বর্ধমান, 19 মে: সকালেই প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফলাফল ৷ কলকাতাকে পিছনে ফেলে এগিয়ে রয়েছে জেলা ৷ চলতি বছরের মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছে পূর্ব বর্ধমানের দেবদত্তা মাঝি ৷ তার প্রাপ্ত নম্বর 697 ৷ সে কাটোয়া দুর্গাদাসী চৌধুরানী হাই স্কুলের পড়ুয়া । 691 নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে শুভম পাল ৷ বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল থেকে এই বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল শুভম ৷
মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থানাধিকারী দেবদত্তা মাঝি আগামিদিনে ইঞ্জিনিয়ার হতে চায় ৷ ফল প্রকাশের পরেই উচ্ছ্বসিত দেবদত্তা জানালেন তাঁর স্বপ্ন ৷ সাংবাদিকদের সে জানায় দিনে 12 ঘণ্টা পড়াশোনা করত ৷ তবে মাধ্যমিক পরীক্ষার সময় প্রস্তুতির জন্য স্কুলের শিক্ষকাদের পাশাপাশি মায়ের অবদান যে কোনও অংশে কম নয় তাও স্পষ্ট করে দিয়েছে মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী দেবদত্তা ৷
জীবনের প্রথম বড় পরীক্ষায় দ্বিতীয় স্থান পেয়েছে শুভম পাল । তার প্রাপ্ত নম্বর 691 ৷ দেবদত্তার থেকে মাত্র 6 নম্বরের তফাৎ ৷ তাতে অবশ্য একটু মন খারাপ হলেও, খুব একটা অখুশি নয় শুভম ৷ তাঁর কথাতেই স্পষ্ট হয় গোটা ব্যাপারটা ৷ শুভমের মতে তার পড়াশোনার নির্দিষ্ট সময়সীমা ছিল না। পড়তে ইচ্ছা হলেই বসে নিয়ে যেত বই নিয়ে । ঘড়ি ধরে পড়ায় বিশ্বাস না করলেও সমস্ত সিলেবাস যাতে ভালোভাবে শেষ করা যায় তার জন্য রুটিন মেনেই চলত অনুশীলন ।
যারা আগামি দিনে মাধ্যমিক পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে শুভম জানায়, প্রথমে সব বই খুঁটিয়ে পড়তে হবে। এরপর নিজে থেকে নোট তৈরি করে সব বই পড়তে হবে। পাশাপাশি ভবিষ্যতে চিকিৎসক হতে চায় শুভম। বাংলার মানুষের পাশে দাঁডিয়ে চিকিৎসার কাজ করতে চায় সে । তাঁর কথায়, "মানুষের সেবা করতে চাই। তাই চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখি।"
আরও পড়ুন: মাধ্যমিকের মেধাতালিকায় জায়গা পেল না কলকাতা, উদ্বিগ্ন শিক্ষামহল