ETV Bharat / state

ফর্সা ফর্সা বউরা নেতাদের খারাপ করে দিচ্ছে : দিলীপ - আন্টি পুজো করলে দেশের উন্নতি হবে না

শ্রী শ্রী গোপাষ্টমী ও প্রদীপ প্রজ্জ্বলন মহা উৎসবে যোগ দিতে আজ বর্ধমান আসেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । সেখানে তিনি দেশি গোরুর উপর ভরসা রাখতে বলেন ।

দিলীপ ঘোষ
author img

By

Published : Nov 4, 2019, 9:55 PM IST

Updated : Nov 4, 2019, 11:44 PM IST

বর্ধমান, 4 নভেম্বর : বর্ধমান টাউন হলে শ্রী শ্রী গোপাষ্টমী ও প্রদীপ প্রজ্জ্বলন মহা উৎসবে যোগ দিতে এসে আজ "দেশি গোরু"-র উপর ভরসা রাখতে বললেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । তিনি বলেন, "অন্যান্য দেশ থেকে গোরু নিয়ে এসেছি আমরা । কিন্তু সেটা গোরুই নয় । এক ধরনের জানোয়ার । যে হাম্বা হাম্বা করে না, সে গোরু নয় । সেজন্য এ গো-মাতা নয় । এ হল আন্টি । আন্টির পুজো করলে দেশের কল্যাণ হবে না ।"

দিলীপ বলেন, "বহু মানুষ আছে যাদের গোরুর নাম শুনলে জ্বর আসে । তাঁরা বাড়িতে বিদেশি কুকুর রাখবেন । তাদের মল-মূত্র পরিষ্কার করবেন । যারা এই বিদেশি ধারায় প্রভাবিত হয়ে বিদেশি ভাষা নিয়ে আমাদের জ্ঞান দিতে আসেন, তাঁদের বলুন এটা গোপালের দেশ । যতদিন ভারতবর্ষ থাকবে, গোপালের বাঁশি শোনা যাবে । আর গোরুর সেবা হবে । বহু মানুষ ইংরেজিতে পড়াশোনা করেছে । তাঁরা ইংরেজদের সবকিছু পছন্দ করেন । ইংরেজি বউও পছন্দ করেন । ফর্সা ফর্সা বউ অনেক নেতা বিয়ে করেছেন । তারপর থেকেই গন্ডগোল শুরু হয়েছে । তাঁরাই এসে আমাদের নেতাদের খারাপ করে দিচ্ছেন । জেলে যেতে হচ্ছে । তাই দেশি গোরুর উপর ভরসা রাখুন ।"

গোপাষ্টমীতে কী বললেন দিলীপ ঘোষ ? ভিডিয়োয় শুনুন বক্তব্য

নাম না করে বামপন্থীদের কটাক্ষ করে BJP-র রাজ্য সভাপতি বলেন, "পশ্চিম বাংলায় গোরুর প্রতি বিতৃষ্ণা তৈরি করা হয়েছে । যারা গো-পুজো করেন তারা নিম্নমানের মানুষ আর যারা গোরুর মাংস খান তারা খুব উচ্চমানের এমন ধারণা তৈরি করা হয়েছে । শিক্ষিত বুদ্ধিমানরা কলকাতার রাস্তায় দাঁড়িয়ে গোরুর মাংস খান । আমি বলি কুকুরের মাংসও খাও । জন্তু জানোয়ার যা ভালো খাও । কিন্তু রাস্তায় দাঁড়িয়ে কেন ? নিজের বাড়িতে খাও । আমরা গোরুকে মা বলি । মায়ের চোখে দেখি । তাই আমার মাকে যদি কেউ ওই দৃষ্টিতে দেখে তাহলে আমরা তাকে কী চোখে দেখব ? ভারতবর্ষের মাটিতে গোরুকে হত্যা করা, তার অপমান করা, তার মাংস খাওয়া মহা অপরাধ । আমরা তাদের সমাজবিরোধী হিসেবেই দেখব ।"

বর্ধমান, 4 নভেম্বর : বর্ধমান টাউন হলে শ্রী শ্রী গোপাষ্টমী ও প্রদীপ প্রজ্জ্বলন মহা উৎসবে যোগ দিতে এসে আজ "দেশি গোরু"-র উপর ভরসা রাখতে বললেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । তিনি বলেন, "অন্যান্য দেশ থেকে গোরু নিয়ে এসেছি আমরা । কিন্তু সেটা গোরুই নয় । এক ধরনের জানোয়ার । যে হাম্বা হাম্বা করে না, সে গোরু নয় । সেজন্য এ গো-মাতা নয় । এ হল আন্টি । আন্টির পুজো করলে দেশের কল্যাণ হবে না ।"

