ETV Bharat / state

হাতে চ্যানেল করতে গিয়ে শিশুর আঙুল কেটে ফেলল ডাক্তাররা !

author img

By

Published : Aug 1, 2019, 6:14 PM IST

Updated : Aug 1, 2019, 7:26 PM IST

হাতে চ্যানেল করতে গিয়ে দু'মাসের শিশুর হাতের আঙুল কেটে ফেলার অভিযোগ উঠল ৷

হাতে চ্যানেল করতে গিয়ে শিশুর আঙুল কেটে ফেলল ডাক্তাররা

বর্ধমান, 1 অগাস্ট : হাতে চ্যানেল করতে গিয়ে দু'মাসের শিশুর হাতের আঙুল কেটে ফেলার অভিযোগ উঠল ৷ ওই শিশুর পরিবারের তরফে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো হয়েছে ৷ অভিযোগপত্রে উল্লেখ, জুনিয়র ডাক্তারদের গাফিলতিতে আঙুল কাটা গেছে শিশুর ৷ তবে আদৌ শিশুর আঙুল কাটা গেছে কি না জানা যায়নি ৷ হাসপাতাল কর্তৃপক্ষ এনিয়ে মুখ খুলতে চায়নি ৷ তবে ওই শিশুর গোটা হাতজুড়ে ব্যান্ডেজ দেখা গেছে ৷

শিশুর বাবা সিটু শেখ বলেন, "28 জুলাই বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে আমার ছেলেকে ভরতি করি । জুনিয়র ডাক্তাররা হাতে চ্যানেল করতে গিয়ে ওর ডান হাতের বুড়ো আঙুল কেটে দেয় । যন্ত্রণায় কাঁদতে থাকে ও । তারপরই নার্সরা আসে ।"

বিষয়টি নিয়ে হাসপাতালে সুপারের কাছে তিনি লিখিত অভিযোগ করেন সিটু শেখ । হাসপাতালের ডেপুটি সুপার অমিতাভ সাহা বলেন, "শিশুর পরিবারের অভিযোগ পেয়েছি । শিশু ওয়ার্ডের বিভাগীয় প্রধানের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, ওই বাচ্চার হাতে একটা ছোটো ইনজুরি হয়েছে । শিশুর পরিবারকে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে । ভয়ের কোনও কারণ নেই । শিশুটি এখন সুস্থ আছে । "

তবে ডেপুটি সুপার মুখে একথা বললেও পদক্ষেপ করেছেন ৷ ইতিমধ্যেই বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি ৷ গঠন করা হয়েছে কমিটিও ৷

বর্ধমান, 1 অগাস্ট : হাতে চ্যানেল করতে গিয়ে দু'মাসের শিশুর হাতের আঙুল কেটে ফেলার অভিযোগ উঠল ৷ ওই শিশুর পরিবারের তরফে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো হয়েছে ৷ অভিযোগপত্রে উল্লেখ, জুনিয়র ডাক্তারদের গাফিলতিতে আঙুল কাটা গেছে শিশুর ৷ তবে আদৌ শিশুর আঙুল কাটা গেছে কি না জানা যায়নি ৷ হাসপাতাল কর্তৃপক্ষ এনিয়ে মুখ খুলতে চায়নি ৷ তবে ওই শিশুর গোটা হাতজুড়ে ব্যান্ডেজ দেখা গেছে ৷

শিশুর বাবা সিটু শেখ বলেন, "28 জুলাই বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে আমার ছেলেকে ভরতি করি । জুনিয়র ডাক্তাররা হাতে চ্যানেল করতে গিয়ে ওর ডান হাতের বুড়ো আঙুল কেটে দেয় । যন্ত্রণায় কাঁদতে থাকে ও । তারপরই নার্সরা আসে ।"

বিষয়টি নিয়ে হাসপাতালে সুপারের কাছে তিনি লিখিত অভিযোগ করেন সিটু শেখ । হাসপাতালের ডেপুটি সুপার অমিতাভ সাহা বলেন, "শিশুর পরিবারের অভিযোগ পেয়েছি । শিশু ওয়ার্ডের বিভাগীয় প্রধানের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, ওই বাচ্চার হাতে একটা ছোটো ইনজুরি হয়েছে । শিশুর পরিবারকে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে । ভয়ের কোনও কারণ নেই । শিশুটি এখন সুস্থ আছে । "

তবে ডেপুটি সুপার মুখে একথা বললেও পদক্ষেপ করেছেন ৷ ইতিমধ্যেই বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি ৷ গঠন করা হয়েছে কমিটিও ৷

Intro:হাতে চ্যানেল করতে গিয়ে দু মাসের শিশুর আঙুলের মাথা কাটল চিকিৎসক

পুলক যশ , বর্ধমান

জুনিয়র ডাক্তারদের গাফিলতিতে দু মাসের একটি শিশুর হাতের আঙ্গুল অসাবধানবশত কেটে দেওয়ার অভিযোগ তুলল শিশুটির পরিবার। ঘটনার জেরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চাঞ্চল্য ছড়িয়েছে। হাসপাতালের তরফ থেকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। শিশুটির বাবা অভিযোগ, করেন গত 28 জুলাই অসুস্থতা জনিত কারণে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে দুমাসের শিশুকে ভর্তি করা হয়। শিশু ওয়ার্ডের তিন তলায় দু নম্বর ওয়ার্ডে ভর্তি আছে শিশুটি। অভিযোগ ওই শিশুটিকে হাতে চ্যানেল করার সময় কিছু জুনিয়র ডাক্তার শিশুর ডান হাতের বুড়ো আঙ্গুলের মাথায় চ্যানেল করতে গিয়ে কেটে দেয়। এর ফলে বুড়ো আঙ্গুলের মাথা থেকে গলগল করে রক্ত বের হতে শুরু করে। এবং শিশুটি প্রচন্ড যন্ত্রনায় কাঁদতে শুরু করে। শিশুটির বাবার অভিযোগ জুনিয়র ডাক্তার অসাবধানবশত কাজ করার জন্য এই শিশুটির হাত কেটে গেছে, শিশুটিকে কষ্ট পেতে হচ্ছে। বিষয়টি নিয়ে হাসপাতালে সুপারের কাছে তিনি লিখিত অভিযোগ করেন। হাসপাতালের ডেপুটি সুপার ডাঃ অমিতাভ সাহা বলেন শিশুটির পরিবারের অভিযোগ পাওয়া গেছে। শিশু ওয়ার্ডের বিভাগীয় প্রধানের সঙ্গে কথা বলে তারা জানতে পেরেছেন শিশুটির হাতে একটা ছোট্ট ইনজুরি হয়েছে। শিশুর পরিবারকে বিষয়টি জানিয়ে ভয়ের কোন কারণ নেই বলে জানানো হয়েছে। শিশুটি এখন সুস্থ আছে। তবে কি কারণে এই ঘটনা ঘটলো অভিযোগের ভিত্তিতে সেটা খতিয়ে দেখবে হাসপাতাল কর্তৃপক্ষ বলে জানান ডেপুটি সুপার।Body:চ্যানেল করতে Conclusion:গিয়ে৷ হাত কাটল শিশুর
Last Updated : Aug 1, 2019, 7:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.