহম্মদ কাসেমের অভিযোগ করে বলেন তার অভিযোগ একটি ১২ কাঠা জমি বিক্রির জন্য এলাকার প্রাক্তন কাউন্সিলর সাহাবুদ্দিন খান তার মায়ের কাছে মোট ২৪ লক্ষ টাকা দাবী করে।দিতে রাজী না হওয়ায় গত চার বছর ধরে লাগাতার হুমকি দিয়ে যাচ্ছে কাউন্সিলর ও তার সঙ্গী জামাল। মহম্মদ কাসেমের মা অবসর প্রাপ্ত বর্ধমান পৌরসভার কর্মী রিজিয়া খাতুন জানান এর আগে একটা জায়গা বিক্রির সাত লক্ষ টাকা কাউন্সিলর হাতিয়ে নিয়েছে। সেই টাকা ফেরত দেয় নি।টাকা চাইতে গেলে হুমকি দেওয়া হচ্ছে। এমনকি তার ছেলে ও জামাইকে প্রাণে মেরে ফলারও হুমকি দেওয়া হয়। এরপরেই গতকাল গভীর রাতে একদল দুস্কৃতি তার বাড়িতে বোমা ছোড়ে।দোতলার ঘরের জানালা লক্ষ্য করে বোমা ছোড়া হয়।বাড়ির ভিতর সুতলি সহ বেশ কিছু বোমের টুকরো মেলে।বর্ধমান থানায় খবর দিলে রাতেই পুলিশ যায় মহম্মদ কাসেমের বাড়িতে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেন প্রাক্তন কাউন্সিলর সাহাবুদ্দিন খান। তিনি দাবি করে ওই বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটেছে বলে তার জানা নেই। এমনকি ওই পরিবারের জমি জায়গা নিয়ে কোন ব্যাপারেই তিনি হস্তক্ষেপ করেন নি।এটা তাদের শরিকি বিবাদ। কাটমানির প্রসঙ্গে তিনি বলেন তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হচ্ছে।Body:কাটমানি না মেলায় Conclusion:বোমাবাজি
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.