বর্ধমান , 10 এপ্রিল : কোরোনা আতঙ্কে আতঙ্কিত বিশ্ব । তাই এই বছর লকডাউনের জন্য গুড ফ্রাইডের উপাসনা বাতিল করা হয়েছে । পূর্ব বর্ধমান জেলার প্রতিটি চার্চের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল, চার্চে না এসে বাড়িতেই উপাসনা করতে । পাশাপাশি চার্চের ফাদাররা বিশ্বে দ্রুত শান্তি ফিরে আসার প্রার্থনা করেছেন ।
আজ বর্ধমান শহরের পারকাস রোড এলাকায় ক্যাথলিকদের গির্জা কার্যত ফাঁকা ছিল । বাইরে থেকে বন্ধ ছিল গেট। একই চিত্র কার্জন গেটের পাশে প্রাচীন প্রোটেস্ট্যান্টদের ক্রাইস্টচার্চেরও ।
বর্ধমান শহরের কার্জন গেট সংলগ্ন প্রোটেস্ট্যান্টদের ক্রাইস্টচার্চের এক সদস্য মালতি মারাণ্ডি বলেন , "গুড ফ্রাইডের দিন দুপুরে আমরা চার্চে গিয়ে জিশুর মূর্তিকে চুম্বন করে প্রতীকী মরদেহ নিয়ে যাওয়ার শোভাযাত্রায় অংশ নিয়ে থাকি ৷ এবার সেই অনুষ্ঠান হয়নি । আমরা বাড়ি থেকেই প্রার্থনা করছি । আমরা শুধু নিজেদের জন্য নয় পৃথিবীর প্রতিটি মানুষের জন্য প্রার্থনা করি । দেশে শান্তি ফেরাতে ,সুস্থ রাখতে প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রী , প্রধানমন্ত্রী , রাষ্ট্রপতি প্রত্যেকের জন্যই প্রভু জিশুর কাছে প্রার্থনা করছি ।"
বর্ধমানের পারকাস রোড এলাকায় ক্যাথলিকদের গির্জার ফাদার মার্টিন বলেন , "বিশ্বজুড়ে মহামারি শুরু হয়েছে । বিশ্বের শান্তির জন্য প্রভুর কাছে আমার প্রার্থনা করছি । দেশের প্রতিটি মানুষ যাতে সুস্থ থাকেন , ভালো থাকেন , আমরা সেই কামনাই করছি । এবার তো বিশ্বজুড়ে মহামারী শুরু হয়েছে ৷ তাই গুড ফ্রাইডেতে আমাদের প্রার্থনা মহামারী যেন বিলুপ্ত হয় ,বিশ্বে যেন শান্তি ফেরে ।"