দিলীপ বলেন, "বহু মানুষ আছে যাদের গোরুর নাম শুনলে জ্বর আসে । তাঁরা বাড়িতে বিদেশি কুকুর রাখবেন । তাদের মল-মূত্র পরিষ্কার করবেন । যারা এই বিদেশি ধারায় প্রভাবিত হয়ে বিদেশি ভাষা নিয়ে আমাদের জ্ঞান দিতে আসেন, তাঁদের বলুন এটা গোপালের দেশ । যতদিন ভারতবর্ষ থাকবে, গোপালের বাঁশি শোনা যাবে । আর গোরুর সেবা হবে । বহু মানুষ ইংরেজিতে পড়াশোনা করেছে । তাঁরা ইংরেজদের সবকিছু পছন্দ করেন । ইংরেজি বউও পছন্দ করেন । ফর্সা ফর্সা বউ অনেক নেতা বিয়ে করেছেন । তারপর থেকেই গন্ডগোল শুরু হয়েছে । তাঁরাই এসে আমাদের নেতাদের খারাপ করে দিচ্ছেন । জেলে যেতে হচ্ছে । তাই দেশি গোরুর উপর ভরসা রাখুন ।"

গোপাষ্টমীতে কী বললেন দিলীপ ঘোষ ? ভিডিয়োয় শুনুন বক্তব্য

নাম না করে বামপন্থীদের কটাক্ষ করে BJP-র রাজ্য সভাপতি বলেন, "পশ্চিম বাংলায় গোরুর প্রতি বিতৃষ্ণা তৈরি করা হয়েছে । যারা গো-পুজো করেন তারা নিম্নমানের মানুষ আর যারা গোরুর মাংস খান তারা খুব উচ্চমানের এমন ধারণা তৈরি করা হয়েছে । শিক্ষিত বুদ্ধিমানরা কলকাতার রাস্তায় দাঁড়িয়ে গোরুর মাংস খান । আমি বলি কুকুরের মাংসও খাও । জন্তু জানোয়ার যা ভালো খাও । কিন্তু রাস্তায় দাঁড়িয়ে কেন ? নিজের বাড়িতে খাও । আমরা গোরুকে মা বলি । মায়ের চোখে দেখি । তাই আমার মাকে যদি কেউ ওই দৃষ্টিতে দেখে তাহলে আমরা তাকে কী চোখে দেখব ? ভারতবর্ষের মাটিতে গোরুকে হত্যা করা, তার অপমান করা, তার মাংস খাওয়া মহা অপরাধ । আমরা তাদের সমাজবিরোধী হিসেবেই দেখব ।"

Intro:
যারা গো হত্যা করবে তাদের সমাজবিরোধী হিসেবেই দেখা হবে বার্তা দিলীপ ঘোষের, আন্টি পুজো করলে দেশের উন্নতি হবে না

পুলক যশ, বর্ধমান


ভারতের পবিত্র মাটিতে গো হত্যা কর গোমাংস খাওয়া অপরাধ তাই যারা এই ধরনের কাজ করবে তাদের আমরা সমাজবিরোধী হিসেবেই দেখব ।
বর্ধমান টাউন হলে শ্রী শ্রী গোপষ্টমী ও প্রদীপ প্রজ্জ্বলন মহা উৎসবে যোগ দিতে এসে এভাবেই আক্রমণ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । এদিন গো পুজোর সঙ্গে আরতি করেন দিলীপ ঘোষ।


Body:
দিলীপ ঘোষ বলেন ভারতবর্ষ গোপালের দেশ ।কৃষির সঙ্গে গোপালন অঙ্গাঙ্গীভাবে যুক্ত। যতদিন ভারতবর্ষ থাকবে গরুর সেবা করা হবে। অথচ দেখা যায় আমাদের দেশে অনেকেই বিদেশি গরু পছন্দ করে। কিন্তু বিদেশি গরু হাম্বা করে ডাকে না ।তাই এরা গোমাতা নয় ।এরা হল আন্টি। আন্টি পুজো করা হলে আমাদের দেশে কল্যাণ হবে না। দেবতারাও বিদেশি জিনিস পছন্দ করে না অথচ আমাদের যারা ইংরেজি কায়দা শিক্ষিত তারা ইংরেজি বউ পছন্দ করে ।তাই ফর্সা ফর্সা বউ এনে নেতারা বিয়ে করছে, তারপরেই গন্ডগোল আর নেতারা জেলে ঢুকছেন।


Conclusion:পশ্চিমবঙ্গে গরুর প্রতি বিতৃষ্ণা তৈরি করা হচ্ছে। যারা গোপালন করে তারা নাকি নিম্নমানের মানুষ ।আর যারা গরুর মাংস খায় তারা উঁচু জাতের মানুষ। যে যা খুশি খেতে পারে আমরা বাধা দিই না। কিন্তু আমাদের শিক্ষিত সমাজ রাস্তায় দাঁড়িয়ে গরুর মাংস খায় ।আমরা গরুকে পূজা করি তাই মায়ের প্রতি যারা খারাপ আচরণ করবে তাদেরকে আমরা সমাজবিরোধী হিসেবে দেখব হুঁশিয়ারি দেন দিলীপ ঘোষ।
Last Updated : Nov 4, 2019, 11:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.