বর্ধমান, 16 অগাস্ট : বাড়ির সামনে বাঁশ দিয়ে ব্যারিকেড । বাড়িতে কারও আসা তো দূর-অস্ত, বাড়ি থেকে কারও বেরোনোও বারণ । 8 অগাস্ট বাড়ির এক সদস্যের কোরোনা পরীক্ষা করা হয় । 12 অগাস্ট রিপোর্ট আসে । ধরা পড়ে কোরোনার সংক্রমণ । উপসর্গ না থাকায় তাঁকে বাড়িতেই আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয় । ঘরবন্দী পরিবারের বাকিরাও । এতদূর পর্যন্ত সব ঠিকই ছিল । কিন্তু সমস্যা শুরু হয়, যখন হেঁশেলে মজুত খাবার শেষ হয়ে যায় । বর্ধমান পৌরসভা এলাকার ঘটনা ।
শুধু খাবার নয়, ওষুধও ফুরিয়েছে । অভিযোগ, প্রশাসন কোনওভাবেই তাঁদের সহযোগিতা করছে না । এদিকে কোরোনার সংক্রমণ ধরা পড়ায়, আশপাশের বাড়ির লোকজন তাঁদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন । প্রশাসনের তরফে ফোন নম্বর দেওয়া হয়েছিল বটে । বলা হয়েছিল, ফোন করে জানালে খাবার কিনে দেওয়া হবে ।
কিন্তু এখানেও সমস্যা । বাড়িতে নগদ টাকা নেই । বাড়ির পাশেই রয়েছে ATM কাউন্টার । কিন্তু বাড়ি থেকে না বেরোতে পারায়, টাকাও তুলতে পারছেন না । ফলে খাবার বা ওষুধ, কিছুই কিনতে পারছেন না তাঁরা । পরিবারের দাবি, এমন চলতে থাকলে তাঁরা বাধ্য হবেন ব্যারিকেড টপকে বাইরে বেরিয়ে জিনিস কিনতে যেতে ।
আরও পড়ুন : পূর্ব বর্ধমানে কোরোনায় আক্রান্ত আরও 53 জন
এদিকে জেলা প্রশাসনের তরফে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে ।