বর্ধমান, 4 নভেম্বর : বর্ধমান টাউন হলে শ্রী শ্রী গোপাষ্টমী ও প্রদীপ প্রজ্জ্বলন মহা উৎসবে যোগ দিতে এসে আজ "দেশি গোরু"-র উপর ভরসা রাখতে বললেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । তিনি বলেন, "অন্যান্য দেশ থেকে গোরু নিয়ে এসেছি আমরা । কিন্তু সেটা গোরুই নয় । এক ধরনের জানোয়ার । যে হাম্বা হাম্বা করে না, সে গোরু নয় । সেজন্য এ গো-মাতা নয় । এ হল আন্টি । আন্টির পুজো করলে দেশের কল্যাণ হবে না ।"
দিলীপ বলেন, "বহু মানুষ আছে যাদের গোরুর নাম শুনলে জ্বর আসে । তাঁরা বাড়িতে বিদেশি কুকুর রাখবেন । তাদের মল-মূত্র পরিষ্কার করবেন । যারা এই বিদেশি ধারায় প্রভাবিত হয়ে বিদেশি ভাষা নিয়ে আমাদের জ্ঞান দিতে আসেন, তাঁদের বলুন এটা গোপালের দেশ । যতদিন ভারতবর্ষ থাকবে, গোপালের বাঁশি শোনা যাবে । আর গোরুর সেবা হবে । বহু মানুষ ইংরেজিতে পড়াশোনা করেছে । তাঁরা ইংরেজদের সবকিছু পছন্দ করেন । ইংরেজি বউও পছন্দ করেন । ফর্সা ফর্সা বউ অনেক নেতা বিয়ে করেছেন । তারপর থেকেই গন্ডগোল শুরু হয়েছে । তাঁরাই এসে আমাদের নেতাদের খারাপ করে দিচ্ছেন । জেলে যেতে হচ্ছে । তাই দেশি গোরুর উপর ভরসা রাখুন ।"
নাম না করে বামপন্থীদের কটাক্ষ করে BJP-র রাজ্য সভাপতি বলেন, "পশ্চিম বাংলায় গোরুর প্রতি বিতৃষ্ণা তৈরি করা হয়েছে । যারা গো-পুজো করেন তারা নিম্নমানের মানুষ আর যারা গোরুর মাংস খান তারা খুব উচ্চমানের এমন ধারণা তৈরি করা হয়েছে । শিক্ষিত বুদ্ধিমানরা কলকাতার রাস্তায় দাঁড়িয়ে গোরুর মাংস খান । আমি বলি কুকুরের মাংসও খাও । জন্তু জানোয়ার যা ভালো খাও । কিন্তু রাস্তায় দাঁড়িয়ে কেন ? নিজের বাড়িতে খাও । আমরা গোরুকে মা বলি । মায়ের চোখে দেখি । তাই আমার মাকে যদি কেউ ওই দৃষ্টিতে দেখে তাহলে আমরা তাকে কী চোখে দেখব ? ভারতবর্ষের মাটিতে গোরুকে হত্যা করা, তার অপমান করা, তার মাংস খাওয়া মহা অপরাধ । আমরা তাদের সমাজবিরোধী হিসেবেই দেখব ।"