ETV Bharat / state

রাস্তায় দাউ দাউ করে জ্বলল খড় বোঝাই লরি - নাদন ঘাট

ওভারহেড বিদ্যুতের তারে শর্ট সার্কিট হয়ে খড় বোঝাই লরি পুড়ে ছাই । আগুন নিয়ন্ত্রণে অগ্নিনির্বাপক বাহিনীর একটি গাড়ি ঘটনাস্থানে উপস্থিত ছিল ।

overloaded lorry with straw took fire on road in east burdwan
রাস্তায় দাউ দাউ করে জ্বললো খড় বোঝাই লরি
author img

By

Published : May 17, 2020, 9:54 PM IST

বর্ধমান, 17 মে : আগুনে পুড়ে ছাই খড় বোঝাই লরি ৷ পূর্ব বর্ধমানের নিমতলা বাজারের ঘটনা ৷

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য লরিটি ওভারলোড ছিল ৷ ওভারহেড ইলেকট্রিক তারে স্পর্শ হওয়ায় আগুন ধরে যায় লরিটিতে ৷ আগুন ধরে যাওয়ায় মাঝ রাস্তায় লরিটিকে দাঁড় করিয়ে দিয়ে নিজের প্রাণ বাঁচান চালক ৷ রাস্তার মাঝেই লরিটি দাউ দাউ করে জ্বলতে থাকে ৷

জানা গেছে লরিটি ভাতার থেকে শান্তিপুরের দিকে যাচ্ছিল ৷ জ্বলন্ত লরিটিকে দেখতে ভিড় জমান স্থানীয়রা ৷ খবর দেওয়া হয় দমকলে ৷ দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থানে আসে । প্রায় ঘণ্টাদু'য়েক পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় ।

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছান মন্ত্রী স্বপন দেবনাথ ৷ বিপদ এড়াতে সাধারণ মানুষকে ঘটনাস্থান থেকে সরে যাওয়ার পরামর্শ দেন ৷ অপরদিকে লরি চালক জখম হন । তাঁকে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ।

বর্ধমান, 17 মে : আগুনে পুড়ে ছাই খড় বোঝাই লরি ৷ পূর্ব বর্ধমানের নিমতলা বাজারের ঘটনা ৷

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য লরিটি ওভারলোড ছিল ৷ ওভারহেড ইলেকট্রিক তারে স্পর্শ হওয়ায় আগুন ধরে যায় লরিটিতে ৷ আগুন ধরে যাওয়ায় মাঝ রাস্তায় লরিটিকে দাঁড় করিয়ে দিয়ে নিজের প্রাণ বাঁচান চালক ৷ রাস্তার মাঝেই লরিটি দাউ দাউ করে জ্বলতে থাকে ৷

জানা গেছে লরিটি ভাতার থেকে শান্তিপুরের দিকে যাচ্ছিল ৷ জ্বলন্ত লরিটিকে দেখতে ভিড় জমান স্থানীয়রা ৷ খবর দেওয়া হয় দমকলে ৷ দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থানে আসে । প্রায় ঘণ্টাদু'য়েক পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় ।

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছান মন্ত্রী স্বপন দেবনাথ ৷ বিপদ এড়াতে সাধারণ মানুষকে ঘটনাস্থান থেকে সরে যাওয়ার পরামর্শ দেন ৷ অপরদিকে লরি চালক জখম হন । তাঁকে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.