বর্ধমান, 14 মে: আইসিএসই-তে দেশে প্রথম হয়েছে পূর্ব বর্ধমান সেন্ট জেভিয়ার্স স্কুলের পড়ুয়া সম্বিত মুখোপাধ্যায় ৷ তাঁর মোট প্রাপ্ত নম্বর 499 ৷ শতাংশের নিরিখে 99.8% নম্বর পেয়েছে সম্বিত ৷ তাঁর এই সাফল্যে উচ্ছ্বিস বর্ধমান সেন্ট জেভিয়ার্সের প্রিন্সিপাল এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকারা ৷ প্রিন্সিপাল ফাদার মারিয়া সাভারিয়াপ্পান এস জে জানালেন, সম্বিতের ভালো ফলাফল আগামিদিনে স্কুলের বাকি পড়ুয়াদের অনুপ্রাণিত করবে ৷
দেশের মধ্যে প্রথম হওয়া, তাও আবার আইসিএসই-তে সত্যিই গর্বের বিষয় ৷ আর সেই কাজটি করে দেখিয়েছে পূর্ব বর্ধমানের সেন্ট জেভিয়ার্স স্কুলের পড়ুয়া সম্বিত মুখোপাধ্যায় ৷ সে 99.8 শতাংশ নম্বর পেয়েছে ৷ ইংরেজিতে 99 ও বাংলায় 95 পেয়েছে সম্বিত ৷ বাকি ইতিহাস, ভূগোল, অংক, বিজ্ঞান ও কম্পিউটার সায়েন্সে 100 শতাংশ নম্বর পেয়েছে পূর্ব বর্ধমানের এই পড়ুয়া ৷ ওই স্কুলের আরও দু’জন ছাত্র অনীশ দত্ত এবং অরিত্র বসু দেশের মধ্যে যুগ্মভাবে চতুর্থ স্থান অর্জন করেছে ৷ তাদের প্রাপ্ত নম্বর 496 ৷
স্কুলের এক পড়ুয়া দেশের মধ্যে প্রথম হয়েছে ৷ এই খবরে খুশি স্কুলের প্রিন্সিপাল ফাদার মারিয়া সাভারিয়াপ্পান এস জে ৷ তিনি বলেন, ‘‘সম্বিত মুখোপাধ্যায় দেশের মধ্যে প্রথম র্যাঙ্ক করেছে। আমরা খুব খুশি ৷ সে 99.8 শতাংশ নম্বর পেয়েছে ৷ এছাড়া আরও দু’জন ছাত্র অনীশ দত্ত এবং অরিত্র বসু 99.2 শতাংশ নম্বর পেয়ে দেশের মধ্যে যুগ্মভাবে চতুর্থ হয়েছে ৷ ওদের সাফল্যের আসল কারণ, সকলেই রেগুলার স্কুলে আসত ৷ পাশাপাশি, মনোযোগ দিয়ে স্কুলের পড়াশোনা ফলো করত ৷’’
আরও পড়ুন: দেশে প্রথম বাংলা ! আইসিএসই-তে বর্ধমানের সম্বিত, আইএসসি-তে কলকাতার মান্য
আর ভবিষ্যতে পূর্ব বর্ধমান সেন্ট জেভিয়ার্সের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তাঁর বার্তা, আগামী দিনেও পড়ুয়ারা পারবে ভালো রেজাল্ট করতে ৷ তার জন্য সম্বিত, অনীশ এবং অরিত্রদের মতো একনিষ্ঠতার সঙ্গে পড়াশোনা করতে হবে বলে জানান প্রিন্সিপাল ফাদার মারিয়া সাভারিয়াপ্পান এস জে ৷ পাশাপাশি, সম্বিতের মতো পড়ুয়া স্কুলের বাকিদের কাছে অনুপ্রেরণা বলে উল্লেখ করেছেন তিনি ৷