ETV Bharat / state

দু'দিনের বৃষ্টিতে জমিতে জল, ঋণের দায়ে আত্মঘাতী আলু চাষি - Farmer Died by Suicide

Farmer Suicide: পরিবারের দাবি বৃষ্টির জেরে আলুর জমিতে জল দাঁড়িয়ে গিয়েছে। ফলে আলু চাষে ক্ষতি হয়েছে। কীভাবে বাজারের ঋণ শোধ করবেন সেই চিন্তায় তিনি অস্থির হয়ে পড়েছিলেন। এরপরেই তিনি শনিবার সকালে আম গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়।

ঋণের দায়ে আত্মঘাতী আলু চাষি
Farmer Suicide
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 9, 2023, 8:47 PM IST

পূর্বস্থলী, 9 ডিসেম্বর: গত দু'দিনের বৃষ্টিতে আলুর জমি নষ্ট হয়ে যাওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন এক আলুচাষি। মৃত চাষির নাম রূপসনাতন ঘোষ (45)। তাঁর বাড়ি পূর্ব বর্ধমানের পূর্বস্থলী 2 নম্বর ব্লকের নিমদহ পঞ্চায়েতের ছাতনি উত্তরপাড়া এলাকায়। পরিবারের দাবি বৃষ্টির জেরে আলুর জমিতে জল দাঁড়িয়ে গিয়েছে। ফলে আলু চাষে ক্ষতি হয়েছে। কীভাবে বাজারের ঋণ শোধ করবেন সেই চিন্তায় তিনি অস্থির হয়ে পড়েছিলেন। এরপরেই তিনি আজ, শনিবার আত্মহত্যা করেন ৷

ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কী কারণে এই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাজার থেকে ঋণ নিয়ে আলু চাষ শুরু করেছিলেন রূপসনাতন ঘোষ। গত দু'দিনের বৃষ্টিতে জমিতে জল জমে যাওয়ায় সব গাছ নষ্ট হয়ে যায়। এর ফলে নতুন করে কীভাবে চাষ করবেন সেই চিন্তায় তিনি মনমরা হয়ে পড়েন। এদিন সকালে স্থানীয় একটা আম গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। মৃতের ভাই অমল ঘোষ বলেন, "দাদা ঋণ নিয়ে আলু চাষ শুরু করেছিল। দু'দিনের বৃষ্টিতে আলুর জমি নষ্ট হয়ে গিয়েছে। ফলে আর নতুন করে চাষ করার সামর্থ্য নেই। সেই চিন্তায় মনমরা হয়ে পড়ে। এরপরেই তিনি আত্মঘাতী হন।"

স্থানীয় চাষি শরৎ ঘোষ বলেন, "আমার জমির পাশেই দু-বিঘা জমিতে আলু চাষ করেছিলেন। চড়া দামে আলুর বীজ কিনতে হয়েছিল। শুনলাম বাজারে ধার দেনা আছে। এদিকে বৃষ্টির জেরে আলুর জমিতে জল দাঁড়িয়ে গিয়েছে। আলু নষ্ট হয়ে গিয়েছে বলে দুঃশ্চিন্তায় তিনি আত্মহত্যা করেছেন ৷" মৃতের স্ত্রী তনুশ্রী ঘোষ বলেন, "বাজার থেকে এর-ওর কাছে ধার নিয়ে আলু চাষ করেছিল। বাড়িতে সেইভাবে কিছু বলত না। জিজ্ঞাসা করলে এড়িয়ে যেত। গত দু-তিনদিনের টানা বৃষ্টিতে আলুর জমিতে জল দাঁড়িয়ে যায়। ফলে সমস্ত গাছ নষ্ট হয়ে গিয়েছে। সে বাড়িতে এসে কপাল চাপড়ে বলত তার কপালটাই খারাপ। গতকাল রাতে খাবার খেয়ে শুতে গিয়েছিল কিছু বুঝতে দেয়নি।"

আরও পড়ুন:

  1. কালনায় অবসাদে আত্মঘাতী আলুচাষি
  2. বাজারে প্রচুর দেনা, স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে আত্মঘাতী আলু চাষি
  3. চা শিল্পের উন্নয়নের জন্য বাজেটে বরাদ্দ নেই, ঘোষিত প্রকল্পে লাভবান হবে ক্ষুদ্র চাষিরা?

