ETV Bharat / state

Man Missing in Burdwan: অফিস থেকে বেরিয়ে নিখোঁজ বেসরকারি সংস্থার কর্মী, অপহরণের অভিযোগ পরিবারের

author img

By

Published : Nov 7, 2022, 10:03 AM IST

Updated : Nov 7, 2022, 10:21 AM IST

অফিস থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে গিয়েছেন বেসরকারি সংস্থার কর্মী (Man Missing in Burdwan) ৷ এমনটাই অভিযোগ করেছে তাঁর পরিবার ৷ নিখোঁজ ব্যক্তির নাম সৌরেন দে ।

Man Missing in Burdwan
Employee of private organisation missing

বর্ধমান, 7 নভেম্বর: অফিস থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে গেলেন নির্মাণ সংস্থার কর্মী (Employee of private organisation missing) । পরিবারের অভিযোগ তাঁকে অপহরণ করা হয়েছে ৷ নিখোঁজ ব্যক্তির নাম সৌরেন দে । বয়স 42 বছর ৷ বাড়ি বর্ধমান শহরের তেজগঞ্জ দে পাড়া এলাকায় । বিষয়টি নিয়ে বর্ধমান (Burdwan) থানায় অভিযোগ দায়ের করেছে তাঁর পরিবার ।

জানা গিয়েছে, গত 25 অক্টোবর সকালে সৌরেন অফিস যান । সন্ধে সাড়ে ছ'টা নাগাদ তিনি বাড়িতে ফোন করে কথা বলেন । এরপর থেকে তাঁকে আর ফোনে পাওয়া যায় না ৷ ফোন করা হলে রিং হয়ে কেটে যায় । পরে দু'একবার অন্য এক ব্যক্তি ফোনটি ধরেন । সৌরেনের বাড়ি থেকে ফের ফোন করা হলে ফোন সুইচড অফ বলে ।

বর্ধমানের বড়নীলপুর মোড় এলাকায় একটি বেসরকারি নির্মাণ সংস্থার কাস্টমার কেয়ারের দায়িত্বে ছিলেন তিনি (Man Missing in Burdwan) । বিষয়টি নিয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । পরিবারের দাবি, নিজে থেকে সৌরেন কোথাও চলে যাবেন না । তাই তাদের মনে হয় তাঁকে অপহরণই করা হয়েছে (Family alleges kidnapping) ।

আরও পড়ুন: বাড়িতে বসে মাদকের কারবার ! বর্ধমানে গ্রেফতার মহিলা

সৌরেনের মা মলয়া দে বলেন, "কালীপুজো উপলক্ষে সপরিবারে বাঁকুড়ার সোনামুখী গিয়েছিলাম । সেখানে গিয়ে সৌরেন পুজোর পরের দিন বলে, বাড়ি গিয়ে অফিস যাবে । সন্ধ্যা নাগাদ অফিস থেকে বেরোনোর পরে একবার কথা হয় ওর সঙ্গে । তারপর থেকে সৌরেনের ফোনে টানা রিং হয়ে যাচ্ছিল। আরও পরে ফোন সুইচড অফ বলে । আমার ছেলেকে অপহরণ করা হয়েছে ।"

বর্ধমান, 7 নভেম্বর: অফিস থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে গেলেন নির্মাণ সংস্থার কর্মী (Employee of private organisation missing) । পরিবারের অভিযোগ তাঁকে অপহরণ করা হয়েছে ৷ নিখোঁজ ব্যক্তির নাম সৌরেন দে । বয়স 42 বছর ৷ বাড়ি বর্ধমান শহরের তেজগঞ্জ দে পাড়া এলাকায় । বিষয়টি নিয়ে বর্ধমান (Burdwan) থানায় অভিযোগ দায়ের করেছে তাঁর পরিবার ।

জানা গিয়েছে, গত 25 অক্টোবর সকালে সৌরেন অফিস যান । সন্ধে সাড়ে ছ'টা নাগাদ তিনি বাড়িতে ফোন করে কথা বলেন । এরপর থেকে তাঁকে আর ফোনে পাওয়া যায় না ৷ ফোন করা হলে রিং হয়ে কেটে যায় । পরে দু'একবার অন্য এক ব্যক্তি ফোনটি ধরেন । সৌরেনের বাড়ি থেকে ফের ফোন করা হলে ফোন সুইচড অফ বলে ।

বর্ধমানের বড়নীলপুর মোড় এলাকায় একটি বেসরকারি নির্মাণ সংস্থার কাস্টমার কেয়ারের দায়িত্বে ছিলেন তিনি (Man Missing in Burdwan) । বিষয়টি নিয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । পরিবারের দাবি, নিজে থেকে সৌরেন কোথাও চলে যাবেন না । তাই তাদের মনে হয় তাঁকে অপহরণই করা হয়েছে (Family alleges kidnapping) ।

আরও পড়ুন: বাড়িতে বসে মাদকের কারবার ! বর্ধমানে গ্রেফতার মহিলা

সৌরেনের মা মলয়া দে বলেন, "কালীপুজো উপলক্ষে সপরিবারে বাঁকুড়ার সোনামুখী গিয়েছিলাম । সেখানে গিয়ে সৌরেন পুজোর পরের দিন বলে, বাড়ি গিয়ে অফিস যাবে । সন্ধ্যা নাগাদ অফিস থেকে বেরোনোর পরে একবার কথা হয় ওর সঙ্গে । তারপর থেকে সৌরেনের ফোনে টানা রিং হয়ে যাচ্ছিল। আরও পরে ফোন সুইচড অফ বলে । আমার ছেলেকে অপহরণ করা হয়েছে ।"

Last Updated : Nov 7, 2022, 10:21 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.