বর্ধমান, 26 জুন: গভীর রাতে এক বিজেপি নেতার বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র-সহ বেশ কিছু বোমা উদ্ধার করল নাদনঘাট থানার পুলিশ। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী 1 নম্বর পঞ্চায়েত সমিতির জাহান্নগর গ্রাম পঞ্চায়েতের বেতপুকুর গ্রামে। ঘটনার পর থেকেই হরিলাল দেবনাথ নামে ওই বিজেপি নেতা পলাতক।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, হরিলাল দেবনাথ নামে ওই নেতা বিজেপির 35 নম্বর ওবিসি মোর্চার মণ্ডল সভাপতি। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ রবিবার রাতে ওই নেতার বাড়িতে হানা দেয়। ওই বাড়ির গোয়াল ঘরে তল্লাশি চালিয়ে একটা পিস্তল ও ছ'টি সকেট বোমা উদ্ধার করে পুলিশ। যদিও বিজেপি নেতা হরিলাল দেবনাথ বাড়ি ছেড়ে পলাতক। কী কারণে ওই গোয়াল ঘরে আগ্নেয়াস্ত্র মজুত ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।
এদিকে ঘটনার জেরে রীতিমতো আতঙ্কিত বেতপুর গ্রামবাসীরা।
গ্রামবাসীদের মতে বেতপুর গ্রামে কোনও রাজনৈতিক অশান্তি নেই। কোনওদিন এই গ্রাম থেকে বোমা-বন্দুক উদ্ধার হওয়ার মতো ঘটনা ঘটেনি। কেউ বা কারা এখানে অস্ত্র মজুত করে রাখতে পারে সেটা তাঁরা ভাবতেই পারেন না। গ্রামবাসীদের মতে, রাজনৈতিক কারণে কেউ যদি এইভাবে বোমা, গুলি মজুত করে থাকে তাহলে অশান্তি ছড়ানোর কারণে তার বিরুদ্ধে পুলিশের কড়া ব্যবস্থা নেওয়া উচিত। গ্রামবাসী পিন্টু দেবনাথ বলেন, "তিন-চারটে আগ্নেয়াস্ত্র ও বেশ কয়েকটা সকেট বোমা পাওয়া গিয়েছে।"
আরও পড়ুন: উলটপুরাণ! তৃণমূল প্রার্থীর হয়ে বাড়ি বাড়ি ভোট প্রচারে বিজেপি জেলা পরিষদের প্রার্থী
তিনি আরও বলেন, "ওই ব্যক্তি বেতপুর গ্রামে বিজেপি নেতা। হয়তো এই সব আগ্নেয়াস্ত্র দিয়ে পঞ্চায়েত নির্বাচন করানোর পরিকল্পনা ছিল তাঁর। না-হলে কেনই বা এই সব অস্ত্র বাড়িতে তিনি রাখবেন। নাদনঘাট থানার পুলিশ ওই নেতার বাড়ি থেকে অস্ত্রগুলি উদ্ধার করে নিয়ে যায়। এই ঘটনার জেরে আমরা গ্রামবাসীরা রীতিমতো আতঙ্কিত। কেউ যদি বোমা, পিস্তল নিয়ে ভোট করানোর চিন্তাভাবনা করে থাকে তাহলে তো ভয় লাগবেই। এর আগে আমাদের এই বেতপুর গ্রামে এই ধরনের কোন অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেনি।" যদিও বিজেপির পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে বিজেপি নেতাদের মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টা করছে তৃণমূল। এইভাবেই তারা পঞ্চায়েত নির্বাচনে জেতার চেষ্টা করছে। মানুষ এর জবাব দেবে।