পূর্বস্থলী, 9 ডিসেম্বর: গত দু'দিনের বৃষ্টিতে আলুর জমি নষ্ট হয়ে যাওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন এক আলুচাষি। মৃত চাষির নাম রূপসনাতন ঘোষ (45)। তাঁর বাড়ি পূর্ব বর্ধমানের পূর্বস্থলী 2 নম্বর ব্লকের নিমদহ পঞ্চায়েতের ছাতনি উত্তরপাড়া এলাকায়। পরিবারের দাবি বৃষ্টির জেরে আলুর জমিতে জল দাঁড়িয়ে গিয়েছে। ফলে আলু চাষে ক্ষতি হয়েছে। কীভাবে বাজারের ঋণ শোধ করবেন সেই চিন্তায় তিনি অস্থির হয়ে পড়েছিলেন। এরপরেই তিনি আজ, শনিবার আত্মহত্যা করেন ৷

ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কী কারণে এই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাজার থেকে ঋণ নিয়ে আলু চাষ শুরু করেছিলেন রূপসনাতন ঘোষ। গত দু'দিনের বৃষ্টিতে জমিতে জল জমে যাওয়ায় সব গাছ নষ্ট হয়ে যায়। এর ফলে নতুন করে কীভাবে চাষ করবেন সেই চিন্তায় তিনি মনমরা হয়ে পড়েন। এদিন সকালে স্থানীয় একটা আম গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। মৃতের ভাই অমল ঘোষ বলেন, "দাদা ঋণ নিয়ে আলু চাষ শুরু করেছিল। দু'দিনের বৃষ্টিতে আলুর জমি নষ্ট হয়ে গিয়েছে। ফলে আর নতুন করে চাষ করার সামর্থ্য নেই। সেই চিন্তায় মনমরা হয়ে পড়ে। এরপরেই তিনি আত্মঘাতী হন।"

স্থানীয় চাষি শরৎ ঘোষ বলেন, "আমার জমির পাশেই দু-বিঘা জমিতে আলু চাষ করেছিলেন। চড়া দামে আলুর বীজ কিনতে হয়েছিল। শুনলাম বাজারে ধার দেনা আছে। এদিকে বৃষ্টির জেরে আলুর জমিতে জল দাঁড়িয়ে গিয়েছে। আলু নষ্ট হয়ে গিয়েছে বলে দুঃশ্চিন্তায় তিনি আত্মহত্যা করেছেন ৷" মৃতের স্ত্রী তনুশ্রী ঘোষ বলেন, "বাজার থেকে এর-ওর কাছে ধার নিয়ে আলু চাষ করেছিল। বাড়িতে সেইভাবে কিছু বলত না। জিজ্ঞাসা করলে এড়িয়ে যেত। গত দু-তিনদিনের টানা বৃষ্টিতে আলুর জমিতে জল দাঁড়িয়ে যায়। ফলে সমস্ত গাছ নষ্ট হয়ে গিয়েছে। সে বাড়িতে এসে কপাল চাপড়ে বলত তার কপালটাই খারাপ। গতকাল রাতে খাবার খেয়ে শুতে গিয়েছিল কিছু বুঝতে দেয়নি।"

আরও পড়ুন:

  1. কালনায় অবসাদে আত্মঘাতী আলুচাষি
  2. বাজারে প্রচুর দেনা, স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে আত্মঘাতী আলু চাষি
  3. চা শিল্পের উন্নয়নের জন্য বাজেটে বরাদ্দ নেই, ঘোষিত প্রকল্পে লাভবান হবে ক্ষুদ্র চাষিরা?
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.