ETV Bharat / state

স্বামী গায়ে আগুন ধরিয়ে দিয়েছে, মৃত্যুর আগে বলল যুবতি - extra material affair leads to wife killing in Katwa

বছর তিনেক আগে কাটোয়ার পাঁজোয়া গ্রামের বাসিন্দা যমুনার সঙ্গে নিতাইয়ের বিয়ে হয় ৷ তাঁদের এক বছর ছয় মাসের একটি কন্যা সন্তান আছে । অভিযোগ, বিয়ের পরই নিতাই বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে ৷ এই নিয়ে নিত্যদিন তাদের মধ্যে অশান্তি লেগেই থাকত ৷ গতকাল তা চরমে ওঠে ৷ সেই সময় নিতাই ও তার পরিবারের সদস্যরা যমুনার গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ ৷

স্বামী গায়ে আগুন ধরিয়ে দিয়েছে
author img

By

Published : Sep 27, 2019, 1:55 PM IST

Updated : Sep 27, 2019, 2:42 PM IST

কাটোয়া, 27 সেপ্টেম্বর : বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় যুবতিকে খুনের অভিযোগ উঠল তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে ৷ কাটোয়ার গৌরডাঙার ঘটনা ৷ মৃতের নাম যমুনা দাস (22) ৷ ঘটনার পর যমুনার স্বামী নিতাই ,শ্বশুর মুরারী ও শাশুড়ি বসুন্ধরা দাসকে আটক করেছে পুলিশ ৷

বছর তিনেক আগে কাটোয়ার পাঁজোয়া গ্রামের বাসিন্দা যমুনার সঙ্গে নিতাইয়ের বিয়ে হয় ৷ তাঁদের এক বছর ছয় মাসের একটি কন্যা সন্তান আছে । অভিযোগ, বিয়ের পরই নিতাই বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে ৷ এই নিয়ে নিত্যদিন তাদের মধ্যে অশান্তি লেগেই থাকত ৷ গতকাল তা চরমে ওঠে ৷ সেই সময় নিতাই ও তার পরিবারের সদস্যরা যমুনার গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ ৷ চিৎকার-চেঁচামেচি শুনে ঘটনাস্থানে যান স্থানীয় বাসিন্দারা ৷ তাঁরা যমুনাকে কাটোয়া মহকুমা হাসপাতালে ভরতি করেন ৷ সেখানেই যমুনার মৃত্যু হয় ৷

Katwa
যমুনার বাড়ির সদস্যরা

এ বিষয়ে যমুনার বাবা লাল্টু দাস বলেন, "বিয়ের পর থেকে আমার মেয়ের উপর অত্যাচার করত নিতাই ও তার পরিবারের লোকজন ৷ কন্যা সন্তান জন্ম দেওয়ার পর থেকে অত্যাচারের মাত্রা আরও বেড়ে যায় । মেয়ের কাছে শুনেছিলাম জামাইয়ের অন্য এক মেয়ের সঙ্গে সম্পর্ক আছে ৷ মেয়ে এর প্রতিবাদ করায় জমাই তাকে বেধড়ক মারধর করত ৷ অত্যাচার সহ্য না করতে পেরে মাস ছয়েক আগে যমুনা আমার কাছে চলে আসে । পরে গ্রামের লোকজন ও পুলিশের মধ্যস্থতায় সালিশি সভা বসিয়ে বিষয়টি মিটমাট হয় । দিন দশেক আগে যমুনা শ্বশুরবাড়িতে ফিরে গেছিল ৷ গতকাল আমরা খবর পেয়ে হাসপাতালে আসি ৷ মৃত্যু আগে আমার মেয়ে বলেছে ওর স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে ৷ আমরা ওদের কঠোর শাস্তি চাই ৷"

খবর পেয়ে ঘটনাস্থানে যায় কাটোয়া থানার পুলিশ ৷ দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷

কাটোয়া, 27 সেপ্টেম্বর : বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় যুবতিকে খুনের অভিযোগ উঠল তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে ৷ কাটোয়ার গৌরডাঙার ঘটনা ৷ মৃতের নাম যমুনা দাস (22) ৷ ঘটনার পর যমুনার স্বামী নিতাই ,শ্বশুর মুরারী ও শাশুড়ি বসুন্ধরা দাসকে আটক করেছে পুলিশ ৷

বছর তিনেক আগে কাটোয়ার পাঁজোয়া গ্রামের বাসিন্দা যমুনার সঙ্গে নিতাইয়ের বিয়ে হয় ৷ তাঁদের এক বছর ছয় মাসের একটি কন্যা সন্তান আছে । অভিযোগ, বিয়ের পরই নিতাই বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে ৷ এই নিয়ে নিত্যদিন তাদের মধ্যে অশান্তি লেগেই থাকত ৷ গতকাল তা চরমে ওঠে ৷ সেই সময় নিতাই ও তার পরিবারের সদস্যরা যমুনার গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ ৷ চিৎকার-চেঁচামেচি শুনে ঘটনাস্থানে যান স্থানীয় বাসিন্দারা ৷ তাঁরা যমুনাকে কাটোয়া মহকুমা হাসপাতালে ভরতি করেন ৷ সেখানেই যমুনার মৃত্যু হয় ৷

