ETV Bharat / state

পূর্ব বর্ধমানে দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ জেলাশাসকের

1 জানুয়ারি গলসির শিকারপুরে একটি বালি ভরতি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বাড়িতে ঢুকে যায় । মৃত্যু হয় পাঁচজনের । সেই ঘটনায় মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দিল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন ।

DM give compensation to the families of those killed in the accident
দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ জেলাশাসকের
author img

By

Published : Jun 2, 2020, 10:53 PM IST

পূর্ব বর্ধমান, 2 জুন: বালির গাড়ি চাপা পড়ে মৃত পাঁচ জনের পরিবারকে 1 লাখ টাকা করে ক্ষতিপূরণ দিল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন । আজ তাদের হাতে চেক তুলে দেন জেলাশাসক বিজয় ভারতী ।

1 জানুয়ারি গলসির শিকারপুরে দুর্ঘটনাটি ঘটে । বালি ভরতি একটি ট্রাক রাস্তার পাশে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় । দুর্ঘটনায় রাস্তার পাশে থাকা পাঁচ জনের মৃত্যু হয়। এরপরই এলাকাবাসীর তরফে ক্ষতিপূরণের দাবি করা হয় । এমনকী ক্ষতিপূরণ না দিলে এলাকায় বালিঘাট চালাতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।

অতিরিক্ত জেলাশাসক শশীভূষণ চৌধুরি জানান, ‘’এ বছরের 1 জানুয়ারি একটি বালিবোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে গলসি 2 নম্বর ব্লকের শিকারপুরে একটি বাড়িতে ঢুকে পড়ে । ওই ঘটনায় দুই পরিবারের পাঁচজনের মৃত্যু হয় । মৃত সুচিত্রা মালিকের দুই ছেলের হাতে 50 হাজার টাকা করে এক লাখ টাকার চেক দেওয়া হয়। অপরদিকে মৃত বাপি মণ্ডলের পরিবারের হাতে মোট 5 লাখ টাকার চেক তুলে দেওয়া হয়েছে ।‘’

পূর্ব বর্ধমান, 2 জুন: বালির গাড়ি চাপা পড়ে মৃত পাঁচ জনের পরিবারকে 1 লাখ টাকা করে ক্ষতিপূরণ দিল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন । আজ তাদের হাতে চেক তুলে দেন জেলাশাসক বিজয় ভারতী ।

1 জানুয়ারি গলসির শিকারপুরে দুর্ঘটনাটি ঘটে । বালি ভরতি একটি ট্রাক রাস্তার পাশে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় । দুর্ঘটনায় রাস্তার পাশে থাকা পাঁচ জনের মৃত্যু হয়। এরপরই এলাকাবাসীর তরফে ক্ষতিপূরণের দাবি করা হয় । এমনকী ক্ষতিপূরণ না দিলে এলাকায় বালিঘাট চালাতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।

অতিরিক্ত জেলাশাসক শশীভূষণ চৌধুরি জানান, ‘’এ বছরের 1 জানুয়ারি একটি বালিবোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে গলসি 2 নম্বর ব্লকের শিকারপুরে একটি বাড়িতে ঢুকে পড়ে । ওই ঘটনায় দুই পরিবারের পাঁচজনের মৃত্যু হয় । মৃত সুচিত্রা মালিকের দুই ছেলের হাতে 50 হাজার টাকা করে এক লাখ টাকার চেক দেওয়া হয়। অপরদিকে মৃত বাপি মণ্ডলের পরিবারের হাতে মোট 5 লাখ টাকার চেক তুলে দেওয়া হয়েছে ।‘’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.