মেমারি, 26 নভেম্বর: ধানের খেতে নাড়া পোড়াতে গিয়ে আগুনে পুড়ে মৃত্যু হল এক কৃষকের। পূর্ব বর্ধমানের মেমারির কলানব গ্রামের ঘটনা । মৃত চাষির নাম দিলীপ চক্রবর্তী (Farmer died in Memari) ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধান কাটার মরশুম চলছে । কাটা ধান জমিতেই ডাঁই করে রাখা হয়েছিল । এদিন তিনি ধান কাটার পরে সেই জমিতে সরষে চাষ করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন । সেই কারণে জমিতে নাড়া পোড়ানোর জন্য আগুন ধরিয়ে দেন । প্রচন্ড হাওয়ায় সেই আগুন কেটে রাখা ধানে ধরে যায় । অল্প সময়ের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে । ধান বাঁচানোর জন্য তিনি ছুটে গেলে তাঁর জামা কাপড়ে আগুন ধরে যায় । ফলে তাঁর শরীরের বেশিরভাগ অংশ আগুনে পুড়ে যায় । স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।
মৃতের ভাই প্রদীপ চক্রবর্তী বলেন, "দাদা সরষে চাষের প্রস্তুতি নিচ্ছিলেন । সেই কারণে জমিতে নাড়া পোড়ানোর জন্য আগুন ধরিয়ে দেন । আচমকা কেটে রাখা ধানের মধ্যে লেগে যায় । তখন ধান বাঁচাতে গেলে দাদা আগুনে পুড়ে যায় । হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে জানান ৷"