Katwa
যমুনার বাড়ির সদস্যরা

এ বিষয়ে যমুনার বাবা লাল্টু দাস বলেন, "বিয়ের পর থেকে আমার মেয়ের উপর অত্যাচার করত নিতাই ও তার পরিবারের লোকজন ৷ কন্যা সন্তান জন্ম দেওয়ার পর থেকে অত্যাচারের মাত্রা আরও বেড়ে যায় । মেয়ের কাছে শুনেছিলাম জামাইয়ের অন্য এক মেয়ের সঙ্গে সম্পর্ক আছে ৷ মেয়ে এর প্রতিবাদ করায় জমাই তাকে বেধড়ক মারধর করত ৷ অত্যাচার সহ্য না করতে পেরে মাস ছয়েক আগে যমুনা আমার কাছে চলে আসে । পরে গ্রামের লোকজন ও পুলিশের মধ্যস্থতায় সালিশি সভা বসিয়ে বিষয়টি মিটমাট হয় । দিন দশেক আগে যমুনা শ্বশুরবাড়িতে ফিরে গেছিল ৷ গতকাল আমরা খবর পেয়ে হাসপাতালে আসি ৷ মৃত্যু আগে আমার মেয়ে বলেছে ওর স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে ৷ আমরা ওদের কঠোর শাস্তি চাই ৷"

খবর পেয়ে ঘটনাস্থানে যায় কাটোয়া থানার পুলিশ ৷ দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷

Intro:গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ, আটক তিন

পুলক যশ, কাটোয়া

এক গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল তার শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে। পুলিশ ঘটনায় তিনজনকে আটক করেছে।
মৃত গৃহবধূর নাম যমুনা দাস(২২)। বৃহস্পতিবার তাকে অগ্নিদগ্ধ অবস্থায় কাটোয়া মহকুমা হাসপাতালে ভরতি করা হয়। সেখানেই তার মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে কাটোয়ার গৌরডাঙা গ্রামে। মৃতের পরিবারের অভিযোগ বিয়ের পর থেকেই যমুনা জানতে পারে তার স্বামী পরকীয়ায় যুক্ত। যা নিয়ে অশান্তি শুরু হয়। পরে তাদের একটি কন্যা সন্তান হলে যমুনার উপরে অত্যাচারের মাত্রা আরো বেড়ে যায়।এরপরেই তাকে পুড়িয়ে মেরে ফেলা হয় বলে অভিযোগ।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালের দিকে যমুনার পরিবারের লোকেরা জানতে পারে
গুরুতর দগ্ধ অবস্থায় যমুনাকে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করে প্রতিবেশীরা ।

কাটোয়া থানা এলাকার পাঁজোয়া গ্রামের বাসিন্দা লালটু দাসের চার ছেলেমেয়ের মধ্যে ছোট যমুনা । কাটোয়ার গৌড়ডাঙ্গা গ্রামের বাসিন্দা মুরারী দাসের ছেলে নিতাইয়ের সঙ্গে বছর তিনেক আগে তাঁর দেখাশোনা করে বিয়ে হয়। তাঁদের এক বছর ছয় মাসের একটি কন্যাসন্তান আছে ।
মৃতার বাবা লালটু দাসের অভিযোগ, 'বিয়ের পর থেকে আমার মেয়ের উপর অত্যাচার চালাতো জামাইসহ তার বাড়ির লোকজন। কন্যাসন্তান জন্ম দেওয়ার পর থেকে অত্যাচারের মাত্রা আরোও বেড়ে যায় । এছাড়া মেয়ের কাছে শুনেছিলাম জামাই পরকীয়ায় জড়িয়ে পড়েছিল । প্রতিবাদ করলে সে আমার মেয়েকে ব্যাপক মারধর করত ।' তিনি আরও বলেন, 'অত্যাচার সহ্য না করতে পেরে মাসছয়েক আগে যমুনা আমার কাছে চলে এসেছিল । তারপর গ্রামের লোকজন ও পুলিশের মধ্যস্থতায় সালিশীসভা বসিয়ে মিটমাট হয় । দিন দশেক আগে শ্বশুরবাড়িতে ফিরে গিয়েছিল আমার মেয়ে।'
লালটুবাবু জানিয়েছে, প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে তাঁরা কাটোয়া মহকুমা হাসপাতালে এসে মেয়েকে গুরুতর দগ্ধ অবস্থায় দেখতে পান । মৃত্যুর আগে তাঁর মেয়ে জানিয়ে গেছে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে দাবি লালটুবাবুর ।
পুলিশ মৃতার স্বামী নিতাই দাস,শ্বশুর মুরারী দাস ও শাশুড়ি বসুন্ধরা দাসকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে ।Body:গৃহবধূকে পুড়িয়ে Conclusion:মারার অভিযোগ
Last Updated : Sep 27, 2019, 2:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.